Tag: School close

School close

  • Diwali Holiday: আগামী বছর থেকে দীপাবলী উপলক্ষে স্কুল ছুটি নিউইয়র্কের

    Diwali Holiday: আগামী বছর থেকে দীপাবলী উপলক্ষে স্কুল ছুটি নিউইয়র্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর। আগামী বছর থেকে দীপাবলী (Diwali) উপলক্ষ্যে ছুটি থাকবে নিউইইয়র্কের সমস্ত স্কুল। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। দীপাবলীকে সরকারি ছুটি (Diwali Holiday) ঘোষণার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন সেখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুতরা। অবশেষে দীর্ঘদিনের সেই দাবিকে মান্যতা দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা। স্থানীয় আইনসভার সদস্য জেনিফার রাজকুমার বলেন, নিউ ইয়র্কে বসবাসকারী ২ লাখ হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মালম্বীদের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। আলোর উৎসবে সেই কারণেই এখানকার সরকারি স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,চলতি শিক্ষাবর্ষে এই পরিবর্তন আনলে অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই আগামী বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

    [tw]


    [/tw] 

    সাধারণত,নিউ ইয়র্কের অধিকাংশ স্কুলে প্রতিষ্ঠা দিবসের ছুটি থাকে। আগামী বছর থেকে সেটাই দীপাবলির ছুটিতে (Diwali Holiday) বদলে যাবে।

    মেয়র অ্যাডামাস বলেন, আমরা চাই দীপাবলী কী, সেটা আজকের পড়ুয়ারা জানুক। এই উৎসব পালন করলে স্কুল পড়ুয়ারা এমনিতেই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। তাছাড়া আলোর উৎসবে অংশ নিলে মজাও পাবে ছোটরা।

    এদিকে নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জওসওয়াল বলেন, প্রবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল, তিনি নিউইয়র্কের মেয়র অ্যাডামসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, ভারতীয় উৎসবগুলিকে স্বীকৃতি দেওয়া বৈচিত্র এবং বহুত্ববাদের বার্তা দেয়। এর ফলে সমাজের সকল স্তরের মানুষই এই ঐতিহ্যের অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ পাবে। নিউইয়র্কে বসবাসরত ২০ লক্ষ ভারতীয় এর জন্য কৃতজ্ঞ।

    প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই দীপাবলীর সময় ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। দীপাবলীর সময় নিউ ইয়র্কের স্কুলে ছুটি ঘোষণা করায় ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে বলেই দাবি করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Heat wave: অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী,বৃষ্টির আশায় কলকাতা

    Heat wave: অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী,বৃষ্টির আশায় কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে জ্বলছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ (Heat wave in Bengal)৷ দক্ষিণবঙ্গের  সাত জেলায় বুধবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। কলকাতায় তাপপ্রবাহ না হলেও, গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্য তাপপ্রবাহের মতোই অনুভব হবে বলে মত আবহবিদদের।

    সোমবারের মতো মঙ্গলবারও কলকাতায় গরমে নাজেহাল অবস্থা। চাঁদিফাটা রোদ্দুরে কাহিল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যূনতম ৩৪ শতাংশ। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ পরিস্থতি বজায় থাকবে। 

    কবে বৃষ্টি: বৈশাখ মাসের ১০ তারিখ হয়ে গেলেও কালবৈশাখীর দেখা নেই। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভবনাও নেই, বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে সামনের সপ্তাহের শুরুতে সোমবার অর্থাৎ মে মাসের ২ তারিখ থেকে বৃষ্টি হতে পারে।

    গরমে স্কুল: গরমে পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর (Advisory for schools due to heat wave)৷ ক্লাস শুরুর সময় এগিয়ে নিয়ে এসে মর্নিং স্কুল করার নির্দেশ দিয়েছে সরকার ৷ হাসফাঁস করা গরমে নাজেহাল অবস্থা মানুষের (Bengal Govt advisory for schools)৷ চাঁদিফাটা রোদ্দুরে রাস্তায় বেরনোই দুর্বিষহ হয়ে পড়েছে ৷ তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই ৷ এই অবস্থায় স্কুলপড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর ৷ বিকাশ ভবনের সেই জরুরি নির্দেশিকায় বলা হয়েছে, তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস গুলির পড়ুয়াদের জন্য মর্নিং স্কুল করতে হবে । অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে স্কুলের সময় এগিয়ে নিয়ে এসে সকালে করতে হবে । সূর্য যখন মধ্যগগনে থাকবে, তার আগেই যাতে বাড়ি ফিরে পড়তে পারে পড়ুয়ারা ৷ তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যে সব স্কুল কর্তৃপক্ষের পক্ষে তা করা সম্ভব হবে না, তাদেরকে গরম থেকে পড়ুয়াদের রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷ এ ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শ নিতে বলা হয়েছে ৷

    গরমে অনলাইন: এই পরিস্থিতিতে খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে অফলাইন ক্লাস বন্ধ করলvসাউথ পয়েন্ট স্কুল। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিনদিনের জন্য বন্ধ থাকবে অফলাইন ক্লাস। পঠন-পাঠন সচল রাখতে ক্লাস চলবে অনলাইনে। আগামী সপ্তাহে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সেইমত আগামী সোমবার থেকে ফের অফলাইন ক্লাস শুরু করা হবে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম বজায় থাকবে। গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, যার জেরে সেখানে মনোরম পরিবেশ বজায় ছিল। কিন্তু, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই সেখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

LinkedIn
Share