Tag: Sexual Assault Charge Sheet

Sexual Assault Charge Sheet

  • Chitradurga: নাবালিকাদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করতেন মুরুগা মঠের প্রধান, চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    Chitradurga: নাবালিকাদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করতেন মুরুগা মঠের প্রধান, চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মুরুগা মঠের (Murugha Math) প্রধানের যৌন নির্যাতন মামলায় এবারে চার্জশিট জমা দিল চিত্রদুর্গ পুলিশ। যৌন নির্যাতনের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গের (Chitradurga) মুরুগা মঠের প্রধানকে (Shivamurthy Murugha Sharanaru)। আর এবারে শিবমূর্তি মুরুগার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, পানীয়, চকোলেট ও ফলের সঙ্গে মাদক মিশিয়ে নাবালিকাদের খাওয়ানো হত ও তাদের উপর যৌন নির্যাতন করা হত। এমনটাই চিত্রদুর্গের পুলিশের ৬৯৪ পৃষ্ঠার চার্জশিটে উঠে এসেছে।

    দীর্ঘদিন ধরে দুই নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হন আচার্য শিবমূর্তি মুরুগা। গত ১ সেপ্টেম্বর, পকসো ধারায় (POSCO) তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয় ও তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গতকাল চিত্রদুর্গ পুলিশ (Chitradurga) চার্জশিট জমা দিলে তাতে অনেক তথ্যই উঠে এসেছে। ওই দুই নাবালিকা জানিয়েছেন, মাদক খাওয়ানোর পর তাদের প্রধানের বাথরুম ও অফিসেও পাঠানো হত। তারা যেতে না চাইলে হস্টেলের ওয়ার্ডেন তাদের হুমকি ও শাস্তি দিতেন বলে অভিযোগ করা হয়েছে। নাবালিকাদের বয়ান সিআরপিসি ধারা ১৬৪-এর অধীনে রেকর্ড করা হয়েছে ও এই ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের সামনে এটি মূল প্রমাণ হিসেবে ধরা হবে।

    আরও পড়ুন: ঘুষ নেওয়ার জের! ডিএসপি থেকে সাব-ইন্সপেক্টর বানিয়ে শাস্তি দিল যোগী সরকার

    চিত্রদুর্গ (Chitradurga) এসপি কে পরশুরাম বলেছেন, “আমরা ওয়ার্ডেন ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করছি।” পুলিশ আরও জানিয়েছে, মঠ প্রধান মুরুগার দেওয়া ফল এবং চকোলেটের ফলেই তারা অজ্ঞান হয়ে যেত। নাবালিকারা জ্ঞান হারানোর পর সারারাত তাঁর ব্যক্তিগত কক্ষে আটকে রাখতেন শিবমূর্তি মুরুগা শারনারু। আর, নাবালিকাদের জ্ঞান ফেরার পর, তাঁদের ভয় দেখাতেন তিনি। এছাড়াও নাবালিকারা আরও অভিযোগ করেছে যে তারা শরীরের বিভিন্ন অংশে এবং গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করত।

    আবার কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তে রেলপথে রহস্যজনকভাবে একটি মেয়ের মৃত্যুর কথাও এই চার্জশিটে উল্লেখ রয়েছে। কারণ এই মেয়েটি মঠের হস্টেলেরই একজন ছিল ও তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল এবং তার মৃত্যুর কিছুদিন আগেই তাকে মঠ থেকে বের করে দেওয়া হয়। ফলে এই মৃত্যুর সঙ্গে প্রধানের কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    মুরুগা মঠ নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা

    মুরুগা মঠের (Chitradurga) এই পরিস্থিতির ফলে কর্ণাটক সরকার এই মঠের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছে ও রাজ্য প্রশাসক নিয়োগের কথা ভাবছে। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন “আমরা ডিসির কাছে একটি প্রতিবেদন চেয়েছি, রিপোর্টটি দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”  আর এই পরিস্থিতির মাঝেই শিবমূর্তি মুরুগা শারনারুকে মঠের প্রধান পদ থেকে সরানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।

LinkedIn
Share