Tag: SEBI

SEBI

  • ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি ফোন ট্যাপিং মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (National Stock Exchange) প্রাক্তন সিইও ও এমডি রবি নারায়ণকে (Ravi Narain)। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে ইডি। নারায়ণের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে এনএসই কর্মীদের ফোন বেআইনিভাবে ট্যাপ করার অভিযোগ রয়েছে।  

    গত ১৪ জুলাই নারায়ণ, প্রাক্তন এনএসই প্রধান চিত্রা রামকৃষ্ণ এবং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডের বিরুদ্ধে পিএমএলএর অধীনে একটি মামলা দায়ের করেছে ইডি। উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের তরফেও এই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    ইডি-র বিশেষ আইনজীবী এন কে মাট্টা দিল্লি হাইকোর্টে বলেছিলেন, নারায়ণ এবং অন্যান্য অভিযুক্ত এনএসইর কর্মীদের প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। এমনকি পান্ডের তৈরি সংস্থা iSEC Services Pvt Ltd-এর মাধ্যমে কর্মীদের ফোনালাপের ওপরও নারায়ণ নজর রাখতেন বলে এদিন জানান আইনজীবী।   

    সাইবার নিরাপত্তার আড়ালে এইসব করা হত বলে দাবি করেছে ইডি। ধৃত রবি নারায়ণ ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এনএসইর চিফ ছিলেন। এরপর সেই পদের দায়িত্ব পান চিত্রা রামকৃষ্ণ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। দুজনেই বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন? 
      
    এর আগে, ফোন ট্যাপিং মামলায় প্রাক্তন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। একই সময়ে, কো-লোকেশন মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। একই সময়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত বেআইনি ফোন ট্যাপিং মামলায় মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডেকেও গ্রেফতার করেছিল।  

    কো-লোকেশন পরিষেবার মাধ্যমে ব্রোকার্সদের নিজস্ব সার্ভার সেট আপ করার অনুমতি দেওয়া হয়। এর সাহায্যে তারা দ্রুত শেয়ার বাজারের গতিবিধি জানতে পারে। শুধু তাই নয়, এভাবে দ্রুত লাভও পাওয়া যায়। তদন্তে নেমে ইডি জানতে পারে, একাধিক ব্রোকার্স এই পরিষেবা ব্যবহার করে মোটা লাভের অঙ্ক ঘরে তুলেছেন।  

    ২০১৮ সাল থেকে সিবিআই দিল্লি-ভিত্তিক স্টক ব্রোকারের বিরুদ্ধে তদন্ত করছে। সেবি (SEBI)-এর রিপোর্টের পরে এনএসই-এর তৎকালীন শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অফিসের অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসে। ২৫ ফেব্রুয়ারী, সিবিআই সেবির রিপোর্টের পরে এক্সচেঞ্জে কেলেঙ্কারির তদন্ত শুরু করে। এনএসই গ্রুপের প্রাক্তন অপারেটিং অফিসার আনন্দ সুব্রামানিয়ামকে গ্রেপ্তার করা হয় সেই সময়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • LIC IPO: ৪ মে আসছে এলআইসি-র আইপিও, শেয়ারের দাম কত হবে, জানাল সেবি

    LIC IPO: ৪ মে আসছে এলআইসি-র আইপিও, শেয়ারের দাম কত হবে, জানাল সেবি

    মাধ্য়ম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাজারে আসছে এলআইসি-র আইপিও (LIC IPO)। ৪ মে আত্মপ্রকাশ করতে চলেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation) বা এলআইসি-র এই ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। 

    ভারতীয় জীবন বিমা নিগমের তরফে জানানো হয়েছে, মে মাসের ৪ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আইপিও কেনাবেচা চলবে। খুচরো বিনিয়োগকারী (retail investors) থেকে শুরু করে পলিসিহোল্ডার (LIC policyholders) এবং বিমা কর্মীরা (LIC employees) এই সময় আবেদন করতে পারবেন। তবে, প্রতিষ্ঠানিক এবং বড় বিনিয়োগকারীরা (institutional investors) এই সুবিধা ২ মে থেকেই লাভ করতে পারবেন। বুধবার সেবি থেকে বরাদ্দ শেয়ারের পরিমাণ-সহ আইপিও সংক্রান্ত অন্যান্য তথ্যও জানানো হয়েছে। ৫ শতাংশের পরিবর্তে বর্তমানে ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে বলে আগেই জানিয়েছে সংস্থা।

    প্রতিটি ইক্যুইটি শেয়ারের (equity share) মূল্য ৯০২ টাকা থেকে শুরু করে ৯৪৯ টাকা পর্যন্ত ধার্য করেছে সংস্থা (LIC IPO price band) ৷ সেক্ষেত্রে একটি লটে থাকা ১৫টি শেয়ার কিনতেই হবে বিনিয়োগকারীদের ৷ অর্থাৎ, বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হচ্ছে ১৪ হাজার টাকার কিছু বেশি ৷ তবে, বিনিয়োগকারীরা ১৫ এবং তার গুণিতকে শেয়ারের আবেদন জানাতে পারেন। জীবনবিমাকারী গ্রাহকদের জন্য ২.২১ কোটি এবং কর্মচারীদের জন্য ১.৫৮ কোটি শেয়ার সংরক্ষিত রাখা হবে। কর্মচারীরা শেয়ারের উপর ৪৫ টাকা ও জীবনবিমাকারী গ্রাহকরা ৬০ টাকা ছাড় পাবেন।

    চূড়ান্ত জমাপত্র অনুযায়ী, ১৬ মে-র মধ্যে আবেদনকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে (Demat account) বিতরণ শেষ করবে সেবি। ১৭ মে থেকে এলআইসি শেয়ার বাজারে (share market) তাদের নাম নথিভুক্ত করবে এবং স্বাভাবিক লেনদেন শুরু হবে বলে মনে করা হচ্ছে।

    প্রাথমিকভাবে সংস্থার বাজারে সংস্থার ৩১ কোটি শেয়ার ছেড়ে তা থেকে ৬০ হাজার কোটি টাকা কোষাগারে আনার পরিকল্পনা ছিল সরকারের ৷ সেক্ষেত্রে সংস্থার ৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার ৷ কিন্তু বাজার অস্থিরতার কারণে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচিত হয় ৷ স্থির হয়, পরিবর্তিত পরিস্থিতিতে ৫ শতাংশের বদলে ৩.৫ শতাংশ শেয়ার ছাড়া হবে।  এর ফলে ভ্যালুয়েশনও কমে দাঁড়ায় ২২.১৩ কোটি শেয়ার ৷ 

    পরিবর্তিত পরিস্থিতিতে আয়তনে কমলেও দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হতে চলেছে জীবন বিমা নিগমের ৷  ডিআইপিএএম (DIPAM) সেক্রেটারি তুহিনকান্ত পাণ্ডে (Tuhin Kanta Pandey) বলেন, “আয়তন কমলেও জীবন বিমা নিগমের আইপিও-ই দেশের সর্ববৃহৎ আইপিও হতে চলেছে ৷” চলতি বছর বাজেট ঘোষণায় জীবন বিমা নিগমের শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিলেন নির্মলা সীতারমণ ৷

     

     

LinkedIn
Share