Tag: Sarfaraz Khan

Sarfaraz Khan

  • India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে,  জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে, জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক:  জয়ের জন্য নিউজিল্যান্ডের (India vs New Zealand) চাই ১০৭ রান। ভারতের চাই ১০ উইকেট। বেঙ্গালুরু টেস্টে পঞ্চম দিনে সহজ অঙ্ক দুই দলের কাছে। বৃষ্টি যদি বাধ না সাধে তাহলে এই টেস্টে ফয়সালা হচ্ছেই। সেক্ষেত্রে পাল্লা বেশ কিছুটা হেলে নিউজিল্যান্ডের দিকে। বুমরাহ-সিরাজ-যাদেজা-অশ্বিনদের ভেলকিই একমাত্র ম্যাচে ফেরাতে পারে ভারতকে। শনিবার ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তার পরেও পাল্টা লড়াই করলেন সরফরাজ খান, ঋষভ পন্থেরা। শুক্রবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিও রান পান।

    সরফরাজ-পন্থের লড়াকু ইনিংস

    ব্যাট হাতে প্রথম ইনিংসে ভরাডুবির পর, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর, চতুর্থ নম্বরে ক্রিজে আসেন সরফরাজ খান। তিনি বিরাট কোহলির সঙ্গে ১৬৩ বলের জুটি বেঁধে ১৩৬ রান যোগ করেন। কোহলি আউট হওয়ার পরেও সরফরাজ নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং ঋষভ পন্থের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং করেন। সরফরাজ খান ১১০ বল খেলে তার প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। ৫৬.৩ ওভারে টিম সাউদির বলে এক দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে তিনি তার শতক পূর্ণ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার অসাধারণ পারফরম্যান্স ভারতকে ম্যাচে ফিরিয়ে আপাতভাবে ম্যাচে ফিরিয়ে আনে।

    [tw]


    [/tw]

    তৃতীয় দিন শেষে ভারতের (India vs New Zealand) রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান। গতকাল দিনের শেষ বলে ব্যক্তিগত ৭০ রান করে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। চতুর্থ দিনে সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটার লম্বা ইনিংস খেলার লক্ষ্যে ব্যাট করতে থাকেন। দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের ব্যাট হাতে নাকানিচোবানি খাওয়ান সরফরাজ ও পন্থ। ১৫০ রান করে টিম সাউদির বলে কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঋষভ পন্থের। ৯৯ রান করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁদের ব্যাটিং তাণ্ডব ভারতকে লিড এনে দেন। পন্থ ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে রান করতে পারেনি। শেষ বেলায় চার বল খেলা হয়। তার পরেই আলো কম থাকার জন্য আম্পায়ার খেলা বন্ধ করেন। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। মাঠ ঢেকে দেওয়া হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টে দ্বিতীয় দিনের (India vs England) শেষে স্বস্তিতে ভারত। ৮ উইকেট হারালেও ইতিমধ্যেই  ২৫৫ রানে লিড নিয়েছে রোহিত শর্মারা। প্রথম সেশনে রোহিত ও শুভমনের জোড়া শতরানের পর দ্বিতীয় সেশনে সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল দলকে ভরসা দেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৭৩। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (২৭) এবং যশপ্রীত বুমরা (১৯)।

    রোহিত-শুভমনের শতরান

    এদিন শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ধর্মশালায় দ্বিতীয় দিনের (India vs England) শুরুতে জোড়া শতরান পায় ভারত। শুক্রবার প্রথম সেশনে বিনা উইকেটে ১২৯ রান যোগ করে এই জুটি।  শুক্রবার শুরু থেকেই স্বমহিমায় খেলতে থাকে ভারতীয় জুটি। বিপক্ষের বোলারদের রীতিমত শাসন করেন তাঁরা। দ্বিতীয় সেশনে জোড়া উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের পরই ফিরে যান রোহিত শর্মা। লাঞ্চের বিরতিতে ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত। মাত্র এক রান যোগ করে বেন স্টোকসের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। ১৬২ বলে ১০৩ করে আউট হন রোহিত। পরের ওভারেই ফেরেন শুভমন গিল। ১৫০ বলে ১১০ রানে অ্যান্ডারসনের বলে বোল্ড হন তরুণ ব্যাটার। 

    সরফরাজ-পাড়িক্কল জুটি

    মধ্যাহ্নভোজের পরই দু”জন সেট ব্যাটারকে হারিয়ে সাময়িক সমস্যায় পড়ে ভারত। কিন্তু অভিষেকে ভরসা যোগালেন দেবদত্ত পাড়িক্কল। সরফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন। আগের দুই টেস্টে জাদেজাকে আগে পাঠানো হয়েছিল। কিন্তু এদিন পাঁচ নম্বরেই নামানো হয় সরফরাজকে। রাজকোট টেস্টের মতো আরও একটি আগ্রাসী ইনিংস উপহার দেন। একদিনের মেজাজে খেলেন। ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। তাতে ছিল ১টি ছয়, ৮টি চার। অভিষেক ম্যাচ খেলতে নামা পাড়িক্কল ৬৫ রান করেন।একটা সময় ভারতের ৪২৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল।

    মনে হচ্ছিল হয়তো শুক্রবারই শেষ হয়ে যাবে ভারতের ইনিংস। কিন্তু যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব মিলে ৪৫ রান যোগ করেছেন। কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টও (India vs England) জেতা উচিত ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিত-জাদেজার শতরান, দুরন্ত অভিষেক সরফরাজের, ভাল জায়গায় ভারত

    India vs England: রোহিত-জাদেজার শতরান, দুরন্ত অভিষেক সরফরাজের, ভাল জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াল টিম ইন্ডিয়া। সৌজন্যে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। শেষ বেলায় দুরন্ত ইনিংস সরফরাজ খানের। এই তিন জনের ব্যাটে প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩২৬। দিনের শেষে ক্রিজে রয়েছেন জাদেজা। ১১০ রানে খেলছেন তিনি। সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব। 

    ভারতের ইনিংস

    যদিও বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। ৩৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ১০, শুভমান গিল ০ ও রজত পাতিদার ৫ রান করে আউট হন। সেখান থেকে দলকে টানেন রোহিত ও জাদেজা জুটি। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় ১৮৫ রানে ৩ উইকেট। কঠিন পরিস্থিতিতে রোহিতের সঙ্গে ব্যাট করতে নামেন জাদেজা। ঘরের মাঠে আত্মবিশ্বাসী শুরু করেন তিনি। হাতের তালুর মতো চেনা পিচে ব্যাট করতে কোনও সমস্যা হচ্ছিল না তাঁর। রোহিতও হাত খোলেন। তিনি জানতেন, সুযোগ পেলে রান নিতেই হবে। স্লিপে রোহিতের একটি ক্যাচ ছাড়েন জো রুট। এক বার উডের বল হেলমেটে লাগে তাঁর। তাতে মনোযোগ নষ্ট হয়নি রোহিতের। নিজের খেলাটা খেলে যান তিনি। চা বিরতির পর শতরান করেন রোহিত। শতরানের পরেও রোহিতের খেলার ধরন বদলায়নি। বাধ্য হয়ে লেগ সাইডে ছ’জন ফিল্ডার রেখে ক্রমাগত বাউন্সার করার পরিকল্পনা করে ইংল্যান্ড। তাতে ধৈর্য হারিয়ে ১৩১ রানের মাথায় আউট হন রোহিত।

    অভিষেকে চমক সরফরাজের

    তার পরে ব্যাট করতে নামেন সরফরাজ। দেখে মনেই হল না অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তিনি। শুরু থেকেই সাবলীল, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করলেন সরফরাজ। মাত্র ৪৮ বলে অর্ধশতরান করলেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ বলে ৬২ রান করে জাদেজার ভুলে রান আউট হন সরফরাজ। জাদেজা অবশ্য নিজের শতরান হাতছাড়া করেননি। ঘরের মাঠে আরও একটি শতরান করলেন তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ (Under 19 World Cup) বিশ্বকাপের সুপার সিক্সে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে। ২১৪ রানে ম্যাচ জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচে ব্যাটে বলে দাপট দেখাল গতবারের চ্যাম্পিয়নরা। বাইশ গজে ভারতের ছোটদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    মুশির-ম্যাজিক

    ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দাদা সরফরাজ খান। ভাই মুশির (Musheer Khan) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) মাতাচ্ছেন। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় শতরান করলেন মুশির।  ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ানকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড এত দিন ছিল শুধু ধাওয়ানের। সেই তালিকায় এ বার যোগ হল মুশিরের নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে শতরান করেছিলেন মুশির। এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান মুশিরই করেছেন। সেই সংখ্যা আরও বাড়বে। এদিন মুশিরকে সঙ্গত দেন ওপেনার আদর্শ সিং। তিনি ৫২ রান করেন। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান।

    রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কেউই সেভাবে রান পাননি। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন অস্কার জ্যাকসন (১৯)। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। কিউয়িরা শেষ হয়ে যায় মাত্র ৮১ রানে। ম্যাচের সেরা হন মুশির। এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share