Tag: Sara Ali Khan

Sara Ali Khan

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Sara Ali Khan: লন্ডন যাপন সারার, সঙ্গে পরিবার

    Sara Ali Khan: লন্ডন যাপন সারার, সঙ্গে পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরো বলিউড (Bollywood) পৌঁছে গিয়েছে লন্ডনে (London)। এর মধ্যে ব্যতিক্রম নন সারা-সইফ-করিনাও। তাঁরাও পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে। সইফ কন্যা সারা আলি খান (Sara Ali Khan) গতকালই তাঁর বাবা ও ভাইদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দারুণ ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন তাঁরা। সারা, তাঁর বাবা ও ভাইদের সঙ্গে ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হতে শুরু করেছে।

    তৈমুরের সঙ্গে সারার সম্পর্ক বেশ ভালোই। মাঝে মধ্যেই তাঁদের নানা পোস্ট দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু এবার তৈমুরকে নিয়ে নয়, তাঁদের সবচেয়ে ছোট ভাই জেহ খানের (Jeh Ali Khan) সঙ্গে ছবি শেয়ার করেছেন সারা। এবার শুধু সারাই নেই তাঁর ভাই ইব্রাহিম আলিও (Ibrahim Ali) রয়েছেন সঙ্গে। সারা ছবির ক্যাপশনে ‘পাটৌদি’ (Pataudis) বংশের কথাও উল্লেখ করেছেন।

    [insta]https://www.instagram.com/p/CftkR2vo5YG/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রথমে একটি ছবিতে দেখা যায়, করিনা ও সইফের পুত্র জেহ আলি খানের দিকে সারা ও তাঁর ভাই ইব্রাহিম। কোলে একরত্তিকে দেখে বোঝাই যাচ্ছে যে জেহও তাঁদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন। এই ছবিটি তোলা হয়েছে লন্ডনের গ্রোসভেনর স্কোয়ার (Grosvenor Square) পার্কে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সারা ও ইব্রাহিম তাঁদের বাবা সইফের সঙ্গেও ছবি তুলেছেন। এর থেকেই বোঝা যায়, লন্ডনের ওই পার্কে বাবা ও তাঁর তিন ছেলে মেয়ে খোশমেজাজে সময় কাটাচ্ছিলেন। সইফের বোন সাবা পাটৌদিও (Saba Pataudi) তাঁর ইনস্টাগ্রামে তাঁদের ছবি শেয়ার করেছেন।

    সারা, ইব্রাহিম ও অন্যদিকে সইফ, করিনা বিগত কয়েকদিন ধরেই লন্ডনে রয়েছেন ও তাঁদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সারা একদিকে ইব্রাহিমের সঙ্গে লন্ডনের রাস্তায় ছবি তুলে সেটি শেয়ার করেছেন।

    [insta]https://www.instagram.com/p/CfoE6q-orgw/?utm_source=ig_web_copy_link[/insta]

    অন্যদিকে লন্ডনে খোলা আকাশের নীচে এক ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছিলেন করিনা-জেহ। আকাশে রামধনু উঠেছে। ছেলে জেহকে কোলে নিয়ে রামধনুর সৌন্দর্য উপভোগ করছেন তিনি।

    [insta]https://www.instagram.com/p/CfgXx-lIYr_/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

LinkedIn
Share