Tag: Shankar Mishra

Shankar Mishra

  • Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকান্ডে অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) মিশ্র গতকাল জামিন পেলেন। এদিন অভিযুক্তের জামিনের বিষয়ে বলতে গিয়ে নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে একবার তলব করার পর সে হাজির হয়নি মানে এই সিদ্ধান্তে আসা যায়না যে সে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চাইছে। আদালতের আরও সংযোজন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে কোনও এমন ধরনের ফৌজদারি মামলা নেই অথবা তার বিরুদ্ধে অভিযোগকারীকে ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসেনি। প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra)  বিরুদ্ধে। এরপরেই অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত ৬ জানুয়ারি। একটি মার্কিন বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) । তাঁকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে শঙ্করকে জামিন দেয়।   

    ঘটনাটি ঠিক কী ঘটেছিল

    গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির বিমানে, শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের (Shankar Mishra)  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারায়। বিচার প্রক্রিয়া চলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে শঙ্করের।

    অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা এই ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তখন বিমান কতৃপক্ষ। পরে জাতীয় মহিলা কমিশন সক্রিয় হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, এআই-১০২ নং বিমানে এই ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। বিশ্রামের জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। তখনই অভিযুক্ত শঙ্কর বৃদ্ধার আসনের সামনে এসে  প্রস্রাব করতে শুরু করেন। তখন বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। প্রস্রাবে বৃদ্ধার শরীর, জামা কাপড় সব কিছুই ভিজে যায় বলে অভিযোগ। অন্য আসন ফাঁকা না থাকায় প্রস্রাবে ভেজা আসনেই ওই বৃদ্ধাকে বসতে হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বেঙ্গালুরু থেকে গ্রেফতার অভিযুক্ত শঙ্কর মিশ্র

    Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বেঙ্গালুরু থেকে গ্রেফতার অভিযুক্ত শঙ্কর মিশ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে সহযাত্রী এক বৃদ্ধা মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগে চাকরি গেল শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তির। আমেরিকার অর্থলগ্নিকারী সংস্থা ‘ওয়েলস ফার্গো’-র ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করতেন শঙ্কর। এ দিন সেই সংস্থার তরফ থেকে একটি বিবৃতি জারি করে শঙ্করকে ছাঁটাই করার কথা জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কর্মচারীদের আচরণের বিষয়ে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে তাদের। ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ চূড়ান্ত অস্বস্তিকর। তাই ‘ওয়েলস ফার্গো’-র থেকে তাঁকে ছাঁটাই করা হল।

    কী ঘটেছিল

    ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্র মত্ত অবস্থায় তাঁর সামনে যৌনাঙ্গ প্রদর্শন করেন ও তাঁর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ করেন ৭০ বছর বয়সি এক মহিলা। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সরাসরি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতেই গোটা ঘটনা বর্ণনা করেন অভিযোগকারিণী। সেই চিঠি প্রকাশ পাওয়ার পরই শুরু হয় বিতর্ক। ইতিমধ্যেই দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল। দিল্লি পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই বাড়ি ছেড়ে পালান শঙ্কর। 

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    শঙ্করের বাবা দাবি করেন, এধরনের কাজ তাঁর ছেলের পক্ষে করা সম্ভব নয়। শঙ্কর মিশ্রের তরফে তাঁর আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার শিকার ওই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। আর প্রস্রাবের ঘটনার কোনও সাক্ষীও ছিল না। অন্যদিকে, দিল্লি পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরএ বলা হয়েছে, ওই মহিলার কাছে গিয়ে কার্যত ভিক্ষা চেয়ে শঙ্কর আবেদন করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করা হয়। এমনকী কেবিন ক্রিউদের সামেন শঙ্কর এই ঘটনার পর কেঁদেও ফেলেন বলে খবর। তিনি বহুবার ক্ষমা চান। মহিলার কাছে আবেদন জানান যে, তাঁর মেয়ে ও স্ত্রী যেন এই ঘটনা দ্বারা প্রভাবিত না হন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক বিরল, অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হন এক প্রবীণ মহিলা। নিউইয়র্ক থেকে ভারতে ফিরছিলেন তিনি। যাত্রাপথে তাঁর গায়ে তাঁরই এক সহযাত্রী মদ্যপ অবস্থায় প্রস্রাব (Air India Urination Incident) করে দেন বলে অভিযোগ করেছেন তিনি।  

    কী ঘটেছে?

    সত্তরের কোঠায় বয়স ওই মহিলার। এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু এই বিলাসবহুল যাত্রাপথেও তাঁর সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বিজনেস ক্লাসে ভ্রমণ করেও এমন অভব্য আচরণ করেন, কে এই ব্যক্তি? ব্যক্তির পরিচয় জানলে চমকে উঠবেন। তিনি যে সে লোক নন। নাম শঙ্কর মিশ্র। তিনি একটি বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত। ওই ব্যক্তিকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, যাতে তিনি দেশ না ছাড়তে পারেন, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য ইতিমধ্যেই ‘ইমিগ্রেশন ব্যুরো’কে অনুরোধ করা হয়েছে।

    আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে  

    দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত (Air India Urination Incident) শঙ্কর মিশ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ভারতীয় শাখার ভাইস-প্রেসিডেন্ট। তিনি মুম্বাইয়ে বাসিন্দা। আপাতত তিনি পলাতক। বাড়ি থেকে পালিয়েছেন। ওই ব্যক্তির খোঁজে দিল্লি পুলিশের একটি দল মুম্বাই পাড়ি দিয়েছে। স্থানীয় পুলিশ শঙ্কর মিশ্রর বাড়ি ও তাঁর পরিচিত অন্যান্য স্থানে হানা দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তির হদিশ মেলেনি। এয়ার ইন্ডিয়ার কাছে ওই বৃদ্ধা যাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই বুধবার দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।     

    ইতিমধ্যেই শঙ্কর মিশ্রকে ৩০ দিনের জন্য ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত (Air India Urination Incident) করেছে এয়ার ইন্ডিয়া। ৩০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে তাঁকে উঠতে দেওয়া হবে না। কিন্তু এবার প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার অপেশাদারিত্ব নিয়েও। এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার ‘অপেশাদার’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ। বৃহস্পতিবার, সংস্থা এবং নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের আধিকারিক ও ক্রুদের কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে ডিসিজিএ। জানতে চাওয়া হয়েছে, ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে দায়িত্ব পালনে গাফিলতির জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share