Tag: Serving Coffee

Serving Coffee

  • Parag Agrawal: কফি পরিবেশন করছেন ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল, হল টা কী?

    Parag Agrawal: কফি পরিবেশন করছেন ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল, হল টা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া ভূমিকায় ট্যুইটারের (Twitter) সিইও (Twitter Chief Executive Officer) পরাগ আগরওয়াল (Parag Agrawal)। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের এই শীর্ষস্থানীয় কর্তাকে দেখা গেল, কফির কাউন্টারে অর্ডার নিতে। কয়েক লক্ষ ডলারের মালিক, যার অধীনে কাজ করছেন লক্ষ লক্ষ কর্মচারী, তিনি কিনা শেষে কফি পরিবেশন করছেন! ব্যাপারটা কী?

    আরও পড়ুন: টুইটার অধিপতি মার্কিন ধনকুবের মাস্ক,সরতে হতে পারে সিইও পরাগকে   

    সম্প্রতি এরকমই একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল ট্যুইটারের লন্ডন অফিসে কর্মীদের কফি পরিবেশন করছেন।       

    বিষয়টি এবার বুঝিয়ে বলা যাক। আদতে গত সপ্তাহে ব্যবসায়িক কাজে লন্ডন গিয়েছিলেন পরাগ। যুক্তরাজ্যে পা দিয়েই ট্যুইটারের লন্ডন অফিসে যান তিনি। সেখানেই কফি পরিবেশন করে খাওয়ান নিজের অধস্তন কর্মচারীদের। আইআইটি বম্বের এই প্রাক্তনীর সঙ্গে সেখানে কফি পরিবেশন করতে দেখা গিয়েছে সংস্থার ব্রিটেনের ম্যানেজিং ডিরেক্টর দারা নাসারকেও (Dara Nasr)। এই দুজনের পাশাপাশি কুকিজ পরিবেশন করছিলেন কর্পোরেশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, নেড সেগাল (CFO Ned Segal)। পরে একটি স্ট্যান্ডআপ কমেডিতেও অংশ নেন পরাগ। কর্মচারীদের প্রতি সংস্থার প্রধানের এই আচরণে অবাক হয়েছেন অনেকেই। 

    [tw]


    [/tw]

    অধস্তনদের সঙ্গে খারাপ ব্যবহার করার বেশ কিছু অভিযোগ রয়েছে পরাগের বিরুদ্ধে। এর আগে চাকরি থেকে একাধিক জনকে বরখাস্ত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পিতৃত্বকালীন ছুটি নেওয়ার কারণে গত মে মাসে সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন পরাগ। সে সময় বিষয়টি নিয়ে প্রতিবাদেও শামিল হন কর্মীরা। 

    গত বছর নভেম্বরে ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে অবসর নেওয়ার পর, সংস্থার দায়িত্ব পান প্রবাসী ভারতীয় পরাগ। এর পর থেকে বিভিন্ন সময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। কয়েক সপ্তাহ আগে ট্যুইটার কেনার ইচ্ছাপ্রকাশ করেছিলেন টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক। তখন মাস্ক-পরাগের মতানৈক্যের খবরও সামনে আসে। শোনা যায় চাকরি পর্যন্ত হারাতে পারেন পরাগ। শেষ পর্যন্ত ট্যুইটার কেনেননি ইলন। চাকরিতেও বহাল তবিয়তে রয়েছেন পরাগ আগরওয়াল। 
     

LinkedIn
Share