Tag: Saudi Prince Mohammed bin Salman

Saudi Prince Mohammed bin Salman

  • PM Modi: সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা হল জানেন?

    PM Modi: সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। মঙ্গলবার তাঁর সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০১৯ সালে তৈরি হওয়া ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারি পরিষদের বৈঠকও হয়েছে দিল্লিতে।

    রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত যুবরাজকে

    এদিনের বৈঠকে ভারত ও সৌদি দুই দেশই পশ্চিম উপকূলবর্তী তেল উত্তোলনের ৫০০ কোটি ডলারের প্রকল্পকে বাস্তবায়িত করার রূপরেখা নিয়ে কথা বলেছে। জ্বালানি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন, মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানো নিয়েও কথা হয়েছে দুই দেশের। রবিবারই নয়াদিল্লিতে শেষ হয়েছে দু’ দিনের জি২০ শীর্ষ সম্মেলন। সেই উপলক্ষে দেশে এসেছেন সৌদির যুবরাজ। সোমবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় তাঁকে।  

    ঐতিহাসিক অর্থনৈতিক করিডর শুরুর সিদ্ধান্ত 

    প্রসঙ্গত, ব্রিটেন, চিন এবং ফ্রান্সের পর ভারতই চতুর্থ দেশ যার সঙ্গে কৌশলগত পরিষদ গঠন করল সৌদি আরব। বৈঠক শেষে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সহযোগিতা গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই জরুরি। আজকের আলোচনায় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।” তিনি বলেন, “আমরা গতকালই ঐতিহাসিক অর্থনৈতিক করিডর শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এই করিডর অর্থনৈতিক বৃদ্ধি এবং এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপের মধ্যে ডিজিটাল সংযোগ বাড়াবে। ভারত ও সৌদির বাণিজ্য সম্পর্ক দুই দেশকেই নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেও আমরা আত্মবিশ্বাসী। গ্রিড সংযোগ, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আমাদের সহযোগিতার অপরিসীম সুযোগ রয়েছে। এই দুই দেশ মিলে ঐতিহাসিকভাবে অর্থনৈতিক করিডরের সূচনা করেছি।” 

    আরও পড়ুুন: ‘‘টাকা সরানোর ট্রানজিট পয়েন্ট দুবাই’’! মমতার বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    সৌদির যুবরাজ বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যের এই অর্থনৈতিক করিডরকে বাস্তবে পরিণত করব। আমরা ভবিষ্যতের সুযোগের লক্ষ্যে এখন কাজ করছি।” এদিনের বৈঠকে ভারত (PM Modi) ও সৌদি একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। অদূর ভবিষ্যতে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন সৌদির যুবরাজ। সেই বিনিয়োগকে সঠিক দিশা দেখাতেই গঠিত হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saudi Prince: মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ভারত সফরে আসছেন সৌদির প্রধানমন্ত্রী বিন সালমান!

    Saudi Prince: মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ভারত সফরে আসছেন সৌদির প্রধানমন্ত্রী বিন সালমান!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সাক্ষাৎ করতে ভারত সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ (Saudi Prince) তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান। সূত্রের খবর, নভেম্বরের মাঝামাঝি ভারত (India) সফরে আসার কথা তাঁর। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে যোগ দিতে আসবেন বিন সালমান। ওই সফরের পথেই তিনি আসবেন ভারতে।

    দীর্ঘ দিন সৌদির যুবরাজ (Saudi Prince) থাকার পর মাস খানেক আগে ওই দেশের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হন বিন সালমান। বছর সাঁইত্রিশের বিন সালমান ইতিমধ্যেই অর্থ, প্রতিরক্ষা, তেল এবং স্বরাষ্ট্র সহ সে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলের সূত্রেই প্রধানমন্ত্রী পদে বসানো হয় বিন সালমানকে। তার পর এই প্রথমবার ভারত সফরে আসছেন তিনি। জানা গিয়েছে, বিন সালমান ভারতে আসবেন নভেম্বরের ১৪ তারিখে। চলে যাবেন তার পরের দিন। সেপ্টেম্বর মাসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে বিন সালমানকে আমন্ত্রণপত্র পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতেই দু দিনের ভারত সফরে আসছেন বিন সালমান।

    চলতি সপ্তাহেই ভারত সফরে এসেছিলেন সৌদি আরবের শক্তিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান। ওপেক প্লাস তেল উৎপাদনে কাটছাঁট করেছে। সেই কারণেই সৌদির যুবরাজের (Saudi Prince) আগে এক দিনের ভারত সফরে এসেছিলেন সে দেশের বিদ্যুৎ মন্ত্রী। ভারতে আসার সঙ্গে সঙ্গে তিনি অনলাইনে কথা বলেছেন চিনা আধিকারিকদের সঙ্গেও। সৌদির বিদ্যুৎ মন্ত্রী ভারত সফরে এসে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, তৈলমন্ত্রী হরদীপ সিং পুরী এবং শক্তিমন্ত্রী আরকে সিংয়ের সঙ্গেও কথা বলেছিলেন। প্রসঙ্গত, সৌদি আরবে সাধারণত প্রধানমন্ত্রিত্বের রাশ নিজেদের হাতেই রাখেন বাদশাহরা। ছেলে মহম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে তিনি নিঃশব্দে সেরে ফেললেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। রাজ দরবার সূত্রে অবশ্য প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনও কারণ দর্শানো হয়নি।

     

  • Most Expensive Home: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    Most Expensive Home: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি বাড়ি কোনটি আপনি কি জানেন? বা তার দাম কত ও কোথায় আছে সেই বাড়ি, কে ই বা থাকেন সেই বাড়িতে? তবে আজ তারই খোঁজ দিতে চলেছি যার দাম শুনলে আকাশ থেকে পড়বেন। বিশ্বের সবচেয়ে দামি বাড়িটি এই দেশে নয় ফ্রান্সে অবস্থিত। আর খবরসূত্রে জানা গিয়েছে, বাড়িটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সম্প্রতি তিনি ইউরোপ সফরে বেরিয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্সে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (Mohammed bin Salman)। এদিন তিনি সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে তাঁর বাসভবন এলিজি প্যালেসে বৈঠক করেন। ফ্রান্স সফরে গিয়ে তিনি নিজ মালিকানাধীন বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদ ‘শাত্যো লুই ১৪’-এ (Chateau Louis XIV) উঠেছেন। প্রাসাদটি ২০১৫ সালে তিনি ৩০১ মিলিয়ন ডলারে কিনেছিলেন। ৭,০০০ বর্গমিটারের এই সম্পত্তিটি ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) লুভেসিয়েনসে (Louveciennes) অবস্থিত। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি। ‘ফরচুন’ নামক ম্যাগাজিনটি এই শাত্যো লুই ১৪ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি বলে উল্লেখ করেছেন।

    কোগমেডের ওয়েবসাইট (Cogemad’s website) অনুসারে, এই প্রাসাদের ডিজাইনটি সপ্তদশ শতকের প্রাসাদগুলোর ডিজাইনের অনুকরণেই এই প্রাসাদটির নকশা তৈরি করা হয়েছে। প্রাসাদটির নির্মাতা ছিলেন খাশোগির তুতো ভাই ইমাদ খাশোগি (Emad Khashoggi)। ফ্রান্সে অভিজাত নির্মাণকাজের ব্যবসা রয়েছে তাঁর। এই প্রাসাদের মাঠে লুইস ১৪ -এর একটি মার্বেলের মূর্তি তৈরি করা আছে। তাছাড়াও এই বিশাল প্রাসাদে ১০টি বেডরুম সুইট, লাইব্রেরি, রিসেপশন রুম রয়েছে। আর কি না নেই।

    এই বিলাসবহুল প্রাসাদে বিশাল অ্যাকুইরিয়াম, সিনেমা হল, সোনায় বাঁধানো ফোঁয়ারা রয়েছে। এতে একটি নাইট ক্লাব রয়েছে। এছাড়াও সাদা চামড়ার মোড়া সোফা সহ একটি কাঁচের চেম্বারও রয়েছে প্রাসাদে যা অনেকটা বিশালাকৃতির অ্যাকুইরিয়ামের মত দেখতে ৷ প্রাসাদের ভেতরে ওয়াইন সেলার রয়েছে। রয়েছে গোলকধাধাও।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রাসাদের সোনায় বাঁধানো ফোয়ারাটির সঙ্গে সাউন্ড সিস্টেম, লাইট যুক্ত করা আছে যা আইফোনের সাহায্যে কন্ট্রেল করা যায়। প্রাসাদের দরজাগুলি প্রতিটিই সোনায় মোড়া। গোটা প্রাসাদ জুড়েই বহুমূল্য শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। তবে এই প্রাসাদটি সৌদি যুবরাজ কার থেকে কিনেছিলেন তা এখনও জানা যায়নি।

LinkedIn
Share