Tag: sbi recruitment

sbi recruitment

  • SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে শূন্যপদ ১০২২, বেতন কত জানেন?

    SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে শূন্যপদ ১০২২, বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি (No.CRPD/RS/2023-24/02) প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞপ্তিতেই বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে আবেদন করতে পারেন।

    নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট ১০২২টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

    জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিষয়গুলি

    গুরুত্বপূর্ণ তারিখ

    আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- ১ এপ্রিল
    আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৩০ এপ্রিল

    কোন কোন পদে এই নিয়োগ করা হবে ?

    মোট ১০২২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার, চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার এবং সাপোর্ট অফিসার পদে এই নিয়োগ করা হবে বলে জানা গেছে।

    বয়সসীমা কত ?

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি পদের জন্যই প্রার্থীদের ৬৩ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট বয়সসীমার পরে আবেদন জমা দিলে তা গ্রাহ্য করা হবে না।

    কারা আবেদন করতে পারবেন ?

    স্টেট ব্যাঙ্ক অথবা যে কোনও অন্য সরকারি ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে পারবেন।

    কীভাবে হবে এই নিয়োগ ?

    প্রথমে প্রাপ্ত আবেদনগুলি স্ক্রিন করার পরে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১০০ নম্বরের জন্য ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত বাছাই তালিকা তৈরি করা হবে।

    কীভাবে আবেদন করবেন ?

    নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

     

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য অবসর নিয়েছেন চাকরি থেকে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment) আপনার জন্যে এনে দিয়েছে সুবর্ন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কালেকশন ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্কের পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির (e-ABs) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

    স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) জানানো হয়েছে, মোট ১৪৩৮ শূন্যপদ পদ রয়েছে। সারা দেশের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers কিংবা https://www.sbi.co.in/careers-তে অনলাইনে আবেদন করতে পারেন।

    আরও পড়ুন: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    যোগ্যতা: 

    আবেদনকারীদের স্টেট ব্যাঙ্কের (SBI Recruitment) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ হতে হবে। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অবসরপ্রাপ্ত ব্যক্তির শুধুমাত্র উপযুক্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে পেশাগত দক্ষতা থাকতে হবে।

    বয়সসীমা:

    অবসরপ্রাপ্ত কর্মীদের ৬০ বছর বয়সে চাকরির মেয়াদ পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।  

    নির্বাচন প্রক্রিয়া:

    প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের প্রোফাইল দেখে ব্যাঙ্কের (SBI Recruitment) শর্টলিস্টিং কমিটি প্রার্থী বাছাই করবে। তারপরেই ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ইন্টারভিউতে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর অনুসারে করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্ক নম্বর পান তাহলে কম বয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। 

    বেতন:

    ক্লার্ক পদের জন্য প্রার্থীরা পাবেন ২৫,০০০ টাকা। অন্যদিকে, JMGS – I-এর জন্য ৩৫,০০০ এবং MMGS – II এবং MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা টাকা বেতন পাবেন।

    পদ সংখ্যা:

    জেনারাল: ৬৮০
    ইডাব্লিউএস: ১২৫
    ওবিসি: ৩১৪
    এসসি: ১৯৮
    এসটি: ১২১ 
    মোট পদ: ১৪৩৮

    আবেদনের সময়: 

    আবেদন শুরু ২২ ডিসেম্বর। আবেদন শেষ তারিখ ১০ জানুয়ারি   

    কী ভাবে আবেদন করবেন? 

    স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers-তে প্রার্থীকে রেজিস্টার করতে হবে। অনলাইনে রেজিস্টার করার পরে, প্রার্থীরা সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট পেয়ে যাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SBI: স্টেট ব্যাঙ্কে ৮৫৯ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন কত জানেন?  

    SBI: স্টেট ব্যাঙ্কে ৮৫৯ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন কত জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮৫৯ জন অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। আবেদনের শেষ তারিখ হল ৭ নভেম্বর ২০২২ । ৩০/০৯/২০২২ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের জন্য নির্দিষ্ট ছাড় পাবেন। বেতনক্রম: ₹৩৬,০০০- ₹৬৩,৮৪০। অনলাইন দরখাস্ত করতে হবে: https://bank.sbi/careers এই ওয়েবসাইটে গিয়ে। প্রার্থী বাছাই হবে লিখিত অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ১২০ নম্বরের অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে‌।
     
    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক (Graduate) হতে হবে। এর পাশাপাশি যে কোন গ্রামীণ ব্যাঙ্কে বা যে কোন সিডিউলড ব্যাঙ্কে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    পরীক্ষার বিষয়গুলি হল – ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস/ ইকোনমি এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এর সঙ্গে থাকবে ডেস্ক্রিপটিভ টেস্ট যা হবে ৫০ নম্বরের। ডেসক্রিপটিভ টেস্টে ইংরেজিতে লেটার ও এসে (প্রবন্ধ) রাইটিং থাকবে‌। নেগেটিভ মার্কিং নেই। 

    পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য পরীক্ষাকেন্দ্র গুলি হবে হুগলি, কল্যাণী এবং কলকাতা। ফি বাবদ অনলাইনে জমা দিতে হবে ৭৫০ টাকা‌। সংরক্ষিত প্রার্থীদের জন্য ফিসে ছাড় পাওয়া যাবে। এই সংক্রান্ত যাবতীয়  তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ফলো করুন।
    নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেশের বেশ কিছু সার্কেলে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ ,মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। যে সার্কেল থেকে তিনি আবেদন করবেন, সেই সার্কেলের ভাষা। যেমন কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলের সার্কেলের শূন্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের বাংলা জানতে হবে। ভোপাল ও জয়পুরের ক্ষেত্রে হিন্দি জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো CRPD/CBO/2022-23/22.

     মোট শূন্য পদ 

    ১. সার্কেল কলকাতা (পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ): মোট শূন্য পদ ১৭৫ টি , যার মধ্যে সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩, ওবিসি ৪৭, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭টি। এর মধ্যে দুটি করে শূন্য পদ শ্রবণ, দৃষ্টি ও ভালো মতো হাঁটতে পারেন না  এমন প্রতিবন্ধীদের জন্য। এবং একটি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

    ২. সার্কেল ভোপাল
    (মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়): মোট শূন্যপদ ১৮৩ টি যার মধ্যে রয়েছে। সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩ ,ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭ টি ,এর মধ্যে ২টি শূন্য পদ আছে দৃষ্টি সংক্রান্ত এবং যারা হাঁটতে পারেন না ভালো মতো তাঁদের জন্য। ৩টি শূন্য পদ আছে শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

    ৩. সার্কেল জয়পুর 
    ( রাজস্থান): মোট শূন্যপদ ২০১ টি। সাধারণ ৮১, তফশিলি জাতি ৩০, তফশিলি উপজাতি ১৫, ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ২০টি। যাঁরা ভালোমতো হাঁটতে পারেন না তাঁদের জন্য সংরক্ষিত আছে ২টি শূন্য পদ। ৩টি শূন্য পদ রয়েছে দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

    আরও পড়ুন: এটি আর্থিক তছরুপের সহজ পন্থা, ফের ডিয়ার লটারি নিয়ে সরব শুভেন্দু

    ৪. সার্কেল উত্তর পূর্বাঞ্চল (আসাম ,অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা): মোট শূন্য পদ ৩০০টি, সাধারণ ১২২, তফশিলি জাতি ৪৫, তফশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য রয়েছে ৩০টি। এর মধ্যে ৩টি শূন্যপদ, দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং যাঁরা ভাল রকম হাঁটাচলা করতে পারেন না তাঁদের জন্য।

     

     

LinkedIn
Share