Tag: sensex

sensex

  • Indian Stock Market: ভারতীয় শেয়ার বাজারে রেকর্ড! ৮০ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স

    Indian Stock Market: ভারতীয় শেয়ার বাজারে রেকর্ড! ৮০ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া ইতিহাসের সাক্ষী রইল ভারতীয় শেয়ার বাজার (Indian Stock Market)। প্রি-ওপেন মার্কেট সেশনে এদিন সর্বকালের রেকর্ড গড়েছে সেনসেক্স (Sensex)। প্রথমবারের জন্য ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স পেরিয়ে গিয়েছে ৮০ হাজারের গণ্ডি। শুধু সেনসেক্সই নয় নিফটিও চড়েছে রেকর্ড উচ্চতায়। তাই বুধবার বাজার খুলতেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া। মঙ্গলবার শেয়ার বাজারের কারবারিরা  প্রায় ৬৪৮ কোটি টাকা লভ্যাংশ তুলেছে। বুধবার সেই লাভের অঙ্ক ২০০০ কোটি টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

    কাদের শেয়ারের দর চড়ল (Indian Stock Market)

    দিন বাজার (Indian Stock Market) খোলার সময় সেনসেক্স (Sensex) ছিল রেড জোনে। কিন্তু দিনের শুরু থেকেই গ্রিন জোনে ব্যবসা শুরু করে নিফটি ৫০। এদিন বিএসই সেনসেক্স ৭৯ হাজার ৮৪০ পয়েন্টে ব্যবসা শুরু করে। যা কিনা আগের দিনের তুলনায় প্রায় ৩০০ পয়েন্ট বেশি। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সর্বকালীন রেকর্ড ৭৯ হাজার ৮৫৫ পয়েন্ট স্পর্শ করে সেনসেক্স। এদিন একই সঙ্গে ৪ হাজার ২৩৬ পয়েন্ট পর্যন্ত ছুঁয়ে সর্বোচ্চ রেকর্ড গড়ে নিফটি। মঙ্গলবার বাজার খোলার তিন ঘণ্টার মধ্যে উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেক, লারসেন, কোল ইন্ডিয়ার মতো স্টকগুলো বৃদ্ধি পেয়েছে। এদিন প্রথম ৩ ঘণ্টায় উইপ্রোর শেয়ারের দর ৩.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইনফোসিসের স্টক বেড়েছে ২.৪৯ শতাংশ, হিন্দালকোর শেয়ার দর বেড়েছে ১.৪৭ শতাংশ, কোল ইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে ১.৩৬ শতাংশ। 

    আরও পড়ুন: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সারা বাংলায়! কী বলছে হাওয়া অফিস?

    এই বাজারে (Indian Stock Market) সবচেয়ে বেশি শেয়ারের দর চড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। এছাড়াও আরও ১৩টি কোম্পানির শেয়ারের দর হু হু করে বেড়েছে। তবে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দর ১.৩ শতাংশ থেক ১.৫ শতাংশ বেড়েছে। তবে এই বাজারেও টিসিএস, সান ফার্মা, আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির শেয়ারের দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। নিফটিতেও ভাল অবস্থায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এছাড়া নিফটি ব্যাঙ্ক, অটো, বেসরকারি ব্যাঙ্ক গুলির শেয়ারের দর ০.৫ শতাংশ হারে বেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির গ্যারান্টিতেই ভরসা দেখাল শেয়ার বাজার (Stock Market)। নরেন্দ্র মোদি এনডিএ সরকারের নেতা নির্বাচিত হওয়ার পরই শুক্রবার ফের চাঙ্গা শেয়ার রাজার। সর্বকালীন উচ্চতায় পৌঁছল সেনসেক্স। শেয়ার বাজরে ধসের জন্য গতকালই  মোদিকে (Narendra Modi) দায়ী করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেস নেতার অভিযোগের জবাব এদিন দিয়ে দিল শেয়ার বাজার। ভরসা রাখল মোদি ৩.০-তে।

    রেপো রেট এক রইল

    রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন মুদ্রানীতির বৈঠক শেষে জানান যে, এবারেও রেপো রেট একই থাকবে। এই নিয়ে অষ্টমবার রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট (RBI MPC Meeting) বদল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই রেপো রেট বাড়িয়ে করা হয় ৬.৫ শতাংশ আর তারপর থেকে একই আছে সেই রেপো রেট। এই ঘোষণার পরই ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা যায় নিফটি, সেনসেক্সে (Stock Market)। রেপো রেট এক রাখার সঙ্গে জিডিপি গ্রোথও বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭ শতাংশ রেখেছিলে রিজার্ভ ব্যাঙ্ক। ফের মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তা সুনিশ্চিত হওয়ার পরেই ৭.২ শতাংশ করা হয়েছে। যার জেরেই হু হু করে চড়তে শুরু করে সেনসেক্স। ফের বিনিয়োগ কারীরা আস্থা ফিরে পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

    শেয়ার বাজারে প্রভাব

    রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট এবং জিডিপি গ্রোথ ঘোষণা করতেইপর পর ২ দিনের মন্দা কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার (Stock Market)। এক ধাক্কায় ৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। শুক্রবার নিফটি ২৩ হাজার পয়েন্টে ছাড়িয়ে যায়। সেনসেক্স বৃদ্ধি পায় ৮০০ পয়েন্ট। বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট বেড়ে যায়। বিএসই মিডক্যাপ ০.১৬ শতাংশ হ্রাস পেয়েছে, তবে বিএসই স্মলক্যাপ ০.৩৪ শতাংশ বেশি হয়েছে। সেক্টরগুলির মধ্যে, নিফটি আইটি এবং রিয়েলটি সূচকগুলি প্রতিটি ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুন: পাশে নীতীশ, নায়ডু, মোদির নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ

    রাহুলের অভিযোগ

    বৃহস্পতিবারই শেয়ার বাজার (Share Market) নিয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন কংগ্রস নেতা রাহুল গান্ধী। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম হু হু করে চড়েছিল। খুশির হাওয়া বইছিল শেয়ার বাজারে। আবার ফল প্রকাশের দিন শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। ভোটের ফল প্রকাশের আগের দিন শেয়ার বাজারের এই বিপুল উর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে শেয়ার বাজারে দর বাড়ানো হয়েছিল। তিনি এই দুর্নীতির তদন্ত দাবি করেছিলেন। কিন্তু এদিন রাহুলের অভিযোগ নয় মোদির (Narendra Modi) গ্যারান্টিই মেনে নিল শেয়ার মার্কেট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটগণনা (Lok Sabha Election 2024) শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে (Sensex-Nifty)। সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স আর নিফটি পড়ে যায়৷ তবে শেয়ার বিশেষজ্ঞদের দাবি, চূড়ান্ত গণনা শেষে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাজারের অবস্থা ভালো হবে ৷ তারপর মন্ত্রিপরিষদ গঠন ও কেন্দ্রীয় বাজেটের প্রত্যাশা অনুযায়ীও কিছু অদলবদল হবে ৷ বাজার কেমন থাকবে তা বুধবারের আগে স্পষ্ট হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের।

    কত পড়ল সূচক

    এদিন বেলা যত গড়াল, ততই পতন হল সূচকের (Sensex-Nifty) । মঙ্গলবার সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ ৪,০০০ পয়েন্ট পতন হয়। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের (Lok Sabha Election 2024) যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি লোকসভা আসনে এগিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনও পৌঁছয়নি। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লক্ষ কোটি টাকা। সকাল ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ। নিফটি সূচকে সান ফার্মা, ডিভি’স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷

    আরও পড়ুন: এনডিএ জোট এগিয়ে ২৯২ আসনে, দিল্লির মসনদে ফের মোদি?

    সোমবার উঠেছিল দর

    সোমবার শেয়ার বাজার (Sensex-Nifty) উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। ভোটগণনা শুরুর দিকে ফলাফল এদিক-ওদিক হওয়ায় বাজারেও তার ছায়া পড়ছিল। কিন্তু দুপুরের দিকে ফল স্পষ্ট হচ্ছে। ফের সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রে স্থিতিশীল সরকার থাকলে শেয়ার মার্কেটও ঠিক থাকবে বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    Sensex And Nifty: একদিনে ১৪ লক্ষ কোটির মুনাফা! এক্সিট পোলের পূর্বাভাসেই রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক সংস্থার করা এক্সিট পোল বলছে কেন্দ্রে ফের আসছে বিজেপি সরকার। মুম্বইয়ের সাট্টা বাজারের বুকিদেরও পূর্বাভাস, কেন্দ্রে ফের পদ্ম-রাজ। এসব এক্সিট পোল ঘোষণা হয়েছে শনিবার, সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের পরে। শনিবার এবং রবিবার বন্ধ ছিল শেয়ার বাজার (Sensex And Nifty)। তাই এই এক্সিট পোলের পূর্বাভাসের ছাপ পড়েনি শেয়ার বাজারে। তবে সোমবার বাজার খুলতেই চাঙ্গা বাজার। বিনিয়োগকারীদের আয় হয়েছে ১৪ লাখ কোটি টাকা।

    মর্নিং ট্রেডেই ঊর্ধ্বগতি

    বিশেষজ্ঞদের ধারণা ছিল, এদিন লাফ দিতে পারে শেয়ার বাজার। অন্তত নিফটি তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান যে মিথ্যে নয়, তা মালুম হল এদিন বাজার খুলতেই। রকেটের গতিতে উত্থান হয়েছে শেয়ার বাজারে (Sensex And Nifty)। বেশ কিছু শেয়ারের উত্থানের জন্যই মর্নিং ট্রেডে দেখা গিয়েছে ভারতীয় শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। এখনও পর্যন্ত যে যে সংস্থার শেয়ারের দরে লাফ দেখা গিয়েছে, সেই তালিকার প্রথমেই রয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলি। বাজার খুলতেই আদানি গ্রুপের শেয়ারগুলি বেড়েছে অন্তত ১০ শতাংশ।

    ইন্ডিয়ান মার্কেট বেঞ্চমার্কস

    জানা গিয়েছে, ইন্ডিয়ান মার্কেট দুই বেঞ্চমার্ক সূচক – নিফটি ৫০ এবং সেনসেক্স – এদিন পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। বাজার বিশেষজ্ঞদের মতে গত তিন বছরে এই প্রথম। সেনসেক্স যখন বন্ধ হয়েছিল তখন তা ছিল ৭৩,৯৬১.৩১। বাজার খোলার সময় সেটাই ২,৬২২ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬,৫৮৩.২৯। পরে ২,৭৭৮ বা ৩.৮ শতাংশ বেড়ে হয় ৭৬,৭৩৮.৮৯। এদিন বাজার বন্ধের সময় মোটা লাভ পেয়েছে ৩০টি শেয়ার প্যাক। এদের পয়েন্ট দাঁড়িয়েছে ২,৫০৭, শতাংশের হিসেবে ৩.৩৯।

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে, জানিয়ে দিলেন রাজীব কুমার

    বাজার খোলার সময় নিফটি ৫০ সূচক ৮০৭ পয়েন্ট ওপরে শুরু হয়। আগের দিন বাজার বন্ধের সময় ছিল যেটা ছিল ২২,৫৩০.৭০, সেটাই এদিন বাজার খোলার সময় হয়েছে ২৩,৩৩৭.৯০। পরে বেড়েছে ৮০৮ পয়েন্ট, শতাংশের হিসেবে ৩.৬। নিফটি ৫০ বন্ধ হয়েছে ২৩,২৬৩.৯০, বেড়েছে ৭৩৩ পয়েন্ট, শতাংশের বিচারে ৩.২৫। বম্বে স্টক এক্সচেঞ্জে বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির মার্কেট ক্যাপ ৪২৬.২৪ লক্ষ কোটি টাকা বন্ধ হয়েছে যা আগের ট্রেডিং সেশনে ৪১২.১২ লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ আজকের সেশনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১৪.১২ লক্ষ কোটি টাকা।

    জানা গিয়েছে, গত ৫২ সপ্তাহের মধ্যে সোমবারই প্রায় ৩০০ স্টকের বাজার মূল্য উঠেছিল শীর্ষে। এর মধ্যে রয়েছে এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টুব্রো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এনটিপিসি এবং পাওয়ার গ্রিডও (Sensex And Nifty)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Union Budget: বাজেটের ঘোষণার সঙ্গে সঙ্গেই ওপরে উঠল স্টক মার্কেটের সূচক, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

    Union Budget: বাজেটের ঘোষণার সঙ্গে সঙ্গেই ওপরে উঠল স্টক মার্কেটের সূচক, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ বাজেট পেশের পরেই লাফিয়ে বাড়ল সেনসেক্স পয়েন্ট (Union Budget)। চড়চড়িয়ে ওপরে উঠল শেয়ার মার্কেট। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পরেই সেনসেক্স উঠতে শুরু করে দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৬০,৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে সেনসেক্স। উত্থান হয়েছে ১.৮৩ শতাংশ। অর্থাৎ আজ সেনসেক্সের বৃদ্ধি ছাড়িয়ে গিয়েছে ১,০০০ পয়েন্ট।   মঙ্গলবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়েছিল ৫৯,৫৪৯ পয়েন্টে। 

    নিফটি ৫০-র সূচকও প্রায় ২৮০ পয়েন্ট (Union Budget) বেড়ে দাঁড়িয়ে ১৭,৯৪০.১০ পয়েন্ট হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, এলটি, এইচডিএফসি, জেএসডব্লু স্টিল-এর স্টক সবথেকে বেশি লাভ করেছে। যদিও আদানি এন্টারটেইনমেন্ট, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আদানি পোর্টস, সান ফার্মার মতো সংস্থাগুলির শেয়ারের দাম পড়েছে।

    এদিন দুপুর একটার আগেই ১৭,৯৪০ পয়েন্ট ছুয়ে ফেলে নিফটি (Union Budget)। গত সপ্তাহে তা ১৭,৬০০-য় নেমে গিয়েছিল। সূচকের অবস্থানেই বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের মনের ভাব। আজ বাজার বন্ধের আগে এই উত্থানে খুশি বিনিয়োগকারীরা।

    আরও পড়ুন: কোথাও আরশোলা, তো কোথাও ঝুল! মিড ডে মিল অব্যবস্থায় ক্ষুব্ধ কেন্দ্রীয় দল

    পড়েছে আদানির শেয়ারের দাম 

    প্রসঙ্গত, গত সপ্তাহে হিনডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে ধস নামে আদানির (Union Budget) শেয়ারে। মূলত, গৌতম আদানি গ্রুপের স্টকের দামে কারচুপি হয়েছে বলে দাবি করেছে এই শর্ট সেলিং সংস্থা। এর জেরে, ৬০ শতাংশের বেশি পড়ে গিয়েছে আদানি গ্রুপের স্টক। আজও তলানিতে চলে গিয়েছে আদানি গোষ্ঠীর সব স্টক। বাজার ওপরে উঠলেও আদানি, পোর্ট, আদানি গ্রিন, আদানি উইলমারের মতো স্টকগুলির দাম অনেকটাই পড়েছে।

    কিছুক্ষণ আগেই ২০২৩ সালের বাজেট ভাষণ শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget)। এবার ৯০ মিনিটেরও কম সময়ে বাজেট ভাষণ শেষ করেছেন তিনি। কিন্তু তাতে এমন কিছু ঘোষণা করলেন, যাতে শেয়ার বাজার চড়তে পারে বলে আগেই ধারণা করেছিল সংশ্লিষ্ট মহল। আর হলও ঠিক তাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

        

  • Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    মাধ্যমিক নিউজ ডেস্ক: সোমবার বাজার খোলার আগেই শেয়ার বাজারে (Share Market) মন্দার আশঙ্কা করা হয়েছিল। ৯৫৪ পয়েন্ট পড়েছে সেনসেক্স (Sensex)। নিফটিতেও (Nifty) তার প্রভাব পড়েছে। নিফটি পড়েছে ১.৮ শতাংশ, অর্থাৎ ৩১১.০৫ পয়েন্ট। দাম পড়েছে একাধিক শেয়ারের। গত সপ্তাহেই সুদের হার বাড়িয়েছে ফেডারাল রিজার্ভ ব্যাংক। অনেকেই মনে করছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও বাড়াতে পারে সুদের হার। আর সেই আশঙ্কা থেকেই শেয়ার বাজারে এই রকম বিপর্যয় বলে মনে করছে ওয়াকিবহালমহল। উৎসবের মরশুমেও শেয়ার বাজারে কোনও উত্থান হয়নি। মন্দার খাতেই বইছে শেয়ার বাজার।   

    আরও পড়ুন: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও  

    একাধিক শেয়ারের দাম পড়েছে। সবচেয়ে বেশি যে শেয়ারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, তারমধ্যে রয়েছে টাটা স্টিল,মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি,ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাংক, টাইটান, পাওয়ার গ্রিড। তবে এই মন্দার বাজারে কিছু সংস্থা লাভের মুখ দেখেছে। যেই সংস্থাগুলি লাভ করেছে তার মধ্যে রয়েছে নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার। এই লাভ এতটাই সামান্য যে তাতে বাজারের পতন আটকানো যায়নি। নবরাত্রি শুরুর দিনেও বাজার চাঙ্গা হওয়ার কোনও আশা দেখতে পাচ্ছেন না শেয়ার বাজারের কারবারিরা।   

    আরও পড়ুন: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের      

    মনে করা হচ্ছে লাগাতার শেয়ার বাজারে পতন আর টাকার দামে পতন এই দুইয়েরই কারণ মার্কিন অর্থনীতিতে মন্দা। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৩ সালে আমেরিকায় রিসেশন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব দেখা দিতে শুরু করেছে। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসে মার্কিন অর্থনীতিতে আরও বড় ধাক্কা আসবে। তার প্রভাব পড়বে এ দেশের অর্থনীতিতে। ভারতের বাজারেও দেখা দিতে পারে মন্দা। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।        

    এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি, সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sensex: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

    Sensex: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পতন সেনসেক্সের (Sensex)। পতন হয়েছে নিফটিরও (Nifty) । আজ শুক্রবার সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের কাছাকাছি। এই সময় সীমায় নিফটির পতন হয়েছে প্রায় ৩৫০ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঢঞ্জের সূচক শেষ হয় ৫৮,৮৪০ পয়েন্ট। গতকালের তুলনায় যা ১.৮২ শতাংশ নীচে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক বন্ধ হয়েছে ১৭,৫৩০ পয়েন্টে। গতকালের তুলনায় ১.৯৪ শতাংশ নীচে। 

    শেয়ার বাজারের বিশ্লেষকদের মতে, পতনের ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার ডোমেস্টিক মার্কেট সেই ইঙ্গিতই দিচ্ছিল। ভারতের এই শেয়ার বাজারে বিশ্ব অর্থনীতির প্রভাবও কম নয়। আমাদের দেশে যেমন রিজার্ভ ব্যাংক, তেমনি আমেরিকার সর্বোচ্চ ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই ব্যাংক বিশ্ব অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। সম্প্রতি এই ব্যাংক এত দ্রুত রেট বাড়িয়ে দিয়েছে যে, বলা হচ্ছে যে গত কয়েক দশকে এমনটা হয়নি। তার প্রভাবও পড়েছে ভারতে। ঘটনার জেরে মার্কিন অর্থনীতিও মুখোমুখি হতে পারে তীব্র আর্থিক মন্দার। 

    জানা গিয়েছে, ফেডারেল রিজার্ভ টার্মিনাল ফেড রেট বৃদ্ধি করেছে ৪.২৫ শতাংশ হারে। তার জোরালো প্রভাব পড়েছে ইক্যুইটির ওপর। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজনীন এই ট্রেন্ডের প্রভাব এড়াতে পারেনি ভারতীয় অর্থনীতিও। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের এখন অপেক্ষা এবং পরিস্থিতির ওপর নজর রাখা ছাড়া কিছু করার নেই। সেপ্টেম্বরের ২১ তারিখে বৈঠকে বসছেন ফেডারেল ব্যাংকের কর্তারা। সেই পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। ঘটনার জেরে কেবল ভারত নয়, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন এশীয় শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। 

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো আইটি সংস্থার শেয়ারের দর পড়েছে। স্বাভাবিকভাবেই এই সব সংস্থার শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আপাতত সিঁদুরে মেঘ দেখছেন। দিন কয়েক আগেও এই সংস্থাগুলির শেয়ার বাজারে দর ছিল চড়া। এখন তা একলপ্তে কমে গিয়েছে অনেকখানি। 

    ভারতের রিজার্ভ ব্যাংক ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেপো রেট (Repo Rate) রেখেছিল ৫.৯০ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, যদি মুদ্রাস্ফীতি চলতে থাকে, তাহলে আমরা বিশ্বাস করি রিজার্ভ ব্যাংক ডিসেম্বরে ফের রেপো রেট বাড়াবে। তার পরেই ফের ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RBI: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস 

    RBI: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস 

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষ তো বটেই দেশে মুদ্রাস্ফীতি নিয়ে আতঙ্কিত রিজার্ভ ব্যাঙ্কও। এই পরিস্থিতিতে এদিন রেপো রেট (Repo Rate) বৃদ্ধির কথা ঘোষণা করলেন আরবিআই (RBI)-এর গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তিনি জানিয়েছেন, রেপো রেট (যে হারে অন্য ব্যাঙ্কের থেকে সুদ নেয় রিজার্ভ ব্যাঙ্ক) ৪০ বেসিস পয়েন্ট বা বৃদ্ধি করে ৪.৪০% করা হয়েছে।  

    গত মাসেই মুদ্রানীতি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময় অনেকেরই মনে হয়েছিল যে, এই মুহূর্তে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে জমা টাকায় সুদের হার বৃদ্ধি করা উচিৎ। সেই কাজটিই একমাস পর করল রিজার্ভ ব্যাঙ্ক। শক্তিকান্ত দাস জানান, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট (BPS) বৃদ্ধি করে ৪.৪০ শতাংশ করা হচ্ছে। 

    ২০১৮-র অগাস্টের পরে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই ধরনের বৃদ্ধি এই প্রথম। রেপো রেট বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ল। কারণ, এর ফলে ব্যাঙ্ক ঋণে সুদের হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বর্তমানের মুদ্রাস্ফীতির চাপের কথাও এদিন অনলাইন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এই বৃদ্ধি না হলে অর্থনীতি সঙ্কটের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। রেপো রেট নিয়ে আরবিআই-এর পরবর্তী আলোচনার দিন জানানো হয়েছে ৮ জুন। সেই সময় পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

    এদিন ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ব্যাঙ্কের যে পরিমাণ টাকা আরবিআই-এ গচ্ছিত থাকে সেটাই ক্যাশ রিজার্ভ রেশিও। এই মুহূর্তে ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের আরও বেশি ০.৫০% টাকা রিজার্ভ ব্যাঙ্কে জমা থাকবে। নতুন ক্যাশ রিজার্ভ রেশিও হল ৪.৫%।  

    বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন আরবিআই- এর মতোই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে  ইউএস ফেডারাল ব্যাঙ্ক (US Federal Bank)। আর এই জোড়া আশঙ্কাতেই ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। সেনসেক্সে ১৩০৭ পয়েন্ট বা ২.২৯% পতন হয়ে দাঁড়ায় ৫৫,৬৬৯। আর নিফটিতে ৩৯২ পয়েন্ট বা ২.২৯% পতন। দিনশেষে তা দাঁড়ায় ১৬,৬৭৮-এ।   

    যেখানে মার্চের মুদ্রাস্ফীতি ছিল ৬.৯৫%, সেই সময় এপ্রিলে আরবিআই-এর কোনও ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেছেন অর্থনীতিবিদদের একাংশ। আরবিআই-এর মুদ্রাস্ফীতির সহনশীলতার মাত্রা ছয় শতাংশ। পরপর তিন মাস যা ছয় শতাংশের ওপরে রয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, আগামী কয়েক মাসে দাম বৃদ্ধির চাপ আরও বাড়বে।

     

LinkedIn
Share