Tag: Sharon Stone

Sharon Stone

  • Shah Rukh Khan: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    Shah Rukh Khan: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনিতেই তাঁকে কিং খান বা বাদশা (Shah Rukh Khan) বলা হয় না। যার এক হাসিতেই মাত সকলে। বলিউডের এমনই এক তারকা ইনি, যার ফ্যান না হয়ে পারা যায় না। দেশের পাশাপাশি, বিদেশেও যে এনার ফ্যান ফলোয়িং কত, তা আর কারোরই অজানা নয়। এমনকি হলিউডের সুপারস্টাররাও তাঁর ফ্যান। আর এবারে এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল পুরো বিশ্ব।

    সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, হলিউডের সুপারস্টার শ্যারন স্টোনও কত বড় ফ্যান শাহরুখের (Shah Rukh Khan)। ভিডিও-তে তাঁর প্রতিক্রিয়া দেখেই তা বোঝা যাচ্ছে। উল্লেখ্য, ‘বেসিক ইনস্টিংট’ ছবির অভিনেত্রী হলেন শ্যারন স্টোন।

    রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ

    সৌদি আরবে ‘ডাঙ্কি’-র শ্যুট শেষ করে মক্কায় গিয়েছিলেন শাহরুখ উমরাহ করতে। সেখান থেকে সোজা পৌঁছে যান সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর মঞ্চে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য শাহরুখ খানকে (Shah Rukh Khan) বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেখানে তাঁর নাম পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা হওয়ার পর চেয়ার থেকে উঠে দাঁড়ান বলিউডের বাদশা। শুক্রবার সারাদিন তাঁর একাধিক ছবি ট্রেন্ড করেছে সোশ্যাল মিডিয়ায়।

    বাদশাকে দেখে মুগ্ধ শ্যারন

    একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ পাশে বসে আছেন শুনে একেবারে চমকে উঠেছেন শ্যারন স্টোন। তাঁর সেই চমকে ওঠার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ হেসে মাথা নীচু করতেই পাশের সিটে শ্যারনের প্রতিক্রিয়া সকলের নজর কেড়েছে। শাহরুখকে দেখে বিস্ময়ে তাকিয়ে রয়েছেন নায়িকা। এরপর শ্যারন নিজের বুকে হাত রেখে উচ্ছ্বসিত চোখে শাহরুখের দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘ওহ মাই গড’।

    সেদিন বেইজ রঙের গাউন ও হাতে কালো গ্লাভস পরে এসেছিলেন শ্যারন। এই সুন্দরী অভিনেত্রী যে শাহরুখ খানকে দেখে এমনটা করতে পারেন তা হয়ত ভাবতে পারেনি কেউই। সেদিন শাহরুখের উপস্থিতি উচ্ছ্বসিত করেছে সকল তারকাকে। শাহরুখ ছাড়াও বলিউড থেকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির ছিলেন এআর রহমান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ (Shah Rukh Khan) পরে বক্তৃতাও দিয়েছিলেন সেখানে।

     

LinkedIn
Share