Tag: security breach in Parliament

security breach in Parliament

  • Parliament Security Breach: সংসদ হানায় ধৃত ৪, খোঁজ চলছে গ্যাং-এর আরও ২ জনের

    Parliament Security Breach: সংসদ হানায় ধৃত ৪, খোঁজ চলছে গ্যাং-এর আরও ২ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সংসদের (Parliament Security Breach) গ্যালারি থেকে স্লোগান দিতে দিতে কয়েকজন আগন্তুক ভবনে ঝাঁপ দেয়। সংসদে হানার এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে উঠছে নানা প্রশ্ন। সূত্রের খবর, এখনও পর্যন্ত পুলিশের হাতে যে তথ্য এসেছে, তাতে জানা গিয়েছে, গ্যালারি থেকে ভবনে ঝাঁপ এবং রং বোমা দেখানোর নেপথ্যে রয়েছে মোট ছ’জন। অন্যদিকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা কোনও সংগঠনেরই সদস্য নয়। ধৃতরা বুধবার দুপুরে সংসদে আচমকা গ্যালারি রুম থেকে ভবনে লাফ দেয়, দুই যুবককে বিভিন্ন দলের সাংসদরা ধরে ফেলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। সংসদে ঢোকার জন্য যে কোনও সাংসদের পাশ নিতে হয়। এক্ষেত্রে সাংসদ প্রতাপ সিমহার অতিথি হিসেবে তারা ঢোকে।

    ধৃত চারজন পূর্বপরিচিত

    আবার পুলিশি তথ্যে উঠে এসেছে ধৃত চারজন পরস্পরের পূর্ব পরিচিত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের পরিচয় হয়। পুলিশের দাবি, তারা ঠিক করে যে দু’জন সংসদের (Parliament Security Breach) ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর দুজন থাকবে সংসদের বাইরে। চারজনের মধ্যে কেউই দিল্লির বাসিন্দা নয়। এই পুরো পরিকল্পনাটি তারা করে গুরুগ্রামে। সেখানে ললিত ঝা নামে একজনের বাড়িতে তারা আশ্রয় নেয়। সংসদে হানা দেওয়া সাগর নামে একজনের মা বর্তমানে লখনউতে ই-রিক্সা চালান। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমার কোনও ধারণাই নেই। আমি এ সব দেখে অবাক হয়ে গিয়েছি। ও বন্ধুদের সঙ্গে কোথায় একটা যাবে বলে বলে বাড়ি থেকে বেরিয়েছে। বলেছিল, দু’দিনের মধ্যে ফিরবে।’’ অন্যদিকে মনোরঞ্জনের বাড়ি কর্নাটকের মাইসুরুতে। বেঙ্গালুরু বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে সে কম্পিউটারে বি টেক পাশ করেছে। সংসদের বাইরে দাঁড়িয়ে থাকা নিলমের বাড়ি হরিয়ানাতে। সেখানে হস্টেলে থাকে সে। অন্যদিকে আনমোল শিন্ডের বাড়ি মহারাষ্ট্রে।

    ১৩ ডিসেম্বর ছিল সংসদ হামলার ২২ বছর পূর্তি

    সংসদের বাইরে দাঁড়িয়ে ছিল নিলম ও আনমোল। তারা নতুন ভবনের সামনে স্লোগান দিচ্ছিল, ‘তানাসাহি নেহি চলেগা’। সংসদের বাইরে দাঁড়িয়ে স্লোগান দেওয়া ওই দুই আগন্তুকের পরিচয় সামনে এসেছে। তাদের নাম আনমোল এবং নিলম। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে, তাদের হাতে যে রং বোমা ছিল, সেটি আসলে স্মোক গ্রেনেড। প্রসঙ্গত ১৩ ডিসেম্বর ২০০১ সালেই সংসদে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার ২২ বছর পূর্তি ছিল বুধবার (Parliament Security Breach)। তাই ওই একই দিনে সংসদে হানা দেওয়ার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আবার খালিস্তানপন্থী জঙ্গি নেতা পান্নুন বেশ কয়েকদিন আগেই ১৩ ডিসেম্বর সংসদে (Parliament Security Breach) জঙ্গি হামলার হুমকি দিয়েছিল। সেটার সঙ্গেও এই ঘটনার কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share