Tag: Sikkim Tourism

Sikkim Tourism

  • Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল যাত্রার আবহেই বড়সড় বিপত্তি সিকিমে (Sikkim News)। সোমবারই প্রবল দুর্যোগের জেরে পার্বত্য এই রাজ্যে ভয়াবহ ধস নেমেছে বলে খবর। এই ধসে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন অজস্র পর্যটক।

    প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে

    যদিও ভয়াবহ ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সিকিম সরকার (Sikkim News)। কিন্তু এরই মাঝে জানা গিয়েছে, সেখানকার প্রশাসনের উদ্যোগী হয়েছে যাতে ধসের মাঝেই ঝুঁকি নিয়ে কোনও গাড়ি যাতায়াত না করতে পারে। একদিকে প্রতিকূল আবহাওয়া, তারপরে ধস। এতে পর্যটকরা খুবই বিপাকে পড়েছেন বলে খবর। ইতিমধ্যে সমাজমাধ্যমের সৌজন্যে লাচুং এর ধসের ছবি সামনে এসেছে। ওই ছবিতে দেখা গিয়েছে প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে।

    বেহাল ১০ নং জাতীয় সড়ক

    সিকিমের এমন অবস্থায় ১০ নং জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। অনির্দিষ্টকালের জন্যই তা বন্ধ করে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। রবিবারে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দোল উৎসবকে সামনে রেখে প্রচুর পর্যটক পাহাড়ে ভিড় জমিয়েছেন বলে খবর। এনারা প্রত্যেকেই আটকে পড়েছেন। প্রসঙ্গত, ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির বালাসন সেতু থেকে গ্যাংটক (Sikkim News) পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    সিকিমে ধস নতুন কিছু নয়

    তবে বৃষ্টি হলেই সিকিমে ধস নামার ঘটনা নতুন কিছু নয়, গত বছরেও অক্টোবর মাসে মেঘভাঙা (Sikkim News) বৃষ্টির জেরে এমন ধসের ঘটনা সামনে এসেছিল। সিকিমের যে সমস্ত স্থানগুলি পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত, তার মধ্যে লাচুং অন্যতম। অক্টোবর মাসে সিকিমে যখন ধস নামে, তখন বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের কোনওরকম নির্দেশিকা দেয়নি সিকিম সরকার।

    আরও পড়ুন:’নিজের মনে করেই সকলে আবির মাখাচ্ছে’, দোলে জনসংযোগ করে বললেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim Tourism: পর্যটকদের জন্য সুখবর, নিরাপদ এখন সিকিম, খুলে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক

    Sikkim Tourism: পর্যটকদের জন্য সুখবর, নিরাপদ এখন সিকিম, খুলে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় দিনের আগেই পর্যটকদের জন্য সুখবর। চালু হয়ে গেল সিকিমের জাতীয় সড়ক। ১০ নম্বর জাতীয় সড়ক মেরমতির পর এবার স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম যেতে আর কোনও বাধা নেই। সিকিমের পর্যটন (Sikkim Tourism) ব্যবসায়ীরা এবার আশার আলো দেখছেন।

    সিকিম প্রশাসনের বক্তব্য (Sikkim Tourism)

    সিকিম রাজ্যের তরফ থেকে একটি বিজ্ঞাপন জারি করে জানানা হয়েছে যে ১০ নম্বর জাতীয় সড়ক চালু করা হয়েছে। এবার খুব সহজেই সিকিমে যাওয়া যাবে। সেই সঙ্গে ১০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত বাকি রাস্তাগুলিও সারাই করা হয়েছে। পর্যটক (Sikkim Tourism) এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই রাস্তা দ্রুত মেরামত করা হয়েছে। সিকিম এখন পুরোপুরি নিরাপদ। এই শীতে পর্যটনের জন্য  বেশ উপযুক্ত। 

    সিকিমের পর্যটন দফতরের সচিব বন্দনা ছেত্রি বলেন, “সোমবার থেকেই পর্যটনের জন্য সিমিক প্রবেশের জন্য সড়ক পথ খুলে দেওয়া হয়েছে। সিকিমে বেড়াতে এলে আর কোনও সমস্যা থাকবে না। তবে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় যেতে নিষেধ আজ্ঞা রয়েছে।”

    ভ্রমণ নিরাপদ

    সিকিম সরকারের পক্ষ থেকে উত্তর সিকিমের কিছু কিছু এলাকা এখনও বিপর্যয়ের মুখে রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ওই অংশ ছাড়া বাকি অংশগুলিতে যাওয়ার জন্য অত্যন্ত নিরাপদ। ফলে শীতের আগেই পর্যটকদের (Sikkim Tourism) টানতে এই বিপর্যয়কে অতিক্রম করতে সিকিম সরকার বিশেষ উদ্যোগী হয়েছেন। গ্যাংটক, নামচি, সোরেং, গেজিং, পাকিয়ং ইত্যাদি এলাকা এখন সম্পূর্ণ ভাবে নিরাপদ। তাই শীতের মরসুমে বেড়াতে যাওয়াতে কোনও অসুবিধা নেই বলে জানা গিয়েছে।

    হড়পা বানে বিপর্যস্ত ছিল সিকিম

    দুর্গাপুজোর আগে অক্টোবর মাসের প্রথমের দিকে মেঘভাঙা বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে গিয়েছিল। তিস্তার জলের স্রোতে ভেঙে পড়েছিল ১০ নম্বর জাতীয় সড়ক। বাড়িঘর, গাছপালা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর প্রভাব পড়েছিল তিস্তা নদীর পাড় সংলগ্ন জলপাইগুড়ির এলাকায়। বিপর্যয় মোকাবেলায় উদ্ধার কাজে তৎপর হয়েছিল সুরক্ষা বাহিনী। আটকে পড়েছিলেন প্রচুর পর্যটক (Sikkim Tourism)। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল বিশেষ অনুদান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share