Tag: sanu Sherpa

sanu Sherpa

  • Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্বতারোহণে বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী সানু শেরপা (Sanu Sherpa)। ৪৭ বছর বয়সী এই নেপালি পর্বতারোহী প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গ দুবার করে জয় করেছেন। এরমধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সাতবার। বিশ্বে তিনিই প্রথম যিনি এই রেকর্ড গড়ে তুললেন। ১৪ টি শৃঙ্গ একবার নয় দুবার করে জয় করায় ইতিহাসে তিনি তাঁর নাম লিখিয়েছেন।

    [insta]https://www.instagram.com/p/Cc-kL7tJvnU/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    পর্বত জয় করে দেশে ফেরার পর কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে (Tribhuvan International Airport) গতকাল তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন মন্ত্রী। পর্বতারোহণের সব রেকর্ড (Mountaineering World Record) যেন ভেঙেচুরে দিলেন নেপালের এই ব্যক্তি সানু শেরপা। বিশ্বের সবকটি আট হাজার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ অন্তত দু’বার করে আরোহণ করে জয় করেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    সানু শেরপা পাকিস্তানের কারাকোরামের গ্যাসারব্রাম-২ পর্বতশৃঙ্গ (Gasherbrum-II peak in Pakistan’s Karakoram Mountain range) জয় করেন, যেটির উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। এটি তিনি দুবার জয় করেছেন। এর আগে ২০১৯ সালে এটি জয় করেছিলেন। এই আরোহণের সঙ্গে সঙ্গেই গড়ে ওঠে এক নতুন রেকর্ড। সানু শেরপা সাতবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। এছাড়া তিনবার করে লোৎসে এবং মানাসলুতে উঠেছেন।

    [insta]https://www.instagram.com/p/CdfHEegMH7-/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share