Tag: Sidhu Moosewala

Sidhu Moosewala

  • Anmol Bishnoi: আনমোল বিষ্ণোইকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু মুম্বই পুলিশের

    Anmol Bishnoi: আনমোল বিষ্ণোইকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু মুম্বই পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম উঠে আসে বিষ্ণোই গ্যাংয়ের। তদন্তে উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোলের (Anmol Bishnoi) নাম। আনমোল হলেন বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম মাথা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে খবর। বলিউড অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় আনমোল বিষ্ণোইকে মার্কিন দেশ থেকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

    জারি গ্রেফতারি পরোয়ানা

    মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট আনমোল বিষ্ণোইয়ের (Anmol Bishnoi) গ্রেফতারির জন্য একটি জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আনমোলকে গ্রেফতার করার জন্য বেশ কিছু আদালতের নথি প্রয়োজন। এরপরে সেই সমস্ত নথি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই ছাড়াও আর এক গ্যাংস্টারের নাম উঠে এসেছে। তিনি গোল্ডি ব্রার।

    আনমোলের (Anmol Bishnoi) মাথার দাম ১০ লাখ

    প্রসঙ্গত, আনমোল যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে, এর আগে মুম্বই পুলিশ মনে করছিল, তিনি কানাডায় রয়েছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ গতমাসেই তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় আনমোল বিষ্ণোইয়ের নাম যুক্ত করেছে। তাঁকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে এনআইএ।

    ২০২২ সালে বিষ্ণোই গ্যাং খুন করে পাঞ্জাবি গায়ককে

    ২০২২ সালে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরেই ব্যাপক খবরের শিরোনামে আসে বিষ্ণোই গ্যাং। এরপরে চলতি বছরে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। ১৯৯৮ সালে কৃষ্ণসায়র হরিণ শিকার করেছিলেন সলমন খান। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। সম্প্রতি, এই ঘটনার কারণে সলমান খানকে লাগাতার হুমকি দিতে থাকেন লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)।

    গতমাসেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে

    গত অক্টোবর মাসে সলমন খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। এই ঘটনায় ফের উঠে আসে বিষ্ণোই গ্যাংয়ের নাম। ২০২২ সালে দিল্লি এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য তহবিল সংগ্রহ ও যুবকদের নিয়োগ করার ষড়যন্ত্রে বারবার উঠে আসে লরেন্স বিষ্ণোই ও আনমোল বিষ্ণোইয়ের নাম।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sidhu Moosewala: জেলের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ! মৃত্যু হল মুসেওয়ালা খুনে ধৃত ২ দুষ্কৃতীর, আহত ১

    Sidhu Moosewala: জেলের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ! মৃত্যু হল মুসেওয়ালা খুনে ধৃত ২ দুষ্কৃতীর, আহত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলের মধ্যেই হাতাহাতি করে মৃত্যু হল সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনে দুই অভিযুক্তের। পাঞ্জাবের গোইন্দওয়াল সেন্ট্রাল জেলে বন্দি ছিল সিধু মুসেওয়ালা হত্যা মামলার অভিযুক্তরা। আজ, রবিবার হঠাৎ বিকেলে জেলের ভেতরে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিন অভিযুক্ত। সংঘর্ষে দুই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মনদীপ সিং ওরফে তুফান। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে অপর অভিযুক্ত মনমোহন সিংয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরেক অভিযুক্ত কেশব। প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ মে গুলিবিদ্ধ হন পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা।

    ঠিক কী ঘটেছে?

    সূত্রের খবর, পাঞ্জাবের তারন তারান জেলার গোইন্দওয়াল সাহেব সেন্ট্রাল জেলের ভিতরে হঠাৎই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে। জেলের রক্ষীরা থামাতে যাওয়ার আগেই আঘাত পেয়ে মৃত্যু হয় দুরান মনদীপ সিং ওরফে তুফানের। গত বছর ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তারপর থেকেই জেল হেফাজতে রাখা হয়েছিল মনদীপকে। এই সংঘর্ষে অপর অভিযুক্ত মনমোহন সিং গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মনমোহনকে মৃত বলে ঘোষণা করেন। গত বছর জুন মাসে তাকে গ্রেফতার করা হয়। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মনমোহনের। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়ে মুসেওয়ালার (Sidhu Moosewala) গতিবিধির উপর নজর রাখত সে। এই অভিযোগেই গ্রেফতার হয়েছিল মনমোহন। আবার এই ঘটনায় গুরুতর আহত কেশবকে অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। যেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, কেশবের মাথায় গুরুতর চোট রয়েছে।

    মুসেওয়ালার মৃত্যু

    মুসেওয়ালা (Sidhu Moosewala) গত বছর কংগ্রেসের টিকিটে পাঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পাঞ্জাবের মানসা জেলায় গতবছর ২৯ মে হামলাকারীদের গুলিতে মারা যান তিনি। গ্যাংওয়ারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাজতে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুসেওয়ালা খুনের অপরাধের মূলচক্রী হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১৮৫০ পাতার চার্জশিটে ৩৬ জনের নাম রয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে নেমে পুলিশ দাবি করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-র দলের সদস্য গোল্ডি ব্রার সিধুর হাত। চলতি বছরে গোল্ডি ব্রারকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

    প্রশ্নের মুখে আপ সরকার

    জেলের মধ্যেই কী করে এহেন প্রাণঘাতী হামলায় জড়িয়ে পড়ল বন্দিরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়েছে আম আদমি পার্টি বা আপ পরিচালিত পাঞ্জাবের ভগবন্ত মানের সরকার। জেলের মধ্যে কী ভাবে গ্যাংওয়ারে জড়িয়ে পড়ল মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনে তিন অভিযুক্ত? এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে জেলের সিসিটিভি ফুটেজ। ঘটনার নেপথ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sidhu Moosewala: ক্যালিফোর্নিয়া থেকে ধৃত সিধু মুসেওয়ালা হত্যার মূল চক্রী গোল্ডি ব্রার

    Sidhu Moosewala: ক্যালিফোর্নিয়া থেকে ধৃত সিধু মুসেওয়ালা হত্যার মূল চক্রী গোল্ডি ব্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যার মূল চক্রীকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এনআইএ সূত্রে খবর, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পঞ্জাব পুলিশের কাছে গোল্ডির আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। কিছুদিন আগে মুসেওয়ালার বাবা এই গোল্ডির মাথার দাম ২ কোটি টাকা ঘোষণা করেন।  
     
    জানা গিয়েছে, গোল্ডিকে খুব তাড়াতাড়ি ভারতে আনা হবে। মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনের দায় স্বীকার করেছিলেন গোল্ডি। আর তারপর থেকেই তাঁকে ধরতে তৎপর হয়ে ওঠে পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। সূ্ত্রের খবর, ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের থেকে পাওয়া খবরের সূত্র ধরেই অবশেষে জালে গোল্ডি। 

    কীভাবে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল গ্যাংস্টার?  

    গত ছয় মাস ধরে এই কুখ্যাত গ্যাংস্টারের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রারার সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যাকাণ্ডের পরই কানাডা থেকে আমেরিকায় পালিয়ে যান বলে সূত্রের খবর। গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতেই গা ঢাকা দিয়েছিলেন বলে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে খবর আসে। সেই মতোই ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় শুরু হয় তদন্ত। যদিও এখনও সরকারি তরফে গোল্ডির ধরা পড়ার কোনও খবর এখনও জানানো হয়নি।

    ২৮ বছর বয়সী গোল্ডির নামে আগে থেকেই রয়েছে একাধিক অভিযোগ। ২০১৭ সাল থেকে তিনি কানাডায় থাকেন। পড়ুয়া হিসেবে ভারত থেকে বিদেশে পাড়ি দেন তিনি। তবে পরবর্তীতে একাধিক হত্যা ও অপরাধের ঘচনার সঙ্গে তাঁর নাম জড়ায়। বেআইনি ভাবে অস্ত্র পাচার চক্রের সঙ্গেও জড়িত তিনি। মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যাকাণ্ডে মূল চক্রী হিসেবে তাঁর নাম সামনে  আসে। এই হত্যাকাণ্ডের দায় নিজেই স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন গোল্ডি।

    আরও পড়ুন: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় খুন করা হয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) । দুই বন্ধুর সঙ্গে জিপে চেপে মানসা জেলায় নিজের গ্রামে ফিরছিলেন মুসেওয়ালা। অভিযোগ সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরে গ্যাংস্টাররা। গুলিতে গুলিতে ঝাঁঝড়া হয়ে যান মুসেওয়ালা। এরপরেই এই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম সামনে আসে। তদন্তে নেমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • NIA Raids: গ্যাংস্টারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, দিল্লি-সহ দেশের ৫০টি জায়গায় তল্লাশি এনআইএ-র

    NIA Raids: গ্যাংস্টারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, দিল্লি-সহ দেশের ৫০টি জায়গায় তল্লাশি এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে এবারে গ্যাংস্টারদের বিরুদ্ধে বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দেশের গ্যাংস্টারদের দৌরাত্ম্য থামাতে এবারে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্যাংস্টারদের ধরতে আজ সকাল থেকেই দিল্লি সহ পুরো উত্তর ভারত জুড়ে অভিযান শুরু করেছে এনআইএ। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার হত্যার কয়েক মাস পর থেকেই  জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) উত্তর ভারত জুড়ে প্রায় ৫০ টি স্থানে অভিযান চালিয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি সহ একাধিক রাজ্যের গ্যাংস্টারদের ধরতেই এই পদক্ষেপ। তবে শুধু ভারতই নয়, বিদেশ থেকেও যেসমস্ত গ্যাংস্টাররা নিজেদের কার্যকলাপ চালায় এদেশে, তাদের বিরুদ্ধেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি যারা সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে জড়িত রয়েছে, যেমন- কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং জগ্গু ভগবানপুরিয়া, এদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হবে।

    আরও পড়ুন: ভারত-পাক সীমান্তে সিধু মুসেওয়ালার গান বাজাল পাকিস্তানি সেনা, নেচে উঠলেন ভারতীয় জওয়ানরা

    আরও জানা গিয়েছে দেশের কিছু গ্যাংস্টাররা সন্ত্রাসী মামলা ও সন্ত্রাসীদের সঙ্গেও জড়িত রয়েছে। এদের মধ্যে রয়েছে লরেন্স বিষ্ণোই। সম্প্রতি পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনের মূল ষড়যন্ত্রী হিসাবে উঠে এসেছে এর নাম। লরেন্সকে রাজস্থান থেকে গ্রেফতারও করেছে পুলিশ। তারপর দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। কিন্তু জানা গিয়েছে জেলের ভিতর থেকেও পরিচালিত হচ্ছে বিভিন্ন দুষ্কর্ম।

    সিধু মুসেওয়ালার হত্যার পর থেকেই সন্ত্রাসবাদী এবং পাঞ্জাব-ভিত্তিক গ্যাংস্টারদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নজরে এসেছিল। ফলে এই গ্যাংস্টারদের ধরতেই আজ অভিযান চালিয়েছে এনআইএ। এনআইএ-এর কর্মকর্তাকরা জানিয়েছেন, রাজ্য-ভিত্তিক গ্যাংস্টারদের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্পর্কে কেন্দ্র গত দুই মাসে পাঞ্জাব পুলিশকে একাধিক সতর্কতা পাঠিয়েছিল।

    উল্লেখ্য, গত ২৯শে জুন পাঞ্জাবের মানসা জেলার মুসার গ্রামের কাছে গুলি করে হত্যা করা হয় গায়ককে। আর তাঁর মৃত্যুর পরেই গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টে স্বীকার করেছিলেন যে তিনি অন্য গ্যাংস্টারের হত্যার প্রতিশোধ নিতে এটি পরিকল্পনা করেছিলেন। আর গোল্ডি ব্রার হলেন লরেন্স বিষ্ণইয়ের ঘনিষ্ঠ সহযোগী। ফলে এই গোল্ডি ব্রার সহ অন্যান্য গ্যাংস্টার ধরতে মরিয়া এনআইএ।

  • Sidhu Moosewala Murder: মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নিয়ে উল্লাস খুনিদের,  প্রকাশ্যে ভিডিও

    Sidhu Moosewala Murder: মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নিয়ে উল্লাস খুনিদের, প্রকাশ্যে ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের গত মে মাসে বিখ্যাত পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) পরিকল্পনা করে খুন করায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এবার এই খুনের ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। প্রকাশ্যে আসা এক ভিডিওয় দেখা যাচ্ছে, সিধু মুসেওয়ালাকে খুনের পর গাড়িতে চেপে উল্লাস করছে খুনিরা। গাড়িতে বাজছে জনপ্রিয় গান। আর সেই গানের তালে তালে নিজেদের হাতে থাকা বন্দুক ঘোরাচ্ছে খুনিরা।

    [tw]


    [/tw]

    এই খুনে মূল অভিযুক্ত হিসেবে প্রথমের নাম উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ও গোল্ডি ব্রারের। কিন্তু এরপরেই রবিবার এই খুনে অভিযুক্ত অঙ্কিত শীর্ষ এবং শচীন ভিওয়ানিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, গ্রেফতার অঙ্কিত খুনিদের মধ্যে কনিষ্ঠতম ছিল ও ঘটনার দিন সে গায়কের সব থেকে কাছে গিয়ে তাকে লক্ষ্য করে পরপর ছয়টি গুলি চালায়। এও জানা গিয়েছে যে অঙ্কিত লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সদস্যও ছিল। ঘটনার দিন পাঞ্জাবি গায়ক সিধুকে এরাই নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল।

    আরও পড়ুন: খালিস্থান-বন্দুক-সহিংসতাকে সমর্থন, স্বল্প দৈর্ঘ্যের জীবনে বিতর্ক যেন মুড়ে রেখেছিল সিধু মুসেওয়ালাকে

    পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটি অঙ্কিতের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। বর্তমানে যদিও মুছে ফেলা হয়েছে সেই ভিডিও। তবে এখন সেই ভিডিও পুলিশের হাতে। আর তা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সিধু মুসেওয়ালার অনুগামীরা।

    এই ভিডিওতে দেখা যায়, গাড়ির পিছনের দিকে নীল জামা পরে হাসিমুখে দু হাতে বন্দুক তুলে দেখাচ্ছে প্রিয়ব্রত ফৌজি (Priyabrata Fouzi)। আর সামনের দিকে শচিন ভিওয়ানি (Sachin Bhiwani), অঙ্কিত সিরসা (Ankit Sirsa) বসে। তাছাড়া দীপক মুণ্ডি (Deepak Mundi) নামে আরও এক খুনিকেও দেখা যাচ্ছে উল্লাস প্রকাশ করতে। 

    এর আগেই দিল্লি পুলিশের বিশেষ সেল গুজরাটের কচ্ছ থেকে এই খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি পিস্তল, ৮টি গ্রেনেড, ৯টি  ইলেকট্রিক ডেটোনেটর। পুলিশ সূত্রে খবর, এই খুনের মাস্টারমাইন্ড (Mastermind)  যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ছিলেন তা সে নিজেই স্বীকার করেছে। মঙ্গলবার অর্থাৎ ৫ জুলাই ফৌজি সহ বাকি তিন অভিযুক্তকে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ক্ষোভের চাপ! ভিভিআইপিদের নিরাপত্তা ফেরাল পাঞ্জাবের আপ সরকার

  • Sidhu Moosewala Murder: পাঞ্জাবে ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের মাশুলই কি দিতে হল সিধু মুসেওয়ালাকে?

    Sidhu Moosewala Murder: পাঞ্জাবে ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের মাশুলই কি দিতে হল সিধু মুসেওয়ালাকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে পাঞ্জাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (Shot Dead) কংগ্রেস নেতা তথা জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala)। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মানসা জেলায়। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি পাঞ্জাব সরকার ভিআইপি সংস্কৃতি তুলতে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে। সিধু মুসেওয়ালাও ছিলেন তাঁদের মধ্যে একজন। নিরাপত্তা প্রত্যাহারের একদিনের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মুসেওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।

    আসল নাম শুভদীপ সিং সিধু। গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে তাঁর ভক্তরা চেনেন সিধু মুসেওয়ালা নামে। এর আগে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। তাঁর বিরুদ্ধে হিংসাকে সমর্থন করার অভিযোগ ছিল। নিজের গান ‘সঞ্জু’তে তিনি হিংসার হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ ছিল। মৃত্যুর সময় বয়স হয়েছিল ২৮ বছর। 

    গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। আম আদমি প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন। আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি নিজের গানে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেন। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসাই এই খুনের মূল কারণ। 

    আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

    তরুণ গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক মহল।  

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মান একটি ট্যুইটে লিখেছেন, “সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় আমি দুঃখিত এবং হতবাক। দোষীদের রেয়াত করা হবে না। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।”

    [tw]


    [/tw]

    প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্যুইটে শোকপ্রকাশ করেছেন এবং পাঞ্জাবে আইনশৃঙ্খলা নেই বলে বর্তমান সরকারের দিকে আক্রমণ শানিয়েছেন।

    [tw]


    [/tw]

    কংগ্রেসের তরফ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। 

    [tw]


    [/tw]

    শোকপ্রকাশ করেছেন আকালি দলের নেতা সুখবিন্দর সিং বাদল। তিনিও ঘটনার জন্যে পাঞ্জাবে আইনের অবনতিকেই দায়ী করেছেন।

    [tw]


    [/tw]

    শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, “পাঞ্জাবে গায়ক খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সাথে কথা বলেছি। দোষীদের কঠিন থেকে কঠিনতর স্বাস্থি দেওয়া হবে। সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি।” 

    [tw]


    [/tw]

     

     

  • Sidhu Moosewala Murder: সিধু মুসেওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ, কে কী বললেন?

    Sidhu Moosewala Murder: সিধু মুসেওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ, কে কী বললেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে মাত্র ২৮ বছর বয়সে খুন হয়েছেন পাঞ্জাবের গায়ক-নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। আসল নাম শুভদীপ সিংহ সিধু। পাঞ্জাবের মানসা জেলার মুসেওয়ালা গ্রামে জন্ম ১৯৯৩ সালে। গ্রামের নামই পদবী হিসেবে ব্যবহার করতেন তিনি।

    মূলত গ্যাংস্টার র‍্যাপ গাইতেন। কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রার তাঁর খুনের দায় স্বীকার করে নিয়েছে। অভিযোগ, গোল্ডির এক সহকারীর খুনে যুক্ত ছিল মুসেওয়ালার ম্যানেজার। প্রতিহিংসা থেকেই খুন বলে মনে করা হচ্ছে। সম্ভবনাময় এই তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন  কপিল শর্মা, রনবিজয় সিং, বিশাল দাদলানি, সোনাল চৌহান। 

    কপিল শর্মা লিখেছেন, “খুব দুঃখজনক ঘটনা। খুব ভালো শিল্পী এবং মানুষ। ইশ্বর তাঁর পরিবারককে শক্তি দিন।”

    [tw]


    [/tw]

    রনবিজয় সিং লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না।”

    [tw]


    [/tw]

    সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন, “মুসেওয়ালা কয়েকজন ভালো আধুনিক শিল্পীর মধ্যে প্রথম সারিতে ছিলেন। তাঁর গান, কন্ঠ, লেখা কোনওদিন ভুলব না।” 

    [tw]


    [/tw]

    সোনাল চৌহান লিখেছেন, “এটা কী সত্যি? কী হচ্ছে এসব?”  

    [tw]


    [/tw]

    এছাড়াও শোকপ্রকাশ করেছেন নিমরত কৌর, ভিকি কৌশল, রিচা চাড্ডা, আরমান মালিক, মিকা সিং, শেহনাজ গিল সহ অনেকে। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

LinkedIn
Share