Tag: Sardar Vallabhbhai Patel

Sardar Vallabhbhai Patel

  • Sardar Vallabhbhai Patel: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের নির্দেশ ইউজিসি-র, কেন তাৎপর্যপূর্ণ?

    Sardar Vallabhbhai Patel: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের নির্দেশ ইউজিসি-র, কেন তাৎপর্যপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ অক্টোবর। সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মবার্ষিকী। দিনটিকে ভারত সরকার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ (Rashtriya Ekta Diwas) হিসেবে ঘোষণা করেছে। যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দিনটিকে স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও উদ্যোগী হয়েছে। তারা দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের আহ্বান জানিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী যাতে যথাযথভাবে পালিত হয়, তাই এই উদ্যোগ। এ বছর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। দু’বছর ধরে দেশজুড়ে অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

    ‘রাষ্ট্রীয় একতা দিবসে’র গুরুত্ব (Sardar Vallabhbhai Patel)

    ‘রাষ্ট্রীয় একতা দিবস’ একটি বিশেষ দিন, যা আমাদের বল্লভভাই প্যাটেলের ভারতের একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে দেয়। তাঁর দূরদর্শিতা ও নেতৃত্ব ভারতের একতা প্রতিষ্ঠায় সহায়ক ছিল। এই দিনটি আমাদের জাতির একতা ও অখণ্ডতা রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ দেয়। ইউজিসির বক্তব্য, রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একতা ও অখণ্ডতা প্রচারের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করতে পারে, যা দেশের যে কোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে সুরক্ষা দিতে কাজে লাগবে।

    কী কী অনুষ্ঠান করতে হবে

    এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণ কেবল বল্লভভাই প্যাটেলের ঐতিহ্যকে সম্মান জানায় না, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মীদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ নীতিগুলিকে ধারণ করতে অনুপ্রাণিত করে (Sardar Vallabhbhai Patel)। দিনটিকে স্মরণীয় করে রাখতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেওয়ার সময় কী পাঠ করতে হবে, বিজ্ঞপ্তিতে তাও বলে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ধনতেরাসে বিধি মেনে পুজোয় অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি, লাভ হয় অপার ঐশ্বর্য

    ঐক্যের জন্য দৌড়ের আয়োজনও করতে বলা হয়েছে। জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই আয়োজন করা প্রয়োজন ঐক্যের জন্য দৌড়ের। এই দৌড়ে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল করানোর কথাও বলা হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ (Rashtriya Ekta Diwas) কী কী অনুষ্ঠানের আয়োজন করা হল, তার ছবি এবং ভিডিও ইউএএমপি পোর্টালে আপলোড করতেও বলা হয়েছে (Sardar Vallabhbhai Patel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sardar Vallabhbhai Patel: দু’বছর ধরে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন করবে কেন্দ্র

    Sardar Vallabhbhai Patel: দু’বছর ধরে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলকে (Sardar Vallabhbhai Patel) শ্রদ্ধা জানাতে তাঁর ১৫০তম জন্মবার্ষিকী (Birth Anniversary) পালন করবে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে দু’বছর ধরে হবে নানা অনুষ্ঠান। দেশে তাঁর অসাধারণ কৃতিত্ব এবং যে ঐক্যের প্রতীক তিনি ছিলেন, তাকে শ্রদ্ধা জানাতেই দু’বছর ধরে হবে অনুষ্ঠান।

    শাহি বার্তা (Sardar Vallabhbhai Patel)

    এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “বিশ্বের অন্যতম শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার স্থপতি হিসেবে সর্দার প্যাটেলজির অবিনশ্বর উত্তরাধিকার ও কাশ্মীর থেকে লক্ষদ্বীপ পর্যন্ত ভারতকে একত্রিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয়। তাঁর বিশাল অবদানকে সম্মান জানাতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারত সরকার ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হবে দু’বছর ধরে। এই উদযাপন তাঁর অসাধারণ কৃতিত্ব ও যে ঐক্যের প্রতীক তিনি ছিলেন, তা স্মরণ করাবে।” ৩১ অক্টোবর জন্মেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর জন্মদিনটিকে জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার।

    গত বছর কী লিখেছিলেন প্রধানমন্ত্রী

    গত বছর রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “সর্দার প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জয়ন্তীতে আমরা তাঁর অদম্য চেতনা ও দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব ও অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করি। যার সঙ্গে তিনি আমাদের জাতির ভাগ্য গঠন করেছিলেন। জাতীয় সংহতির প্রতি তাঁর প্রতিশ্রুতি আমাদের পথ দেখায়। তাঁর সেবায় আমরা চির ঋণী।”

    আরও পড়ুন: কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন তাঁরই দলের সাংসদরা! ঘোর বিপাকে ট্রুডো

    সেদিন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছিলেন, “ভারতের ঐক্য ও সমৃদ্ধি ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের একমাত্র লক্ষ্য। তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি, রাজনৈতিক প্রজ্ঞা ও কঠোর পরিশ্রম দিয়ে প্যাটেল ভারতকে ৫৫০টিরও বেশি রাজ্যে বিভক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে কাজ করেছিলেন। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার সাহেবের দেশ ও জাতি গঠনের কাজে নিবেদিত প্রাণ আমাদের সব সময় অনুপ্রাণিত করবে। লৌহমানব সর্দার প্যাটেলকে (Birth Anniversary) তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও রাষ্ট্রীয় একতা দিবসে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা (Sardar Vallabhbhai Patel)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস। মঙ্গলবার প্যাটেলের জন্মদিনে দেশজুড়ে নানা ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে পৌঁছে লৌহ মানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) দূরদর্শিতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

     নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখছেন,

    ‘‘সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে (Sardar Vallabhbhai Patel) আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব এবং অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করছি।’’

    রাজধানীতে পালন প্যাটেল জয়ন্তী

    এদিন রাজধানীতে  সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তিকেও মঙ্গলবার সকালে বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের পোস্টের সাহ লিখছেন ভারতের ঐক্য সমৃদ্ধি ছিল সরদার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জীবনের একমাত্র লক্ষ্য তার দীর্ঘ ইচ্ছা শক্তি রাজনৈতিক প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রম দিয়ে 550টিরও বেশি রাজ্যে বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে তিনি পরিণত করতে পেরেছিলেন।

    দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার প্যাটেল

    প্রসঙ্গত, ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। পেশায় আইনজীবী প্যাটেল ভারতের ইতিহাসে লৌহ মানব হিসেবে খ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share