Tag: SLS rocket

SLS rocket

  • Artemis 1 Mission: দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ! নাসার আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ পিছিয়ে অক্টোবরে?

    Artemis 1 Mission: দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ! নাসার আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ পিছিয়ে অক্টোবরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত নাসার (NASA) দ্বিতীয়বারের চেষ্টাও বিফলে গেল। নাসা থেকে জানানো হয়েছে, এই মাসে হয়তো আর্টেমিস ১ মিশনের (Artemis 1 Mission) প্রথম ধাপ অতিক্রম করা সফল হবে না।

    গত সোমবার অর্থাৎ ২৯ অগাস্ট পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল নাসার রকেটের। কিন্তু সেদিন আর উৎক্ষেপণ করা হয়নি। কারণ উৎক্ষেপণের ঠিক আগের মুহূর্তে রকেটের ইঞ্জিনে কিছু যান্ত্রিক গোলোযোগ দেখা যায়। এরপর দ্বিতীয়বারের জন্য নাসার তরফে পরিকল্পনা করা হয়েছিল যে ৩ সেপ্টেম্বর নাসার স্পেস লঞ্চ সিস্টেম(SLS Rocket) রকেট চাঁদে পাঠানো হবে। কিন্তু সেটিও আর হয়ে উঠল না।

    গত শনিবার কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক ২ ঘণ্টা ২৮ মিনিট আগে এই মিশনটি স্থগিত করা হয়। ঠিক ছিল ৩ সেপ্টেম্বর ফ্লোরিডার সময় অনুযায়ী, বেলা ২টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হবে রকেটটি। কিন্তু উৎক্ষেপণের আগে ইঞ্জিনে জ্বালানী লিকেজের সমস্যার ফলে রকেটটিকে ফের ভেহকেল অ্যাসেম্বলি বিল্ডিং (Vehicle Assembly building)-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই নাসা সংবাদমাধ্যমে জানিয়েছে, রকেটটিকে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯ বি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আরও জানানো হয়েছে, সেপ্টেম্বরের প্রথমের দিকে রকেটটিকে লঞ্চ করা একেবারেই সম্ভব নয়।

    আরও পড়ুন: আশায় বুক বাঁধছে নাসা! ‘আর্টেমিস ১’ মিশন উৎক্ষেপণের নতুন দিন ৩ সেপ্টেম্বর

    নাসার বিজ্ঞানীরা শনিবার এসএলএস রকেট উৎক্ষেপণের আগে তরল হাইড্রোজেন পূরণ এবং নিষ্কাশন করতে ব্যবহৃত 8-ইঞ্চি লাইনের চারপাশে গ্রাউন্ড সাইড এবং রকেট সাইড প্লেটের মধ্যে একটি গর্তে ফুটো দেখতে পায়, যার ফলে সেদিন এই মিশন স্থগিত করা হয়। নাসা অনুসারে, তাদের টিম সমস্যাগুলো সমাধান করার জন্য তিনবার চেষ্টা করেছিল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, এসএলএস রকেটের মূল পর্যায়ে দুটি ট্যাঙ্ক রয়েছে, একটি ৫৩৮৬০৬ গ্যালন তরল হাইড্রোজেন এবং অন্যটি ১৯৬০০০ গ্যালন তরল অক্সিজেন সংরক্ষণের জন্য।

    পরবর্তী লঞ্চের জন্য নাসা থেকে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বরের আগে উৎক্ষেপণ করা কিছুতেই সম্ভব নয়। তবে রকেট লঞ্চ অক্টোবর মাস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ১৪ বার লঞ্চ করার সুযোগ রয়েছে, আবার ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ১১ বার সুযোগ রয়েছে আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ করার।

  • Artemis 1 Mission: ‘নাসা’-র তৈরি রকেটে যান্ত্রিক গোলযোগ! শেষ মুহূর্তে স্থগিত আর্টেমিস ১ উৎক্ষেপণ

    Artemis 1 Mission: ‘নাসা’-র তৈরি রকেটে যান্ত্রিক গোলযোগ! শেষ মুহূর্তে স্থগিত আর্টেমিস ১ উৎক্ষেপণ

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হল আর্টেমিস-১ মিশনের (Artemis 1 Mission) চন্দ্রযান যাত্রা। সোমবার অর্থাৎ গতকালই এক ঐতিহাসিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল। ঠিক ছিল গতকাল ভারতীয় সময়ের সন্ধ্যে ৬টা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এসএলএস রকেটটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে। কিন্তু রকেট উৎক্ষেপণের ঠিক ৪০ মিনিট আগে হঠাৎ রকেটের প্রধান চারটি ইঞ্জিনের মধ্যে একটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে নাসার ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ মিশন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

    সূত্রের খবর অনুযায়ী, নাসার তরফে জানানো হয়েছে, ৩০ অগাস্ট একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে. যেখানে ঘোষণা করা হবে যে এরপর কবে রকেট উৎক্ষেপণের দিন নির্ধারণ করা হবে। তবে জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২ সেপ্টেম্বর, শুক্রবার  ফের রকেট উৎক্ষেপণের পরবর্তী দিন ঠিক করা হবে। আপাতত চন্দ্রযান লঞ্চ প্যাডের জায়গাতেই থাকবে।

    আরও পড়ুন: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

    ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেটাই খতিয়ে দেখছেন নাসার ইঞ্জিনিয়ারদের দল। তারপরেই জানা যায়, রকেটের চারটি আরএস-২৫ ইঞ্জিনের একটিতে তাপমাত্রা জনিত সমস্যার কারণে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এছাড়াও হাইড্রোজেন জ্বালানির ট্যাঙ্কে হাইড্রোজেন ভরাট করার সময় ফুটো দেখা দিয়েছিল। সেই সঙ্গে দেখা দেয় খারাপ আবহাওয়ার সমস্যাও। এরপরেই এই যাত্রা স্থগিত করা হয়।

    তবে তাঁরা আশাবাদী, যে শীঘ্রই এই সমস্যাগুলোর  সমাধান করা হবে। চন্দ্র অভিযানের প্রথম পর্যায় হিসেবে, এদিন নাসার তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম (SLS)  উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আর্টেমিস মিশনের প্রথম ধাপেই বড় বাধার সম্মুখীন হতে হল নাসা-কে(NASA)।

    আরও পড়ুন: মানুষ তো খেলনা নয়! জানেন কি আর্টেমিস-১ রকেটে করে মহাকাশে পাঠানো হচ্ছে ‘খেলনা-মানুষ’?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Artemis 1 Mission: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

    Artemis 1 Mission: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই আর্টেমিস ১ মিশনের (Artemis 1 Mission) চন্দ্র যাত্রা শুরু হতে চলেছে। সোমবার অর্থাৎ আজ নাসার কেনেডি স্পেস সেন্টার (NASA’s Kennedy Space Center) থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে উৎক্ষেপণ করা হবে এসএলএস রকেট। অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ লঞ্চ প্যাড ৩৯ বি -এর মাধ্যমে নাসার ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের উদ্দেশে রওনা দেবে।

    আর্টেমিস মিশনের তিনটি পর্যায় রয়েছে। সেগুলি হল আর্টমিস ১,২ এবং ৩। স্পেস লঞ্চ সিস্টেম রকেটেই থাকবে ওরিয়ন স্পেসক্রাফট (Orion Spacecraft)। বিশাল এসএলএস রকেট এবং ওরিয়ন স্পেস ক্যাপসুল মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাবে। সেখান থেকে মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাবে।

    আগে ঠিক করা হয়েছিল যে আবহাওয়া পরিস্কার না থাকলে সেপ্টেম্বরে রকেটটি উৎক্ষেপণ করা হবে। কিন্তু আজ আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ প্রধানত পরিস্কারই থাকবে, ৮০% সুযোগ থাকবে সফল উৎক্ষেপণের। ফলে আজই উৎক্ষেপণ করতে চলেছে রকেট। আর এই মুহূর্তেরই অপেক্ষা করে আছে গোটা বিশ্ব।

    আরও পড়ুন: মানুষ তো খেলনা নয়! জানেন কি আর্টেমিস-১ রকেটে করে মহাকাশে পাঠানো হচ্ছে ‘খেলনা-মানুষ’?

    নাসা (NASA) থেকে জানানো হয়েছে, এই মিশনটি সফল হলেই ২০২৫ সালে মহাকাশচারীরাও পাড়ি দেবেন চাঁদে। সূত্রের খবর, পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশযানটি ৪২ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে। এরপর ৬ সপ্তাহ পর ফের পৃথিবীতে ফিরে আসবে এবং এটি প্রশান্ত মহাসাগরে এসে নামবে। এই রকেটের মধ্যে ওরিয়ন নামক স্পেসক্রাফটি রয়েছে, তাতে কোনও মানুষ থাকবে না। তবে এতে মানুষ না থাকলেও মানুষের ন্যায় রোবট থাকবে।

    প্রসঙ্গত, চাঁদে শেষবার মানুষ পাড়ি দিয়েছিলেন ১৯৭২ সালের অ্যাপোলো মিশনে (Apollo)। অ্যাপোলো মিশনের পাঁচ দশকের পর আবার চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা (NASA)। সে পরিকল্পনায় প্রথম বড় পদক্ষেপ হতে চলেছে আর্টেমিস ১ মিশন। পরের বছর দ্বিতীয় ধাপে আবার রকেট পাঠানো হবে ও তৃতীয় ধাপে চাঁদের বুকে মানুষ নামবে বলে জানিয়েছে নাসা। ৩২২ ফুট লম্বা রকেটটি বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা নাসার সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share