Tag: sco foreign ministers meet

sco foreign ministers meet

  • S Jaishankar: হ্যান্ডশেক নয়, দূর থেকে নমস্কার! বিলাওয়াল ভুট্টোর সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: হ্যান্ডশেক নয়, দূর থেকে নমস্কার! বিলাওয়াল ভুট্টোর সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) হাসিমুখে একদিকে যেমন অতিথি আপ্যায়ন করতে জানে, তেমন ভাবেই কঠোর চোয়ালে মুখের ওপর জবাব দিতে জানে। গোয়ায় এসে এই কথাটা হয়ত ভালো ভাবেই টের পেলেন বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto Zardari)। পাকিস্তানের বিদেশমন্ত্রীর (Pakistan Foreign Minister) সামনেই সীমান্তপার সন্ত্রাস ইস্যুতে নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া কথা শুনিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

    গোয়ায় দুদিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে এসসিও (SCO Meet) গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। এই বৈঠকে যোগ দিতে সদস্য দেশের বিদেশমন্ত্রীরা গতকালই গোয়ায় উপস্থিত হয়েছেন। গতকালই ভারতে এসেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, যিনি বেনজির ভুট্টোর ছেলে ও জুলফিকার আলি ভুট্টোর নাতিও বটে। প্রায় এক যুগ পর ভারতে এসেছেন কোনও পাক বিদেশমন্ত্রীও। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী ‘নমস্তে’ বলে বিলাওয়ালকে অভিবাদন জানান জয়শঙ্কর (S Jaishankar)। পাল্টা প্রতি-নমস্কার করেন বিলাবলও।

    আজ এই বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন। এদিন বক্তব্য পেশ করতে গিয়ে পাক বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar)। সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করে ভারতের বিদেশমন্ত্রী জানান, সন্ত্রাস যেকোনও উপায়ে বন্ধ করতে হবে। জয়শঙ্কর বলেন, ‘‘সীমান্ত সন্ত্রাস একটি বড় সমস্যা। একে যে কোনও পদ্ধতিতে বন্ধ করা উচিত।’’ তিনি বলেন, ‘‘গোটা বিশ্ব যখন কোভিড এবং এর প্রভাব মোকাবিলায় ব্যস্ত ছিল, তখনও সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া আমাদের নিরাপত্তার স্বার্থের জন্য ক্ষতিকর হবে।’’

    আরও পড়ুন: লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন মোদিকে, ভারত সফরে এলেন সেই বিলাওয়াল

    জয়শঙ্কর (S Jaishankar) আরও বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা থাকতে পারে না। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের বিবাদই বন্ধ করা উচিত। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক অনুদান জোগানোর চ্যানলগুলিকেও বন্ধ করতে হবে। সদস্যদের মনে করিয়ে দিতে হবে না যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এসসিও-র মূল নির্দেশগুলির মধ্যে একটি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share