Tag: Sexual Assault

Sexual Assault

  • Sexual Assault: উত্তর প্রদেশের মাদ্রাসায় নাবালক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ! পলাতক মৌলানা

    Sexual Assault: উত্তর প্রদেশের মাদ্রাসায় নাবালক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ! পলাতক মৌলানা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদ্রাসায় নাবালক ছাত্রকে যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ শিক্ষক মৌলানার বিরুদ্ধেই। অভিযুক্ত মাদ্রাসার মৌলবির নাম চাঁদ মোহম্মদ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত মৌলানা পলাতক। ফলে ব্যাপক শোরগোল পড়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। আবার গাড়ি পুখতা থানার ইনচার্জ প্রবেশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্তে নেমে কাজ শুরু করেছি।

    গোপনাঙ্গে তেল দিয়ে মালিশ করার অভিযোগ (Sexual Assault)

    উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি জেলার মুমতাজনগরের গুরানা গ্রামে ‘জামিয়া আরাবিয়া তালিমুল কুরআন’ নামে একটি মাদ্রাসায় এক নাবালক ছাত্রের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মৌলানা চাঁদ মোহম্মদ, এই ধর্মীয় প্রতিষ্ঠানে নিজে শিক্ষকতার কাজে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে একাধিক বাচ্চাকে দিয়ে নিজের গোপনাঙ্গে তেল দিয়ে মালিশ করার অভিযোগও রয়েছে। ইতিমধ্যে ছাত্রের যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ প্রকাশ্যে আসতেই, এই অভিযুক্ত মৌলানা এলাকা থেকে পালিয়াছে। অপর দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে। তবে প্রসঙ্গত উল্লেখ্য, মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে শিশুদের মধ্যে নিছক ঝগড়া বলে অভিহিত করেছে। গ্রামের বাইরে থেকেও অনেক পড়ুয়ারা এই মাদ্রাসায় পড়তে আসে। নির্যাতনের শিকার এই বাচ্চা ছেলেটি তার বাবা-মাকে আগেই হারিয়েছিল। তার দাদু-দিদার বাড়িতে থেকে পড়াশুনার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিল। আগেও এই বাচ্চাকে একাধিকবার অভিযুক্ত মৌলানা নিজের লালসার শিকার করেছিল বলে অভিযোগ উঠেছে।

    আরও পড়ুনঃ বিচার ব্যবস্থা হবে আরও শক্তিশালী, ৩টি নতুন অ্যাপ চালু অমিত শাহের

    বাচ্চাদের ভয় দেখিয়ে চুপ থাকতে বলত

    স্থানীয়দের (Uttar Pradesh) দাবি, “চাঁদ মোহম্মদ অন্যান্য ছাত্রদেরকেও যৌন শোষণ (Sexual Assault) করেছে। ক্লাস শেষে ছোট বাচ্চাদের তার ঘরে ডেকে গোপনাঙ্গ মালিশ করতে বলত। সেই সঙ্গে বাচ্চাদের ওপর যৌন নির্যাতন চালাতো। অসহায় বাচ্চাদের ভয় দেখিয়ে চুপ থাকতে বলত। চাঁদ মোহম্মদের এই অত্যাচারে সকলেই চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে আজ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ এখনও প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: দুই শীর্ষ পুলিশকর্তার অপসারণের দাবিতে নবান্ন ও কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, কেন?

    CV Ananda Bose: দুই শীর্ষ পুলিশকর্তার অপসারণের দাবিতে নবান্ন ও কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার করার অভিযোগে কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানিয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে রাজভবন সূত্রে খবর নিশ্চিত করা হয়েছে।

    দুই আইপিএসকে কেন্দ্রীয়স্তরে ডেকে পাঠানোর দাবি (CV Anand Bose)

    জানা গিয়েছে, রাজ্যপাল নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস, আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যথা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংকে (CV Anand Bose) এই চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অসাংবিধানিক কাজ করেছেন। এর জন্য তাঁদের পদ থেকে যেন সরিয়ে দেওয়া হয়। ওই দুজন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয়স্তরে ডেকে পাঠানোর দাবি জানানো হয়। অবশ্য লালবাজারের তরফে এবিষয়ে এখন অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    ক্ষমতার অপব্যবহারের অভিযোগ (Kolkata Police)

    ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল রাজ্যপাল চাকরির পদোন্নতি প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না, বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। কিন্তু অভিযোগ না নিলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। রাজভবনের কর্মীদের ডেকে পাঠানো হয়। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। এমনকি, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া মেলে। ডিসি সেন্ট্রাল এবিষয়ে সক্রিয় হন বলে সুত্রের খবর।

    আরও পড়ুন: “চোপড়ায় চলছে তালিবান শাসন”, মমতাকে তোপ সুকান্তর

    মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রুজু হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। তবুও এই অভিযোগ পর্ব থেকেই রাজ্যপাল, পুলিশ এবং রাজ্য সরকারের মধ্যে যে তিক্ততা বেড়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলা, ইডির অভিযোগ এবার গোদের উপর বিষফোঁড়া স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ড (Swati Maliwal Assault Case)। ভোটপর্বের মধ্যেই আপের (AAP) অস্বস্তি কার্যত বাড়িয়ে দিয়েছেন স্বাতী। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি আপ সাংসদ স্বাতীর। অভিযোগের তীর অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের দিকে। এই ঘটনায় শনিবার বিভবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

    গ্রেফতার বিভব

    স্বাতী মালিওয়াল নিগ্রহের ঘটনায় (Swati Maliwal Assault Case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার গ্রেফতার করা হল তাঁর সহযোগী বিভব কুমারকে। সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও ছিলেন। মুখ্যমন্ত্রীর আবাস থেকে তাঁকে সিবিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতেই বিভবকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে বিভবকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার জানান, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। 

    স্বাতী মালিওয়ালের মেডিক্যাল রিপোর্ট

    এদিনই স্বাতীর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে এইমস। সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা আছে যে  স্বাতীর বাঁ পায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে। ডান দিকের গালে ডান চোখের নীচেও ছড়ে যাওয়ার দাগ রয়েছে। শুক্রবার মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করানো হয়। নিউ দিল্লির অল ইন্ডিয়া  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তাঁর মেডিকো লিগাল সার্টিফিকেট দিয়েছেন। সেখানে তাঁর একাধিক জায়গায় ছড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সিসি-ফুটেজ বিকৃত করার অভিযোগ

    মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে স্বাতী মালিওয়ালের উপর হামলা চালিয়েছিলেন বিভব কুমার। তাঁকে একাধিকবার চড় মারা হয়েছিল। এমনকী একটা ধারালো জায়গার উপর তাঁর মাথা ঠেসে ধরা হয়েছিল। তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের বাসভবনের বাইরের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদের সঙ্গে স্বাতীর বচসার দৃশ্যও ধরা পড়েছে। পুলিসকে স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরিওয়ালের বাসভবনে গেলে তাঁর উপর চড়াও হন বিভব। তাঁর বুকে, পেটে এবং তলপেটে লাথি মারেন।

    অন্যদিকে, বিভব কুমারও পাল্টা স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) বিরুদ্ধে অভিযোগ করেন জোর করে বিনা অনুমতিতে কেজরিওয়ালের বাড়িতে ঢুকেছিলেন তিনি। আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর দলেরই (AAP) সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশকে ‘ট্যাগ’ করে এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে তথ্য আছে যে, ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Haridevpur: নাবালিকাকে মাদক খাইয়ে লাগাতার ধর্ষণ, হরিদেবপুরে গ্রেফতার মা-ছেলে

    Haridevpur: নাবালিকাকে মাদক খাইয়ে লাগাতার ধর্ষণ, হরিদেবপুরে গ্রেফতার মা-ছেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণ, গ্রেফতার এক যুবক ও তার মা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর (Haridevpur) থানা এলাকায়। মা যে পার্লারে কাজ করতেন, সেই পার্লারের কাজ করত সেই নাবালিকা। ‘কাকিমা’ বলে ডাকত তাঁকে। কালীপুজোর রাতে সেই কাকিমার সঙ্গেই তাঁর বাড়িতে গিয়েছিল সে। অভিযোগ, সেখানেই খাবারের সঙ্গে কিছু খাইয়ে একাধিকবার ধর্ষণ করে সেই কাকিমার ১৮ বছরের ছেলে। গত ১৬ তারিখ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম কুনাল কোঠারি, তার মায়ের নাম অনুশ্রী কোঠারি।

    কী ঘটেছিল?

    নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে একটি পার্লারে বিউটিশিয়ান কোর্স করতেন অভিযুক্তের মা। কালীপুজোর দিন সেই অভিযুক্ত মহিলা নাবালিকাকে তাঁর বাড়িতে নিয়ে যান। তাকে সেখানে কিছু খেতে দিলে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে দেন বলে অভিযোগ। এরপর নাবালিকা অচেতন হয়ে পড়লে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।

    আরও পড়ুন: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ একান্তে বৈঠক, কী আলোচনা হল?

    পুলিশ সূত্রের খবর, তিন দিন ধরে চলে নির্যাতন। তিন দিন পর কোনও মতে পালিয়ে যায় সে। প্রথমে বাড়িতে কাউকে বলতে পারেনি নির্যাতিতা। এরপর এক আত্মীয়কে সব কথা জানায় ও এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায় সে। সামাজিক লজ্জার কারণে ধর্ষণের অভিযোগও করতে চায়নি পরিবার। কিন্তু পরে শুক্রবার, ১৬ ডিসেম্বর হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তার মাকেও গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, অপরাধমূলক ষড়যন্ত্র,  ৩২৮ খাবারে নেশার দ্রব্য মেশানো, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

    অন্যদিকে এই সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মা ও ছেলে। তাঁর বক্তব্য, “আমাদের ফাঁসানো হয়েছে। আসলে ওই মেয়ে আমার ছেলেকে প্রোপোজ করেছিল। তাতে রাজি হয়নি আমার ছেলে। তাই আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হল।” 

  • Chitradurga: নাবালিকাদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করতেন মুরুগা মঠের প্রধান, চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    Chitradurga: নাবালিকাদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করতেন মুরুগা মঠের প্রধান, চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মুরুগা মঠের (Murugha Math) প্রধানের যৌন নির্যাতন মামলায় এবারে চার্জশিট জমা দিল চিত্রদুর্গ পুলিশ। যৌন নির্যাতনের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গের (Chitradurga) মুরুগা মঠের প্রধানকে (Shivamurthy Murugha Sharanaru)। আর এবারে শিবমূর্তি মুরুগার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, পানীয়, চকোলেট ও ফলের সঙ্গে মাদক মিশিয়ে নাবালিকাদের খাওয়ানো হত ও তাদের উপর যৌন নির্যাতন করা হত। এমনটাই চিত্রদুর্গের পুলিশের ৬৯৪ পৃষ্ঠার চার্জশিটে উঠে এসেছে।

    দীর্ঘদিন ধরে দুই নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হন আচার্য শিবমূর্তি মুরুগা। গত ১ সেপ্টেম্বর, পকসো ধারায় (POSCO) তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয় ও তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গতকাল চিত্রদুর্গ পুলিশ (Chitradurga) চার্জশিট জমা দিলে তাতে অনেক তথ্যই উঠে এসেছে। ওই দুই নাবালিকা জানিয়েছেন, মাদক খাওয়ানোর পর তাদের প্রধানের বাথরুম ও অফিসেও পাঠানো হত। তারা যেতে না চাইলে হস্টেলের ওয়ার্ডেন তাদের হুমকি ও শাস্তি দিতেন বলে অভিযোগ করা হয়েছে। নাবালিকাদের বয়ান সিআরপিসি ধারা ১৬৪-এর অধীনে রেকর্ড করা হয়েছে ও এই ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের সামনে এটি মূল প্রমাণ হিসেবে ধরা হবে।

    আরও পড়ুন: ঘুষ নেওয়ার জের! ডিএসপি থেকে সাব-ইন্সপেক্টর বানিয়ে শাস্তি দিল যোগী সরকার

    চিত্রদুর্গ (Chitradurga) এসপি কে পরশুরাম বলেছেন, “আমরা ওয়ার্ডেন ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করছি।” পুলিশ আরও জানিয়েছে, মঠ প্রধান মুরুগার দেওয়া ফল এবং চকোলেটের ফলেই তারা অজ্ঞান হয়ে যেত। নাবালিকারা জ্ঞান হারানোর পর সারারাত তাঁর ব্যক্তিগত কক্ষে আটকে রাখতেন শিবমূর্তি মুরুগা শারনারু। আর, নাবালিকাদের জ্ঞান ফেরার পর, তাঁদের ভয় দেখাতেন তিনি। এছাড়াও নাবালিকারা আরও অভিযোগ করেছে যে তারা শরীরের বিভিন্ন অংশে এবং গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করত।

    আবার কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তে রেলপথে রহস্যজনকভাবে একটি মেয়ের মৃত্যুর কথাও এই চার্জশিটে উল্লেখ রয়েছে। কারণ এই মেয়েটি মঠের হস্টেলেরই একজন ছিল ও তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল এবং তার মৃত্যুর কিছুদিন আগেই তাকে মঠ থেকে বের করে দেওয়া হয়। ফলে এই মৃত্যুর সঙ্গে প্রধানের কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    মুরুগা মঠ নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা

    মুরুগা মঠের (Chitradurga) এই পরিস্থিতির ফলে কর্ণাটক সরকার এই মঠের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছে ও রাজ্য প্রশাসক নিয়োগের কথা ভাবছে। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন “আমরা ডিসির কাছে একটি প্রতিবেদন চেয়েছি, রিপোর্টটি দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”  আর এই পরিস্থিতির মাঝেই শিবমূর্তি মুরুগা শারনারুকে মঠের প্রধান পদ থেকে সরানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।

LinkedIn
Share