Tag: Solar Energy

Solar Energy

  • Ram Mandir Inauguration: ‘রামের আলো’ থেকে বিদ্যুৎ! ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা মোদির

    Ram Mandir Inauguration: ‘রামের আলো’ থেকে বিদ্যুৎ! ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র (Pradhanmantri Suryodaya Yojana) আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদি। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে তাঁর ঘোষণা, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে তাঁর সরকারের এই কর্মসূচি। দেশের এক কোটি নাগরিকের বাড়িতে সোলার রুফ টপ সিস্টেম (Solar Roof Top System) বসানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে গরিব ও মধ্যবিত্তের বিদ্যুৎ-এর বিল কম হবে। এর পাশাপাশি শক্তি সম্পদের দিক থেকেও ভারত আত্মনির্ভর হবে।

    মোদির নয়া ঘোষণা

    দিল্লিতে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ সংক্রান্ত বৈঠকের পরে মোদি তাঁর সরকারি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘বিশ্বের সব ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে, আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব ‘সোলার রুফ টপ সিস্টেম’ (সৌরবিদ্যুতের প্যানেল) থাকা উচিত।’’ 

    প্রধানমন্ত্রীর বার্তা

    প্রধানমন্ত্রী মোদি তাঁর এই কাজেও এনেছেন রামের ছোঁয়া। দেশবাসীকে বাড়ি বাড়ি ‘রাম-জ্যোতি’ জ্বালিয়ে স্বাগত জানানোর আর্জি রাখেন মোদি। আর দিনান্তে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ নিয়ে তাঁর বিশেষ বার্তা, ‘‘অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল, আমাদের সরকার দেশের কোটি বাড়িতে ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ খরচই কমাবে না, ভারতকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে।’’ সেই প্রকল্পের আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মোদি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর উদাহরণ ছট পুজো, ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর উদাহরণ ছট পুজো, ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবারের ‘মন কি বাত’ (Mann Ki Batt) অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রথমে সকল দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন ও সূর্য দেবতার প্রণাম জানান। এবং এরপরেই তিনি সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন। মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে। অর্থাৎ সূর্য দেবতার পুজোর দিনেই তিনি দেশবাসীকে বোঝাতে চেয়েছেন যে, কীভাবে সৌরশক্তির মাধ্যমে মানুষ সাহায্য পেতে পারে ও জীবনে এগিয়ে যেতে পারে।

    তিনি আজ বলেন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর অন্যতম নিদর্শন হল ছট পুজো, প্রধানমন্ত্রীর কথায় ছট পুজোয় সূর্যের উপাসনা করা হয়। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে এই পূজার আচারই তার প্রমাণ। এরপরই মোদি তাঁর ভাষণে দেশজুড়ে সৌর বিদ্যুতের প্রসারের পক্ষে সওয়াল করেন। সকলকে পরিবার পরিবেশবান্ধব জীবনযাপন করার আবেদন জানান।

    আরও পড়ুন: জম্মু এবং কাশ্মীরকে নয়া উচ্চতায় নিয়ে যাব, রোজগার মেলায় ঘোষণা মোদির

    তিনি (Narendra Modi) আরও বলেছেন যে, ভারত তার প্রাচীন ঐতিহ্যগত অভিজ্ঞতাকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করছে এবং আজ সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত শীর্ষে রয়েছে। এরই উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, দেশের প্রথম গ্রাম,গুজরাটের মোধেরা যেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তিনি বলেন, “মোধেরা গ্রামে প্রায় সমস্ত বাড়িই তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর শক্তি ব্যবহার করে। সেখানকার মানুষ শুধু সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারই করছে না, এর থেকে আয়ও করছে। মোধেরা এখন সারা দেশের জন্য মডেল হয়ে উঠেছে।”  তিনি জানান, গুজরাটের মোধেরা গ্রামকে সৌর গ্রামে পরিণত করা হয়েছে।

    এদিন তিনি (Narendra Modi) দেশের মহাকাশ গবেষণারও উল্লেখ করেন। গত ২৩ অক্টোবর মহাকাশে ইসরোর ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণের কথাও উল্লেখ করেছেন। তিনি ভারতের বিজ্ঞানীদের প্রশংসা করে জানান যে, আজ ভারতের বিজ্ঞানীরা শুধু দেশীয় প্রযুক্তিই তৈরি করেননি এবং মহাকাশে কয়েক ডজন স্যাটেলাইটও পাঠাচ্ছেন। দেশের তরুণদের কথাও তিনি বলেছেন। “ছাত্রশক্তি ভারতকে শক্তিশালী করার ভিত্তি। তরুণরা তাদের মেধা দিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে,” প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন।

LinkedIn
Share