Tag: sealdah-ranaghat section

sealdah-ranaghat section

  • Train Cancel: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায়

    Train Cancel: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কাল, বড়দিন। খুশির উৎসব। আজ শনিবার উৎসবের মেজাজে শহরবাসী। শীতের সকালে বহু লোক ভিড় জমিয়েছে ক্যাথিড্রাল, পার্কস্ট্রিট, ধর্মতলা, ময়দানে। শহরতলি থেকেও লোকে এসেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়ায়। এরই মধ্যে তাল কাটল পূর্ব রেলের ঘোষণায়। সপ্তাহশেষে  সামান্য ভোগান্তি বাড়ল ট্রেনযাত্রীদের। রেললাইন মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

    বাতিল বেশ কিছু ট্রেন

    লোকাল ট্রেনের এই সমস্যায় জেরবার হতে পারেন শিয়ালদহ (Sealdah) মেইন লাইনের যাত্রীরা। জানা গেছে, শনিবার ও রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল (local trains cancel) করা হয়েছে। এই দু’দিনের মধ্যে আবার ২৫ ডিসেম্বরও (Christmas eve) পড়েছে। ফলত একটা বিশাল সংখ্যক মানুষের এই দু’দিন কলকাতা আসতে বা কলকাতা থেকে যেতে বেশ অসুবিধায় পড়তে হবে। রক্ষণাবেক্ষণের কারণেই বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, বলে খবর। তবে বড়দিনের সময় স্কুল-অফিস ছুটি থাকায় তেমন কোনও অসুবিধা হবে না, বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

    রেলওয়ে সূত্রে খবর, শিয়ালদহ মেইন শাখায় কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট ও কল্যানী সীমান্ত পর্যন্ত ২৪ ও ২৫ ডিসেম্বর মোট ৩৪টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। এই দু’দিন নৈহাটি ও রানাঘাটের মধ্যে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈহাটি-রানাঘাট শাখায় ১৫২টির মধ্যে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৪টি ট্রেন। রেল সূত্রে জানা গেছে, এর জেরে আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

LinkedIn
Share