Tag: Shah Rukh Khan

Shah Rukh Khan

  • Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে ‘বিশেষ’ হওয়ার পরিচিতি স্বরূপ ব্লু টিক (Twitter Blue Subscription) হারালেন শাহরুখ খান (Shah Rukh Khan) , অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan) থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi), যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath)। বলিউড তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য, বৃহস্পতিবার থেকে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন হারান।

    কারা কারা হারালেন ব্লু টিক

    সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতে এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। সম্প্রতি ট্যুইটারে একের পর এক  নিয়ম পরিবর্তন হয়েছে। ব্লু টিক চিহ্ন পাওয়ার জন্য় আর্থিক মূল্য় ঘোষণা করেছে ট্যুইটার। সেই নিয়মের জেরেই ব্লু টিক হারালেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্টের মতো বি-টাউন তারকারা। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, যোগী আদিত্য়নাথের মতো রাজনীতিবিদ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট তারকাও হারালেন ব্লু-টিক। ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। বিশেষ হওয়ার চিহ্ন হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।

    কেন হারালেন ব্লু টিক

    এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন না থাকলে  আর অ্যাকাউন্টে ব্লু টিক রাখা যাবে না। পয়লা এপ্রিলেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা পিছিয়ে ২০ এপ্রিলে করা হয়। সারা বিশ্বেই  এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানায় ইলন মাস্কের ট্যুইটার। মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের ট্যুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা। যাঁরা আগেভাগেই এই টাকা দিয়ে রেখেছিলেন, ট্যুইটারে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন রয়েছে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    ব্লু টিক থাকলে কী হবে

    ট্যুইটারের তরফে জানানো হয়েছে, যে ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে সেখানে ইউজাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন। এর পাশাপাশি বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই ইউজারেরদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের অপশন পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ওভারে রিঙ্কু ঝড়ে বাজিমাত কেকেআর-এর। ৬ বলে ২৯ রান তুলে গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেল কলকাতা। নিশ্চিত হারের মুখ থেকে যেভাবে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে একাই কলকাতাকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু, তাতে মুগ্ধ নাইট অধিপতি। 

    মুগ্ধ শাহরুখ

    বলিউডে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের (GT vs KKR) বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। কেকেআরকে শুভেচ্ছা।” 

    রিঙ্কু যে পরিস্থিতিতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ওরকম অবস্থায় ল্যাজে গোবরে হতে দেখা গিয়েছে বহু তাবড় তাবড় ক্রিকেটারকে। কিন্তু রিঙ্কুকে দেখে মনে হচ্ছিল না চাপে আছেন তিনি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস ছিল তাঁর মধ্যে। সেই বিশ্বাসেই সফল তিনি। কিং খান হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। শুধু শাহরুখই নন, রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তাঁর ইনস্টা স্টোরিতে রিঙ্কুর ছবি দিয়ে লিখলেন, “অবিশ্বাস্য।” উত্তরপ্রদেশের এই ছেলের প্রশংসা করছেন সবাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ থেকে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম।

    আত্মবিশ্বাসী রিঙ্কু

    ম্যাচের পর রিঙ্কু বলেন, “আমি জানতাম আমি পারব। রানা ভাই (নীতীশ) আমাকে বলেছিল নিজের উপর বিশ্বাস রাখতে। সেই সঙ্গে শেষ পর্যন্ত ব্যাট করতে। তার পর যা হবে দেখা যাবে। আমার মাথায় শুধু ছক্কা হাঁকানোর কথাই ছিল। উমেশ ভাই (যাদব) আমাকে বলছিল বেশি না ভাবতে। শুধু নিজের মতো খেলতে। আমি কিছু ভাবছিলাম না। শুধু যেমন বল আসছিল, তেমন খেলছিলাম। প্রতিটা বল ব্যাটের মাঝখানেই লাগল। আমি বিশ্বাস রেখেছিলাম নিজের উপর, সেটার ফল পেলাম।”

    ভাঙল ধোনির রেকর্ড

    রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনও ব্যাটার আইপিএলের কোনও ম্যাচের শেষ ওভারে এত রান করতে পারেননি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি করেছিলেন ২৪ রান। তাঁর সেই কীর্তি রবিবার ম্লান হয়ে গেল রিঙ্কুর দাপটে।

    এদিন প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাট তুলেছিল ২০৪ রান। সবাই ভেবেছিল এই উইকেটে ম্যাচ জেতা কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কেকেআরের দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা ভাল খেলছিলেন। জেতার আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে আর একটু হলেই খানখান হয়ে যাচ্ছিল কেকেআরের স্বপ্ন। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। তারপর পরের ৫ বলে ৫টি ছক্কা মেরে ইতিহাস রিঙ্কুর। 

    আরও পড়ুন: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    শহরে লিটন 

    রবিবার শহরে এলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারে কেকেআর। কলকাতায় নাইটদের পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ১৪ এপ্রিল, সেই ম্যাচে নাইটদের জার্সি গায়ে ইডেনে নামতে পারেন লিটন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: পাঠানের পর টাইগার থ্রি! একসঙ্গে আবার দেখা যাবে দুই খানকে

    Shah Rukh Khan: পাঠানের পর টাইগার থ্রি! একসঙ্গে আবার দেখা যাবে দুই খানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’। ছবির নির্মাতারা জানিয়েছেন, প্রথম তিন দিনেই সারা বিশ্ব জুড়ে ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে ‘পাঠান’। এই ছবির বেশ কতগুলি অংশ খুবই পছন্দ করেছে দর্শকরা, তার মধ্যে অন্যতম সলমন খানের সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) বন্ধুত্বের ছবি। যখন বিপাকে পাঠান শাহরুখ তখন তাঁকে কার্যত উদ্ধার করতে আবির্ভাব হয়েছেন টাইগার সলমান। দুজনের বন্ধুত্বের এমন রসায়ন, দর্শকদের বেশ মনে ধরেছে। একই ছবিতে তাঁদের একসঙ্গে দেখতে যে দর্শক কতটা মুখিয়ে রয়েছে, এই ছবি তারই আভাস। তবে এই অনস্ক্রিন বন্ধুত্বের এখানেই শেষ হয়ে যায়নি। খুব শীঘ্রই টাইগার থ্রিয়ে একসঙ্গে দেখা যাবে তাঁদের। হয়তো দর্শকদের চাহিদাকেই মান্যতা দিয়েছেন এক্ষেত্রে সিনেমা পরিচালকরা।

    চলতি বছরের এপ্রিল মাসেই টাইগার থ্রিয়ের জন্য শ্যুট করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)

    এপ্রিলের শেষ সপ্তাহে টাইগার থ্রিয়ের জন্য শ্যুট করবেন শাহরুখ খান। টাইগার সলমনের ছবিতে এবার ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান শাহরুখকে। কিন্তু ঠিক কোন সিক্যোয়েন্সে একসঙ্গে দেখা যাবে দুই বন্ধুকে, তা নিয়েই শোনা যাচ্ছিল নানা জল্পনা। অবশেষে সামনে এল এই ছবির শ্যুটিংয়ের সিকোয়েন্স। শোনা যাচ্ছে, যেভাবে জেলবন্দি পাঠানকে ছাড়াতে ট্রেনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সলমন টাইগার। সেরকমভাবেই জেলেবন্দি টাইগারকে মুক্ত করতে হাজির হবেন শাহরুখ খান। সেখানেই জমে উঠবে শাহরুখ (Shah Rukh Khan) ও সলমনের যৌথ অ্যাকশন দৃশ্য।

    শাহরুখের (Shah Rukh Khan) আগামী ছবি জওয়ান মুক্তি পাবে জুন মাসে

    অন্যদিকে আগামী ছবির জন্য প্রস্তুত হচ্ছেন শাহরুখ (Shah Rukh Khan)। জুন মাসে মুক্তি পাওয়ার কথা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের ব্যান্ডেজ বাঁধা লুকিং ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সলমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শ্যুটিং কার্যত শেষের পথে টাইগার থ্রি-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
  • Pathaan: ভারতীয় সিনেমায় এই প্রথম! ৩ দিনে ৩১৩ কোটি! ‘পাঠান’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

    Pathaan: ভারতীয় সিনেমায় এই প্রথম! ৩ দিনে ৩১৩ কোটি! ‘পাঠান’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩ দিনেই ৩০০ কোটি পার! সমস্ত বিতর্ক উড়ে গেল ‘পাঠান’ ঝড়ে। প্রতিদিনই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ-দীপিকা-জনের ‘পাঠান’। সবচেয়ে দ্রুত বিশ্ব বক্স অফিসে ৩০০ কোটি টাকা কামানো বলিউড ছবির তকমা পেল ‘পাঠান’। সূত্রের খবর, মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩১৩ কোটি টাকা। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি। এর পাশাপাশি জানা গিয়েছে, অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।

    নতুন পালক ‘পাঠান’-এর তাজে

    ‘পাঠান’ ঝড়ের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিশ্বে। বিশ্বজুড়ে বক্স-অফিসে তৃতীয় দিনেও চোখ কপালে ওঠার মত ব্যবসা করেছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মাত্র ৩ দিনেই দেশে প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সবমিলিয়ে দেশ-বিদেশ জুড়ে ৩ দিনে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গেল ৩১৩ কোটি টাকা। দেশের আর কোনও হিন্দি ছবি প্রথম তিন দিনে এত টাকা আয় করতে পারেনি। এই সাফল্যের নজির নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কেও হারিয়ে দিয়েছে ‘পাঠান’

    দীর্ঘ ৪ বছর পর কামব্যাক বাদশার!

    চারবছর পর সিনেপর্দায় আগমণ কিং খানের। আগের ছবি জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু চারবছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙলেন সব রেকর্ড। এখন বক্স অফিসে শুধুই ‘পাঠান’-এর রাজত্ব। তবে এই ছবি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে। কিন্তু বয়কট, বিতর্কের মাঝেও শাহরুখের পাঠান বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে। তবে মনে করা হচ্ছে, রবিবার ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।

    ‘পাঠান’-এর তিনদিনের আয়

    ২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি। ছবি মুক্তির দিনে দেশে ৫৭ কোটি ও বিদেশে ৪৯ কোটি, মোট ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনের আয় দেশে ৭০.৫০ কোটি ও বিদেশে ৪৩.১০ কোটি, মোট ১১৩.৬০ কোটি টাকা। তৃতীয় দিনের আয় দেশে ৩৯.২৫ কোটি ও বিদেশে ৫৪.১৫ কোটি, মোট ৯৩.৪০ কোটি টাকা। ফলে তিনদিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় দাঁড়াল মোট ৩১৩ কোটি।

    কিং খানের ধামাকাদার কামব্যাকে নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি অগণিত শাহরুখ খান ভক্তরা। তবে শাহরুখ অনুরাগীদের পাশাপাশি বলিউডের তারকারাও পাঠান-এর প্রশংসায় পঞ্চমুখ। রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি পাঠান-এর প্রশংসা করে ট্যুইট করেছেন।  


    [/tw]

  • Pathaan: পাঠান সিনেমায় কাঁচি সেন্সর বোর্ডের! বাদ পড়ল ‘বেশরম রং’ গানের বেশ কিছু দৃশ্য

    Pathaan: পাঠান সিনেমায় কাঁচি সেন্সর বোর্ডের! বাদ পড়ল ‘বেশরম রং’ গানের বেশ কিছু দৃশ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার পাঠান সিনেমায় সেন্সর বোর্ডের কাঁচি। দিন কয়েক আগেই সেন্সর বোর্ডে (CBFC) জমা দেওয়া হয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডের চেয়ারপারসন প্রসূন জোশি বলেছেন, “গাইডলাইন মেনেই আমরা ‘পাঠান’ দেখেছি। কমিটি নির্মাতাদের গান ছাড়াও সিনেমায় প্রয়োজনীয় পরিবর্তন করে তার পর আবার  সিনেমাটি আমাদের কাছে পাঠাতে বলা হয়েছে।”

    কী বলল সেন্সর বোর্ড

    গত ১২ ডিসেম্বর পাঠান সিনেমার বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কেন দীপিকা পাড়ুকোনকে গেরুয়া মনোকিনি পরানো হল? প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই পোশাক হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলে, শাহরুখ খান, দীপিকা পাডুকোন সহ টিম পাঠানের (Pathaan Movie) বেশ কিছু সদস্যের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। এরপরই বেশরম রং গান থেকে গেরুয়া মনোকিনি পরিহিত দীপিকার সঙ্গে শাহরুখের রোমান্সের দৃশ্য বাদ দেওয়ার দাবি জোরদার হয়েছিল। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।  বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন প্রসূন জোশি জানিয়েছেন যে, ‘সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষায় সেন্সর বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। পরস্পরের মাঝে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধান খুঁজে বের করতে আমরা বিশ্বাসী। নির্মাতা ও দর্শকদের পরস্পরের প্রতি বিশ্বাস রক্ষা করা গুরুত্বপূর্ণ। এ জন্য নির্মাতাদের কাজ করা উচিত।’ 

    আরও পড়ুন: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

    সেন্সর বোর্ডের পক্ষ থেকে যশ রাজ ফিল্মসকে পাঠান ছবিতে বেশ কিছু বদল আনার কথা বলা হয়েছে। বোর্ডের নিয়ম মোতাবেক, ওই পরিবর্তনগুলি করলে, ছবিটি রিলিজের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী পরিবর্তন করতে বলা হয়েছে,তা জানাননি প্রসূন জোশি। সংবাদসংস্থাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “CBFC-র বিশেষ কমিটি পাঠান ছবিটি দেখেছে। আমরা সবদিক থেকে খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।” জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফে যে পরিবর্তনগুলি করতে বলা হয়েছে, তা করার পরেই সিনেমাটিকে ক্লিন চিট দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান। পাঠান-এর হাত ধরে পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shah Rukh Khan: কিং খান-এর নাম সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়!

    Shah Rukh Khan: কিং খান-এর নাম সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনিতেই তাঁকে ‘বাদশা’ বলা হয় না। তাঁর অ্যাক্টিং স্কিল, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তাঁর বিনয়ী স্বভাব, তাঁর ব্যক্তিত্বের জন্য তিনি অচিরেই হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। তাই তিনি শুধু বলিউডের নন, সারা পৃথিবীর মানুষের কাছেই ‘বাদশা’। আর তাঁরই প্রমাণ পাওয়া গেল ফের একবার। পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় নাম তুলে নিলেন একমাত্র ভারতীয় অভিনেতা ও সবার প্রিয় শাহরুখ খান। ‘এম্পায়ার ম্যাগাজিন’-এর তরফে দুনিয়ার কিছু সেরা, এবং চিরস্মরণীয় নাম এই তালিকায় রাখা হয়েছে। আর এবারে এটিতে জায়গা করে নিয়েছেন কিং খানও।

    পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় বাদশার নাম

    সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এম্পায়ার ম্যাগাজিন প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। এ যাবৎ সর্বকালের সেরা ৫০ অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে সেই তালিকা। আর সেখানে বেছে নেওয়া হয়েছে শাহরুখকে। ভারতীয় অভিনেতাদের মধ্যে শুধু তাঁর নামই রয়েছে এই তালিকায়। আর অন্য কোনও ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর এই তালিকায় নাম আসেনি। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্লন ব্র্যান্ডো, ডেনজেল ওয়াশিংটন, টম ক্রজ, ফ্লোরেন্স পাগ, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট সহ আরও অনেকের।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায়! ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন শাহরুখ খান

    শাহরুখের সেরা কিছু কাজের উল্লেখ

    এই লিস্টে বাদশাহের একাধিক সেরা কাজের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গব- এর চরিত্র, করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ থেকে রিজওয়ান খান-এর চরিত্র ইত্যাদি। আবার এই তালিকায় কিং খানের একাধিক ডায়লগের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, ‘জব তক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের একটু একটু করে মারে। আর বোমা একেবারে’ ডায়লগটি।

    উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর কিং খান তাঁর নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরতে চলেছেন। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে এই ছবিতে দেখা যাবে। ফলে তাঁকে আবার বড় পর্দায় দেখতে অপেক্ষায় বসে রয়েছেন তাঁর অনুরাগীরা।

  • Boycott Pathan: ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক! পাঠান সিনেমা বন্ধের হুমকি

    Boycott Pathan: ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক! পাঠান সিনেমা বন্ধের হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘পাঠান’ সিনেমা নিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। এ বার তাতে নয়া উপাদান যোগ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এই সিনেমার বেশরম রং গানটিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক দানা বেঁধেছে তাঁর পোশাকের রং নিয়েও। মঙ্গলবারই সোশ্যাল মাধ্যমে মুক্তি পেয়েছে এই গানটি। গানের দৃশ্য শেয়ার করেই ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। এই হ্যাশট্যাগ দিয়ে পাঠানকে বয়কট করার ডাক দিয়েছেন অনেকে।

    যা নিয়ে বিতর্ক

    গানের একটি দৃশ্যে দীপিকাকে একটি গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। আবার গানের নাম রাখা হয়েছে ‘বেশরম রং’ আর এইখানেই চটেছেন অনেকে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র তো সাফ জানিয়েছেন দীপিকা যেভাবে পোশাক পরে এই গানে অভিনয় করেছেন তা অত্যন্ত অভব্য। দীপিকা যে পোশাক পরে আছেন তার রং নিয়েও উঠেছে প্রশ্ন। মন্ত্রী সাফ জানিয়েছেন, গানে যেসব অভিব্যক্তি রয়েছে তা জঘন্য মানসিকতার পরিচয় বহন করছে। বলেছেন, শাহরুখ ও দীপিকা অভিনীত পাঠান সিনেমার বেশরম রঙ গানটিতে যে দৃশ্য দেখানো হয়েছে তা খুবই কুরুচিকর এবং আপত্তিকর দৃশ্য। তিনি আরও জানান, যদি এই সিনেমা থেকে এই পোশাক পরিহিত দৃশ্য পরিবর্তন না করা হয় তাহলে পাঠান সিনেমাটিকে রাজ্যে মুক্তি দিতে দেবেন না তিনি। এই সিনেমার পোশাক ও দৃশ্যের পরিবর্তন করা দরকার বলে ট্যুইট বার্তায় জানান নরোত্তম। সেখানে তিনি দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করে বলেছেন টুকরো টুকরো গ্যাংয়ের সমর্থক তিনি। তাই এই ধরনের কাজ করতে তাঁর আটাকাচ্ছে না। ভারতীয় সংস্কৃতির অপমান এই দৃশ্য।

    আরও পড়ুন: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

    ছবি বন্ধের ডাক

    হিন্দু মহাসভার তরফে এই গানের বিরোধিতা করা হয়েছে। সংগঠনের সভাপতি স্বামী চক্রপানি মহারাজ একটি ট্যুইট করে জানিয়েছেন,’শাহরুখ খান অভিনীত পাঠান ছবির ‘বেশরম রঙ’ গানটিতে গেরুয়া ও হিন্দু সংস্কৃতির অপমান করা হয়েছে। এখন কি সেন্সার বোর্ড ঘুমাচ্ছে? আমরা সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। হিন্দুসভা এই গানের বিরোধিতা করবে।’ পোশাক নিয়ে সুর চড়িয়েছে সংস্কৃতি বাঁচাও মঞ্চ। তাদের তরফেও দাবি করা হয়েছে, ওই গানে দীপিকার পোশাক সরাসরি গেরুয়া পোশাকের অবমাননা। আর তাদের মঞ্চ কিছুতেই এসব বরদাস্ত করবেনা। সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষ জুড়ে ‘পাঠান’-কে বয়কট করার ডাক দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shah Rukh Khan: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    Shah Rukh Khan: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনিতেই তাঁকে কিং খান বা বাদশা (Shah Rukh Khan) বলা হয় না। যার এক হাসিতেই মাত সকলে। বলিউডের এমনই এক তারকা ইনি, যার ফ্যান না হয়ে পারা যায় না। দেশের পাশাপাশি, বিদেশেও যে এনার ফ্যান ফলোয়িং কত, তা আর কারোরই অজানা নয়। এমনকি হলিউডের সুপারস্টাররাও তাঁর ফ্যান। আর এবারে এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল পুরো বিশ্ব।

    সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, হলিউডের সুপারস্টার শ্যারন স্টোনও কত বড় ফ্যান শাহরুখের (Shah Rukh Khan)। ভিডিও-তে তাঁর প্রতিক্রিয়া দেখেই তা বোঝা যাচ্ছে। উল্লেখ্য, ‘বেসিক ইনস্টিংট’ ছবির অভিনেত্রী হলেন শ্যারন স্টোন।

    রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ

    সৌদি আরবে ‘ডাঙ্কি’-র শ্যুট শেষ করে মক্কায় গিয়েছিলেন শাহরুখ উমরাহ করতে। সেখান থেকে সোজা পৌঁছে যান সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর মঞ্চে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য শাহরুখ খানকে (Shah Rukh Khan) বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেখানে তাঁর নাম পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা হওয়ার পর চেয়ার থেকে উঠে দাঁড়ান বলিউডের বাদশা। শুক্রবার সারাদিন তাঁর একাধিক ছবি ট্রেন্ড করেছে সোশ্যাল মিডিয়ায়।

    বাদশাকে দেখে মুগ্ধ শ্যারন

    একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ পাশে বসে আছেন শুনে একেবারে চমকে উঠেছেন শ্যারন স্টোন। তাঁর সেই চমকে ওঠার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ হেসে মাথা নীচু করতেই পাশের সিটে শ্যারনের প্রতিক্রিয়া সকলের নজর কেড়েছে। শাহরুখকে দেখে বিস্ময়ে তাকিয়ে রয়েছেন নায়িকা। এরপর শ্যারন নিজের বুকে হাত রেখে উচ্ছ্বসিত চোখে শাহরুখের দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘ওহ মাই গড’।

    সেদিন বেইজ রঙের গাউন ও হাতে কালো গ্লাভস পরে এসেছিলেন শ্যারন। এই সুন্দরী অভিনেত্রী যে শাহরুখ খানকে দেখে এমনটা করতে পারেন তা হয়ত ভাবতে পারেনি কেউই। সেদিন শাহরুখের উপস্থিতি উচ্ছ্বসিত করেছে সকল তারকাকে। শাহরুখ ছাড়াও বলিউড থেকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির ছিলেন এআর রহমান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ (Shah Rukh Khan) পরে বক্তৃতাও দিয়েছিলেন সেখানে।

     

  • Shah Rukh Khan: শাহরুখ নয়, তাঁর বডিগার্ডকে মুম্বই বিমানবন্দরে আটক করেছিল শুল্ক দফতর!

    Shah Rukh Khan: শাহরুখ নয়, তাঁর বডিগার্ডকে মুম্বই বিমানবন্দরে আটক করেছিল শুল্ক দফতর!

    মাধ্যম নিউজ ডেস্ক: সবসময়ের জন্যই খবরের শিরোনামে থাকেন বলিউড বাদশা (Shah Rukh Khan)। তবে গতকাল থেকে যেন তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, গতকাল শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে সাময়িক আটক করে শুল্ক দফতর। শুধুমাত্র আটকই করেনি। চলেছে জিজ্ঞাসাবাদও। খবরে এসেছিল, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ি ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও সাময়িক আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে। কিন্তু আজ শোনা যাচ্ছে, অন্যই কথা। জানা গিয়েছে, শাহরুখকে নয়, তাঁর বডিগার্ডকে শনিবার আটক করেছিল এয়ার ইন্টিলেজেন্স ইউনিট।

    মুম্বই শুল্ক দফতরের আধিকারিকরা কী বললেন?

    কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কাস্টমস নিয়ম লঙ্ঘনের জন্য খানের দেহরক্ষী রবি সিংকে আটক করেছিল এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)। তাঁরা শাহরুখ খানকে (Shah Rukh Khan) আটক করেননি। তাঁরা আরও জানান, বডিগার্ড রবি লাগেজ নিয়ে এসেছিলেন, তখন তাকে ৮ নম্বর গেটে চেক করার জন্য থামানো হয়েছিল। চেকিংয়ের সময়, লাগেজ চেকিং পয়েন্টে, দেহরক্ষীর কাছ থেকে দুটি বিলাসবহুল ঘড়ি এবং চারটি খালি ঘড়ির বাক্স পাওয়া যায়। এটি ছাড়াও, তাঁর লাগেজে একটি আই ওয়াচ সিরিজ ৮- এর একটি খালি বাক্সও ছিল। তবে যদিও এর শুল্ক চোকানো হয়েছে শাহরুখ খানের ক্রেডিট কার্ড দিয়েই। শুল্ক (Customs) বাবদ ৬.৮৩ লক্ষ টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: ‘টাইগার ৩’-তে ফের একসঙ্গে ‘করণ-অর্জুন’! কবে শ্যুটিং শুরু করবেন বাদশা?

    গতকাল থেক এই শোনা যাচ্ছিল যে, শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে থামিয়ে শুল্ক দফতর জিজ্ঞাসাবাদ করেছিল। তবে কাস্টমস জানিয়েছে যে, বলিউড অভিনেতাকে মোটেও আটক করা হয়নি এবং কোনও প্রশ্নও করা হয়নি। তাঁকে শুধু শুল্ক পূরণ করতে বলা হয়েছিল, যা তিনি দিতে সম্মত হয়েছিলেন।

    প্রসঙ্গত, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। শারজা ইন্টারন্যাশন্যাল বুক ফেয়ারে বিশেষ সম্মান জানানো হয় অভিনেতাকে। অনুষ্ঠান সেরে চার্টার জেট ভিটিআর-এসজি’তে চেপে শনিবার ভোররাতে মুম্বইয়ে ফেরেন বাদশা। আর তারপরেই গুঞ্জন রটেছিল যে, তাঁকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজ এসব গুঞ্জনে জল ঢেলে শুল্ক দফতর স্পষ্ট জানিয়ে দেয়, গতকাল তাঁকে আটক করাই হয়নি। দুবাই থেকে আসার পরেই শাহরুখ খান এবং তাঁর ম্যানেজার পূজা দাদলানি বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত শাহরুখ খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

     

  • Tiger 3: ‘টাইগার ৩’-তে ফের একসঙ্গে ‘করণ-অর্জুন’! কবে শ্যুটিং শুরু করবেন বাদশা?

    Tiger 3: ‘টাইগার ৩’-তে ফের একসঙ্গে ‘করণ-অর্জুন’! কবে শ্যুটিং শুরু করবেন বাদশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে করণ-অর্জুনকে! অর্থাৎ একই ছবিতে বলিউডের কিং খানভাইজানকে দেখা যাবে, এমনটাই জানা গিয়েছে। এমনিতেই শাহরুখ-সলমনের সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। তার মধ্যে এমন খবর ছড়িয়ে পড়তেই শাহরুখ-সলমনপ্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। বড় পর্দায় হেভিওয়েট দুই খানকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

    প্রায় অনেক দিন থেকেই গুঞ্জন রটেছিল যে, তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে কোনও এক ছবিতে। আর সেই আশায় বুক বেঁধেছিলেন তাঁদের অনুরাগীরাও। আর এবারে সেই আশাই সত্যি হল বলে! তবে কোন ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে, এই নিয়েও কৌতুহলের শেষ ছিল না। এরপরেই জানা গেল, দুজনেই দুজনের ছবিতে ক্যামিও রোলে দর্শকদের নজর কাড়তে চলেছেন। অর্থাৎ সলমন খানকে ক্যামিও রোলে শাহরুখের ছবি ‘পাঠান’-এ দেখা যাবে ও শাহরুখকে ভাইজানের ‘টাইগার ৩’-তে দেখা যাবে। আরও জানা গিয়েছে, ‘পাঠান’-এ জাসুস টাইগার চরিত্রে দেখা যাবে সলমন খানকে। আবার ‘টাইগার ৩’-তে পাঠানের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

    ‘টাইগার ৩’-এর শ্যুটিং কবে শুরু করবেন শাহরুখ ?

    সম্প্রতি জানা গিয়েছে, ‘পাঠান’ ছবি মুক্তি পাওয়ার পরেই ‘টাইগার ৩’ -এর শ্যুটিং শুরু করবেন কিং খান। একদিকে অ্যাটলি কুমারের ছবি জওয়ান, অন্যদিকে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি, দুটি ছবির শ্যুটিংয়েই দারুণ ব্যস্ত রয়েছেন শাহরুখ। অন্যদিকে চলছে বহু প্রতীক্ষিত ছবি পাঠান-এর প্রোমোশন। ফলে বাদশার ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পরপরই ‘টাইগার ৩’তে নিজের ক্যামিও রোলের শ্যুটিং সেরে ফেলবেন শাহরুখ। অন্যদিকে বহুদিন আগেই ‘পাঠান’-এর শ্যুটিং সেরে ফেলেছেন সলমন।

    কবে মুক্তি পাবে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ ?

    সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের ‘পাঠান’ ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এতে মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। সদ্য মুক্তি পেয়েছে পাঠানের টিজারও। ছবি নিয়ে বেড়েছে দর্শকের প্রত্যাশা। অন্যদিকে ‘টাইগার ৩’ ২০২৩-এর দিওয়ালিতে রিলিজ হবে। সলমন খান ছাড়াও ‘টাইগার ৩’-তে মুখ্য চরিত্রে থাকছেন ক্যাটরিনা কইফ এবং ইমরান হাশমি। প্রথমে ঠিক ছিল, ঈদেই এই ছবি মুক্তি পাবে। কিন্তু শাহরুখের জন্য অপেক্ষা করেই এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এতে বেশ ভালো অ্যাকশন সিন রয়েছে বাদশার। যা শ্যুট করতে সময় লাগবে খানিকটা। তবে খুব শীঘ্রই বাদশা শ্যুটিং শুরু করতে চলেছেন। তাই এবার শুধু পর্দায় এক সঙ্গে শাহরুখ-সলমনকে দেখার অপেক্ষা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share