Tag: Shubman Gill

Shubman Gill

  • India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের লড়াই হোক বা জীবনযুদ্ধের… ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং সকলের কাছেই প্রেরণা। রাত পোহালেই ভারত-পাকিস্তান মহারণ। তার আগে ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলকে (Shubman Gill) প্রেরণা দিলেন যুবি।   ২০১১ সালের বিশ্বকাপের সময় যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মাঠের মধ্যে ম্যাচের মাঝে বমিও করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে যুবরাজের ব্যাট কিন্তু বন্ধ হয়নি। বরং দলের বিশ্বকাপ জয়ে যুবরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যুবি জানান, তিনি আশাবাদী পাক ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন গিল। 

    কী বললেন যুবরাজ

    চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর আফগানিস্তানকে হারিয়েছে মেন ইন ব্লু। এই দু’টি ম্যাচের একটিতেও খেলতে দেখা যায়নি ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি থেকে সুস্থ হয়ে মাঠে গিল কবে ফিরবেন এই নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই আবহে যুবরাজ বলেন, ‘শুভমান গিলকে আমি শক্তিশালী করে দিয়েছি। আনি ওকে বলেছি, কীভাবে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে আমি বিশ্বকাপে খেলেছিলাম। আমি আশাবাদী ও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি। যখন কারও জ্বর এবং ডেঙ্গি হয় তার পক্ষে ক্রিকেট ম্যাচ খেলা কঠিন হয়। এবং তার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি জানি ও ফিট থাকলে নিশ্চিতভাবে খেলবে।’

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    অনুশীলনে গিল

    বৃহস্পতিবারই আমেদাবাদে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল গিলকে। এক সপ্তাহেরও বেশি সময় পরে তিনি প্রথম অনুশীলন করেন। সকালে নেট অনুশীলনের আগে শুভমান গিল খোশমেজাজে রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার ফিজিয়ো কমলেশ এবং থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে। মোতেরার নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেছেন গিল। তিনি থ্রোডাউন এবং কিছু নেট বোলারের মুখোমুখি হয়েছিলেন। অনুশীলনের সময়ে তাঁর কোনও ধরণের শারীরিক অস্বস্তি ছিল বলে জানা যায়নি। সেশনের শেষের দিকে ২৪ বছরের তারকা তাঁর ফিল্ডিং দক্ষতা বাড়াতে কিছু ক্যাচও অনুশীলনও করেন। পাকিস্তান ম্যাচের জন্য এখনও এক দিন হাতে রয়েছে। শুভমন গিল শুক্রবার সন্ধ্যায় বাকি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর দ্বিতীয় রাউন্ডের পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেবেন। তিনি যদি ভালো করেন, তা হলে শনিবার বিশ্বকাপে অভিষেক হতে পারে শুভমানের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shubman Gill: আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমান! ভারত-পাক মহারণে থাকবেন কি গিল?

    Shubman Gill: আফগানিস্তানের বিরুদ্ধেও নেই শুভমান! ভারত-পাক মহারণে থাকবেন কি গিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না শুভমান গিল (Shubman Gill)। শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘‘সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি শুভমান। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমান খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল ওর উপর নজর রেখেছে।’’

    কবে খেলবেন গিল

    ডেঙ্গির জন্য বিশ্বকাপের (ICC World Cup 2023)  প্রথম ম্যাচে গিলকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে চাপে পড়লেও বিরাট কোহলি (Virat Kohli) ও লোকেশ রাহুল (KL Rahul) জুটিতে ম্যাচ জিতেছে ভারত। তবে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার রান পাননি। যা নিয়ে চলছে আলোচনা। দুরন্ত ছন্দে থাকা শুভমান গিলের (Shubman Gill) না থাকা খানিকটা হলেও পরিকল্পনা ঘেঁটে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চলতি বছর একদিনের ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং ফর্মে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পরপর ২ ম্যাচে টিম ইন্ডিয়ার এই তরুণ তুর্কির অনুপস্থিতি রোহিতদের কাছে যে একটা বড় ধাক্কা। আইসিসি বিশ্ব ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শুভমান গিল আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।

    আরও পড়ুন: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    কেমন আছেন শুভমান

    বোর্ড সূত্রে খবর, আপাতত দুটো দিন গিলকে চেন্নাইয়ে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের নজরদারিতেই থাকবেন তিনি। প্রথম দুই ম্যাচে শুভমান (Shubman Gill) না খেলতে পারলেও তৃতীয় ম্যাচের আগে তাঁকে দলে চাইছেন রোহিতেরা। কারণ, আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ডেঙ্গি হলে সাধারণত সাতদিন লাগে জ্বর কমতে। অধিকাংশ ক্ষেত্রেই তা বেড়ে যায়। যে কারণে আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান ম্যাচেও হয়তো পাওয়া যাবে না তাঁকে। আফগানিস্তানের পর আমদেবাদে পাকিস্তানকে হারাতে পারলে ভারতীয় টিমের মনোবল আরও বেড়ে যাবে। যে কারণে সেরা টিম নিয়েই পাক-বধের পরিকল্পনা সাজাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরুর আগেই বিপত্তি! চেন্নাই আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে  ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান ডেঙ্গিতে আক্রান্ত। বিসিসিআই সূত্রে খবর, শুক্রবার ফের একবার শুভমানের ডেঙ্গি পরীক্ষা করা হবে। তিনি না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন ঈশান কিষান। বোর্ড সূত্রে খবর, চেন্নাই এসে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে গিল। ডেঙ্গি ধরা পড়েছে। শুক্রবার ফের পরীক্ষা হবে। তারপরই গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    রোহিতের সঙ্গে শুরুতে কে

    রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

    কবে খেলবেন গিল

    ভারতীয় শিবিরে আশঙ্কা, ডেঙ্গি আক্রান্ত গিল কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেক্ষেত্রে পুরো সুস্থ হতে গিলের ৭ থেকে ১০ দিন লাগবে। বোর্ড সূত্রে খবর, ‘‌গিলকে নিয়ে সিদ্ধান্ত দলের চিকিৎসকরা নেবেন।’‌ প্রসঙ্গত, গত এক বছরে গিল ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। সেক্ষেত্রে ১৪ অক্টোবর গুজরাটে পাকিস্তান ম্যাচের আগে গিলকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চলতি বছরের শুরুতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরম্যান্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। 

    আরও পড়ুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    স্টোইনিসের চোট

    এদিকে, চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই অজি অলরাউন্ডারও। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে স্টোইনিসের। ভারতের বিরুদ্ধে মোহালি ম্যাচে খেলার সময় স্টোইনিসের টান ধরে। তবে তা খুব গুরুতর নয় বলেই মনে করছে অজি শিবির। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: যেন টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল (ICC Test Championship Final)! আর সেই খেতাবি লড়াইয়ে আজ থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। একে অপরকে টক্কর দিতে আগামী পাঁচ দিন ওভালের বাইশ গজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাবে মেন ইন ব্লু বনাম ব্যাগি গ্রিনের মধ্যে। 

    দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC Test Championship Final) শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রথম বার। দুবছর আগে, উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। এবার সেই অধরা স্বপ্নকে সফল করার সামনে ফের একবার দাঁড়িয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ব্রিগেড। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াই। মাঠ হোক বা টিভি-র পর্দা কিংবা হোক স্মার্টফোনের স্ক্রিন— দুই হেভিওয়েটের মধ্যে এই লড়াই প্রত্যক্ষ করার সুযোগ পাবেন কোটি কোটি ক্রিকেট অনুরাগী।

    আরও পড়ুন: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    এক ঝলকে দেখে নিন, কীভাবে, কোথায় দেখতে পাবেন ম্যাচ

    কবে থেকে হচ্ছে ফাইনাল ম্যাচ?

    আজ, বুধবার, ৭ জুন থেকে হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC Test Championship Final) ম্যাচ। চলবে ১১ তারিখ পর্যন্ত। 

    ম্যাচে কি কোনও রিজার্ভ ডে রয়েছে?

    ফাইনাল ম্যাচে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে ১২ তারিখ পর্যন্ত হতে পারে ম্যাচ।

    কখন শুরু হবে ম্যাচ?

    ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু। স্থানীয় সময় সকাল ১০.৩০টা থেকে।

    কোথায়, কোন স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ?

    ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। খেলা হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। 

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে ম্যাচ?

    টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলার সরাসরি সম্প্রচার। 

    কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

    মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এই ম্যাচ সরাসরি স্ট্রিমিং হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    ICC Test Championship Final: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ। আজ থেকে ইংল্যান্ডের ওভাল গ্রাউন্ডে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC Test Championship Final) ম্যাচ। ২ বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে। এবার নেতৃত্বে রোহিত শর্মা। এবার ট্রফি নিয়ে মরিয়া ভারতীয় টিম। 

    রোহিতের আঙুলে চোট!

    তবে, ম্যাচের প্রাক্কালে বড় চিন্তার সম্মুখীন ভারতীয় দল। মঙ্গলবার শেষ প্র্যাকটিসে ব্যাট করার সময় হাতে চোট পেলেন স্বয়ং অধিনায়ক। নেটে ব্যাট করার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। তাঁকে দেখা যায় ফিজিওর তত্ত্বাবধানে। চোট নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। চোট কতটা গুরুতর তাও জানা যায়নি। তবে, রোহিত নিজে খেলার বিষয়ে আশাবাদী। 

    অতীতের ভুল থেকে শিক্ষা 

    অধিনায়ক হিসেবে দেশকে প্রথম আইসিসি ট্রফি  (ICC Test Championship Final) এনে দিতে মরিয়া রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই ভারতের নেতা জানিয়ে দিলেন ফাইনালে নামার জন্য মুখিয়ে আছে দল। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, গতবারের থেকে শিক্ষা নিয়েই কাল ওভালে নামবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ভুলগুলো যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর না হয় সেগুলো নিয়ে কোচ রাহুল দ্রাবিড় প্রায় পাঁচ মিনিটের একটা বক্তব্য রাখলেন দলের সদস্যদের কাছে।

    পিচ না মাঠ বোঝা দায়!

    তবে, রোহিতদের চিন্তায় ইংল্যান্ডের খামখেয়ালি আবহাওয়া ও ওভালের বাইশ গজ। মঙ্গলবার পর্যন্ত দেখা যায়, পিচ আর আউটফিল্ড মিলে মিশে একাকার। গোটা পিচ একদম সতেজ ঘাসে ভরপুর। পরিষ্কার পিচে বাউন্স থাকবে এবং পেসাররা সুবিধা করতে পারবেন। সোমবার সকালে অস্ট্রেলিয়া যখন অনুশীলনে নামে, তখন আকাশ মেঘলা ছিল। তবে ভারতীয় দল অনুশীলনে নামার সময় রোদের দেখা মেলে ওভালের মাটিতে। বেশ ফুরফুরে মেজাজে এদিন অনুশীলন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের।

    ঘাসে ঢাকা ওভালের বাইশ গজ

    প্রথম একাদশে দুই স্পিনার না এক?

    ঘাসে ঢাকা পিচ দেখে এখন প্রথম একাদশ নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত বলেন, পরিবেশের ওপর নির্ভর করবে দলের কম্বিনেশন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অশ্বিন খেলবে না সেটা বলছি না। কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নেব। তবে, আগামিকাল হয়ত পিচ থেকে কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে।  তাতে অবশ্য ইংল্যান্ডের পরিবেশে পিচের চরিত্রে খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। প্র্যাকটিস পিচে বেশ বাউন্স রয়েছে। ফলে, মূল পিচেের চরিত্রও যে প্রায় সমান হবে, তা ধরে নেওয়া যায়। ভারতীয় দল সূত্রে খবর, বুধবার চূড়ান্ত পিচ ইন্সপেকশনের পরই চূড়ান্ত একাদশ স্থির করা হবে। 

    চিন্তায় মিচেল স্টার্ক

    ফাইনালে (ICC Test Championship Final) ভারতীয়দের আরেকটা চিন্তার কারণ মিচেল স্টার্ক। ঘাসে ঢাকা পিচে এই অজি ফাস্ট বোলার কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। তার ওপর, স্টার্কের আরেকটা অ্যাডভান্টেজ তিনি বাঁহাতি বোলার। অন্যদিকে, অধিকাংশ ভারতীয় ব্যাটার ডান-হাতি। ফলে, স্টার্ক বরাবরই ডানহাতি ব্যাটারদের জন্য ভয়ঙ্কর। জানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাঁহাতি জোরে বোলার বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওভার দ্য উইকেট থেকে বলগুলো ক্রস আসে ডানহাতি ব্যাটারদের কাছে। ফলে, ইনসুইং করলে লেগ বিফোরের আশঙ্কা, আর আউট সুইয়ে স্লিপে ক্যাচ। ভারতীয় দল বিলক্ষণ জানে এই বিষয়টা। যে কারণে, নেটে বাঁহাতি উনাদকাট সহ স্থানীয় বাঁহাতি জোরে বোলারদের ডেকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন সারেন ভারতীয় ব্যাটাররা।

    আরও পড়ুন: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    পজিটিভ ক্রিকেটে বিশ্বাস

    তবে, বিপক্ষকে সমীহ করলেও, বাড়তি চাপ নিতে নারাজ টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত পরিস্কার করে দিয়েছেন, আক্রমণাত্মক এবং পজিটিভ ক্রিকেট খেলতে চান তাঁরা। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া অবশ্যই চ্যাম্পিয়ন দল। কিন্তু ভারত তাদের সম্মান করলেও ভয় পেতে নারাজ। রোহিত মনে করিয়ে দিয়েছেন ফাস্ট বলেই যদি মাপকাঠি হয় তাহলে খেলা ঘুরিয়ে দেওয়ার মতো বোলার ভারতের হাতেও আছে। 

    ১০ বছরের খরা কাটবে কি?

    সেই ২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাও ছিল এই ইংল্যান্ডের মাটিতে। তারপর আর কোনও আইসিসি আয়োজিত ট্রফি  (ICC Test Championship Final) জেতেনি ভারত। ১০ বছর পর ফের সুযোগ রোহিত শর্মাদের সামনে। তবে, পরিসংখ্যান ও ইতিহাস নিয়ে এখন ভাবতে নারাজ মেন ইন ব্লু-রা। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, আইসিসি ট্রফি জেতা নিয়ে চাপ নেই। জিতলে অবশ্যই ভালো লাগবে। আইসিসির টুর্নামেন্ট জেতা নিশ্চয়ই দারুণ ব্যাপার। তবে, দু’বছর ধরে সেরা ক্রিকেট খেলেই এখানে আসতে পেরেছে দল। সেটাও ইতিবাচক দিক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    ICC Test Championship Final: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে মাত্র একটা দিন। বুধবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final) নামছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবার কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতেই খেতাবি লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মা ও প্যাট কামিন্স বাহিনী। বুধবার থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের মাঠে জোর কদমে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া।

    স্লিপ ক্যাচিংকে বাড়তি গুরুত্ব

    বিগত কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছিলেন রোহিত, কোহলিরা। তবে তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। রবিবার থেকে ফাইনালের (ICC Test Championship Final) ভেন্যুতেই অনুশীলন করেন রোহিতরা। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা বেশ খানিকক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন। ইংল্যান্ডের পরিবেশে স্লিপ ক্যাচিং গুরুত্ব ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখেই রাহানে, কোহলি, পূজারা, শুভমন-রা বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করেন।

    অজি পেস ব্যাটারির জন্য বিশেষ প্রস্তুতি

    ২ বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবারের ফাইনালে (ICC Test Championship Final) গতবারের ব্যর্থতা ঢাকতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা। অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যাটিং অনুশীলনও করে ভারতীয় টিম। অস্ট্রেলিয়ার দল থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। কিন্তু, প্যাট কামিন্স থেকে শুরু করে মিচেল স্টার্ক সমৃদ্ধ অজি পেস অ্যাটাক সমীহ জাগানো। স্টার্কের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে ভারত। বাঁহাতি নেট বোলারদের নিয়ে ক্রমাগত ব্যাটিং অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা।

    ঈশানের চোট নিয়ে চিন্তায় রোহিতরা

    এদিকে, মহারণের (ICC Test Championship Final) আগে দলের প্রধান উইকেটরক্ষক ঈশান কিশানের চোট নিয়ে চিন্তা বাড়ছে রোহিতদের। ওভালে অনুশীলন করার সময় বাঁ হাতে চোট পান এই বাঁহাতি ব্যাটার। প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর। তবে ইশান কিশানের চোট গুরুতর নয় বলেই সূত্রের খবর। তবে ভারতীয় দল এখনও কিছু না জানানোয় ইশান কিশানের চোটের পরিস্থিতি নিয়ে কিছু জানা যায়নি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছিটকে যান দলের মূল কিপার ঋষভ পন্থ। বর্তমানে তিনি রিহ্যাবে। তিনি না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দলে নেওয়া হয়েছে ইশান কিশান ও কেএস ভরতকে।

    নতুন জার্সিতে নামবে ভারতীয় দল

    অ্যাডিডাস সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final) টিম ইন্ডিয়া প্রথমবার অ্যাডিডাসের জার্সিতে খেলবে। এই বিশেষ ম্যাচের জন্য একটি বিশেষ জার্সি লঞ্চ করা হয়েছে। নতুন জার্সি পরে খেলতে দেখা যাবে রোহিত-বিরাটদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে গোটা টিমের ফোটো সেশনের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। বিসিসিআই এর শেয়ার করা ছবিতে ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়দের নতুন জার্সিতে দেখা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

    শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    সিরাজের সেরা স্পেল

    চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

    অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা হোক বা নিউজিল্যান্ড শুভমনের ব্যাট কথা বলেই যাচ্ছে। তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, হায়দ্রাবাদে সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল (Shubman Gill)। গত ম্যাচে ১১৬ রান করেছিলেন ভারতের তরুণ ওপেনার। বুধবার হায়দরাবাদে করলেন ২০৮ রান। ভাঙলেন বহু রেকর্ড।

    কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান

    বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) দ্বিশতরান হাঁকালেন ভারতীয় তরুণ গিল। গত মাসেই ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল। পঞ্চম ভারতীয় হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে দ্বিশতরান করার কৃতিত্ব গড়েলন শুভমন। এর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা ও শুভমন গিল ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন।

    দ্রুততম হাজার রানের মালিক

    এদিন ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানের মালিক হলেন গিল। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    দেশের মধ্যে দ্রুততম হাজার রানের অধিকারী হলেও অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।

     কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিল ভারত। তবে ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন রোহিত। বড় রান পাননি বিরাট কোহলি (৮), ঈশান কিষাণ (৫), সূর্যকুমার যাদব (৩১)-রা। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিকও। তবু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ছিলেন শুভমন। মারার বল মেরেছেন। ছাড়ার বল ছেড়েছেন। দু’বার সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ নিতে ব্যর্থ কিউইরা। শুভমনের ডাবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিল রোহিতের ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

LinkedIn
Share