Tag: Shankar Chakraborty

Shankar Chakraborty

  • Sonali Chakraborty: চিরঘুমের দেশে ‘খড়ির জেঠিমা’ তথা অভিনেত্রী সোনালি চক্রবর্তী, শোকস্তব্ধ বিনোদন জগত

    Sonali Chakraborty: চিরঘুমের দেশে ‘খড়ির জেঠিমা’ তথা অভিনেত্রী সোনালি চক্রবর্তী, শোকস্তব্ধ বিনোদন জগত

    মাধ্যম নিউজ ডেস্ক: টলিউড জগতে ফের গভীর শোকের ছায়া। চিরঘুমের দেশে চলে গেলেন প্রতিভাময়ী অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। তিনি শংকর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্ত্রী। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর আজ, সোমবার ভোর চারটে নাগাদ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

    একটা সময় দাপটের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করেছেন সোনালি চক্রবর্তী। খলনায়িকা হিসেবে একটা সময় খুব জনপ্রিয় ছিলেন তিনি। সিনেমা ছাড়াও তাঁকে ছোটপর্দাতেও দেখা গিয়েছে। সম্প্রতি গাঁটছড়া নামক সিরিয়ালে তিনি খড়ির জেঠিমার চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু হঠাৎই সিরিয়ালে তাঁকে আর দেখা যায়নি। শারীরিক অসুস্থতার কারণেই খুব বেশিদিন শ্যুটিং করতে পারেননি বলে জানা গিয়েছিল।

    আরও পড়ুন: আগামী বছরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ওয়েব সিরিজ

    এর আগেও সোনালি দেবী হাসপাতালে ভর্তি ছিলেন লিভারের সমস্যা নিয়েই। তারপর ছেড়েও দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর তিনি আবার শুটিংয়ের কাজও শুরু করেছিলেন। পরে তাঁর পেটে হঠাৎ ফ্লুইড জমা হওয়ার কারণে আবার অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে শেষ রক্ষা করা গেল না। জানা গিয়েছে, অসুস্থতার কারণে শেষের দিকে বাড়িতেই থাকতেন সোনালী দেবী।

    আজ তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করেন অভিনেত্রীর স্বামী তথা শংকর চক্রবর্তী। তিনি পোস্টে লেখেন, “ভরা থাক স্মৃতি সুধায়”।

    অন্যদিকে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘‘ বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

LinkedIn
Share