Tag: Sealdah metro

Sealdah metro

  • Sealdah metro:  রাত পোহালেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, যাত্রী নিয়ে কবে থেকে ট্রেন চলবে জানেন?

    Sealdah metro:  রাত পোহালেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, যাত্রী নিয়ে কবে থেকে ট্রেন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ১১ জুলাই, সোমবার উদ্বোধন হচ্ছে শিয়ালদহ মেট্রোর (Sealdah Metro)। উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। মেট্রো রেল সূত্রেই এমন খবর মিলেছে।

    শিয়ালদহ মেট্রো ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) একটি অংশ। বর্তমানে এই রুটে আপাতত মেট্রো চলে ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। মেট্রো রেল সূত্রে খবর, ১৪ জুলাই বৃহস্পতিরবার থেকে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে শিয়ালদহ মেট্রোয়। ওই দিন থেকেই নিয়মিত ট্রেন চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। ইস্ট ওয়েস্ট মেট্রো পথে শিয়ালদহ স্টেশন জুড়ে যাওয়ায় এক লপ্তে মেট্রোয় যাত্রী সংখ্যা বেড়ে যাবে অনেকখানি।

    আরও পড়ুন : এবার রেল-সূত্রে ভারতের সঙ্গে বাঁধা পড়তে চলেছে ভুটানও?

    মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের পরে একদিকে যেমন সুবিধা হবে যাত্রীদের, তেমনি অন্যদিকে আয় বাড়বে মেট্রোরও। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহে রয়েছে তিনটি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ন’টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। পাঁচটি লিফটও থাকছে যাত্রীদের সুবিধার্থে। টিকিট কাউন্টার রয়েছে ২৭টি। এর মধ্যে বেশ কয়েকটি কাউন্টার তৈরি করা হয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য। প্রসঙ্গত, শিয়ালদহে মেট্রোর লাইন রয়েছে মাটির ১৬.৫ মিটার গভীরে।    

    আরও পড়ুন : রেলের টাকায় তৈরি সেতু উদ্বোধনে রেলই ব্রাত্য! মমতাকে আক্রমণ শুভেন্দুর

    ফি দিন শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন কয়েক লক্ষ যাত্রী। এঁদের একটা অংশ এখন স্টেশনের বাইরে বেরিয়ে সেক্টর ফাইভের বাস ধরে নিত্য গন্তব্যে পৌঁছান। এই যাত্রীদেরই একটা বড অংশ এবার যাতায়াত করবেন মেট্রো পথে। তাতে সময় লাগবে বেশ খানিকটা কম। মেট্রো রেল সূত্রে খবর, ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চালিয়ে খুব একটা লাভ হচ্ছে না। তার কারণ ওই পথে যাত্রী সংখ্যা খুবই কম। তবে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বেড়ে যাবে অনেকখানি। মেট্রো কর্তৃপক্ষের আশা, লাভের মুখও দেখা যাবে।

    এদিকে, শিয়ালদহ স্টেশন উদ্বোধন ঘিরে সারা যাবতীয় প্রস্তুতি পর্ব। রাত পোহালেই হবে উদ্বোধন। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার সাত সকালে যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ছাড়বে শিয়ালদহ থেকে। ডেস্টিনেশন, সেক্টর ফাইভ।

     

  • Sealdah Metro: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

    Sealdah Metro: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার, বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। হাওড়া স্টেশন থেকে তিনি নতুন মেট্রোর লাইনের উদ্বোধন (Inauguration) করেন। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে এই মেট্রো লাইনের। সেক্টর ফাইভ থেকে শিলায়দহ পর্যন্ত চলবে মেট্রো। 

    রেল মন্ত্রক ধারণা করছে, এই মেট্রো স্টেশন থেকে প্রতি দিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার মানুষ যাত্রা করবেন। শহরের দুই ব্যস্ততম কর্মক্ষেত্রে জুড়ে যাওয়ায় অনেকেই এই পথেই যাতায়াত করবেন বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: দেশে এই প্রথম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী অ-মুসলিম, অতিরিক্ত দায়িত্ব স্মৃতি ইরানিকে

    কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এ দিন বিকেলে শিয়ালদহ স্টেশনে উপস্থিত হন। নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে সাউথ গেট দিয়ে স্টেশনে প্রবেশ করেন তিনি। তারপর ট্রেনে ওঠেন। অত্যাধিক ভিড় থাকায ফুলবাগান অবধি যেতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষন পরেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিয়ালদহে স্টেশন দেখতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: রাত পোহালেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, যাত্রী নিয়ে কবে থেকে ট্রেন চলবে জানেন? 

    এর পর হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি ইরানি। সেখানে মেট্রোর একটি প্রতিকৃতি তুলে দেওয়া হয় স্মৃতি ইরানির হাতে। এর পর বিকেল সাড়ে পাঁচটার পর হাওড়া ময়দানের অনুষ্ঠান থেকে সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের শুভ সূচনা করেন তিনি। ওদিকে শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করছিল ট্রেন, সবুজ পতাকা দেখানোর পরেই যাত্রা শুরু করে শিয়ালদহ মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যেতে খরচ পড়বে মোট ২০ টাকা। সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলবে মেট্রো। এই রুটে যেতে সময় লাগবে ২১ মিনিট।

    এদিন কেন্দ্রীয়মন্ত্রী অনুষ্ঠানে বলেন, “শিনজো আবের স্মৃতিতে আমরা আগে এক মিনিটের নীরবতা পালন করব।” তার পরেই তিনি ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা সাধারণ মানুষের সুবিধার জন্যে এত বড় কাজ করলেন, তাঁদের ধন্যবাদ। প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী যে স্বপ্ন ভারতের নবনির্মাণের জন্যে দেখেছিলেন, তার মধ্যে রয়েছে ভারতীয় রেলসহ জল, স্থল ও আকাশে উন্নয়নের স্বপ্ন, তা পূর্ণ হবে। শিয়ালদহ এশিয়ার ব্যস্ততম রেল স্টেশন। সেই কারণেই পরিকাঠামো উন্নয়নে জোর। ভারত সরকার সব বিষয়ে কেন্দ্রীয় স্তর থেকে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধন্যবাদ জানিয়েছেন। সল্টলেক আমার দাদুর বাড়ি, ওই বাড়ির কাছে মেট্রো যাবে, এটা আমার কাছে আশীর্বাদ”।

     

LinkedIn
Share