Tag: Sania-Shoaib a publicity stunt

Sania-Shoaib a publicity stunt

  • Sania Mirza Divorce:  সানিয়া-শোয়েব বিবাহ বিচ্ছেদ নিছকই জনপ্রিয়তার জন্য! গুঞ্জন নেট দুনিয়ায়

    Sania Mirza Divorce: সানিয়া-শোয়েব বিবাহ বিচ্ছেদ নিছকই জনপ্রিয়তার জন্য! গুঞ্জন নেট দুনিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সানিয়া-শোয়েব বিবাহ-বিচ্ছেদে প্রসঙ্গ নিছকই জনপ্রিয়তা বজায় রাখার জন্য পাবলিটি স্টান্স নয় তো? সম্প্রতি এমনই জল্পনা চলছে নেটদুনিয়ায়। গত কয়েক সপ্তাহ থেকেই ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা আর পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে। কিছু আইনি কাজ সেরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে ফেলবেন তাঁরা এমনই খবর।

    জন্মদিনে শুভেচ্ছা

    এরই মধ্যে মঙ্গলবার ছিল ভারতীয় টেনিস তারকার জন্মদিন। দুবাইয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাবা,মা এবং বোনের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা গেল তাঁকে। সানিয়ার ৩৬তম জন্মদিনে সোমবার মধ্যরাতেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে পোস্ট করেন শোয়েব। একটি ছবিতে সানিয়ার সঙ্গে তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে। শোয়েব লিখেছেন, “শুভ জন্মদিন। সুস্থ ভাবে এবং খুশি মনে জীবন কাটাও। দিনটা খুব ভাল ভাবে উপভোগ করো।” তিনটি মাত্র লাইনে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তাঁদের বিচ্ছেদের জল্পনা এর ফলে আরও বেড়েছে। বিচ্ছেদ কি তবে হয়েই গিয়েছে? আবার অনেকে বলছেন, বিচ্ছেদ হলে আবেগঘন শুভেচ্ছা বার্তা কেন? সব কিছুই স্বাভাবিক! কোনও সমস্যা নেই বলেই এ ভাবে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে, দাবি সানিয়া-শোয়েব অনুরাগীদের।

    আরও পড়ুন: শোয়েব-সানিয়া বিচ্ছেদ! কী বলছেন তারকা দম্পতি?

    নয়া টক-শো

    পার্টনার হিসেবে খুব জলদি একটি ওয়েব শো অ্যাটেন্ড করতে চলেছেন সানিয়া আর শোয়েব, এটাই হয়তো আলাদা হওয়ার আগে তাঁদের শেষ একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স।পাকিস্তানের একটি ওটিটি-র পক্ষ থেকে রবিবারই ঘোষণা করা হয়েছে ‘The Mirza Malik Show’-এর। এটা একটা টক শো, যেখানে নানা প্রান্ত ও কর্মজগত থেকে তারকারা আসবেন আর তাঁদের হোস্টিংয়ের দায়িত্ব থাকবে শোয়েব আর সানিয়ার উপরে। এই শো-এর কথা শুনে কেউ কেউ যেমন স্বস্তি পেয়েছেন এটা ভেবে যে, ‘যাক তাহলে ডিভোর্সটা হচ্ছে না’। আরেক দলের আবার মন্তব্য, ‘এসবই তাহলে পাবলিসিটি স্টান্ট ছিল নিজেদের শো-কে বিখ্যাত করার জন্য?’তবে বলে রাখা ভালো এই শো-এর প্রোমো শ্যুট হয়েছিল প্রায় ৮ মাস আগে। তখন দুজনের মধ্যে তো কোনও সমস্যাই ছিল না। এখন শোয়েব বা সানিয়া কেউ এই ‘দ্য মির্জা মালিক শো-এর কথা নিজেদের সোশ্যাল প্রোফাইলে শেয়ার করেননি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share