মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের মার্চ মাসে সোমালিয়াতে ঘন অন্ধকারে ১৭ জন নাবিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় বাহিনী। উপকূল বাহিনী ও বিমান বাহিনীর (Indian C-17) যৌথ অভিযানের রোমাঞ্চকর কাহিনী জনসমক্ষে আনল মোদি সরকার। একই সঙ্গে সম্মান জানানো হয়েছে পাইলট অক্ষয় সাক্সেনাকে। কারণ তিনি এই অত্যন্ত বিপদসঙ্কুল মিশনকে সফল করতে সামরিক বিমান উড়িয়েছিলেন। জানা গিয়েছে, ২০০৬ সালে ভারতীয় বায়ু সেনা সঙ্গে যুক্ত অক্ষয় সাক্সেনা।
২০২১ সালের ফেব্রুয়ারি মাস c17 বিমানের দায়িত্ব পান অক্ষয় সাক্সেনা
২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই তাঁকে c17 বিমানের দায়িত্ব দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের আবহে তাঁর অসীম সাহস এবং বীরত্বের জন্য বায়ু সেনা পদক দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা যে মিশনের (Indian C-17) দায়িত্বে ছিলেন, তা অনেক ঝুঁকিপূর্ণ ও বিপদসঙ্কুল ছিল। কারণ অন্য দেশের আকাশ সীমাকে ব্যবহার করতে হয়েছিল এই মিশনে। একই সঙ্গে জলদস্যুদের আটক করতে বিভিন্ন দুটি কম্ব্যাড রাবার বোটকে এবং ১৮ জনের একটি দলকে বিমান থেকে নামাতে হয়েছিল।
রোমাঞ্চকর অভিযান (Somali Coast)
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে বিমানের (Indian C-17) ক্যাপ্টেন উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা অত্যন্ত সতর্কভাবে বিমান ওড়াতে থাকেন এবং দেশের সীমার বাইরে যে সমুদ্র পড়ছে সেখানে তিনি অত্যন্ত নিচুস্তর দিয়ে উড়ে যান। সন্ধ্যার সময় তাঁর সঙ্গে থাকা বাকি কমান্ডোদের রবার বোটে নামানো সিদ্ধান্ত নেন, যাতে তাঁদের কেউ শনাক্ত না করতে পারে। নামার আগে নির্ভুলভাবে এবং অত্যন্ত নিরাপদে তিনি ড্রপ করেন কমান্ডোদের। যার ফলে জলদস্যুতের আটক করা সম্ভব হয় এবং এর পরেই এমভি রুইন-র ১৭ নাবিককে বাঁচানো সম্ভব হয়। অত্যন্ত রোমাঞ্চকর এই অভিযানের নেতৃত্ব দানের জন্য বিশেষ সম্মান পেয়েছেন অক্ষয় সাক্সেনা। জানা গিয়েছে, গোটা অভিযানটি হয়েছিল ১০ ঘণ্টা ধরে। ভারতীয় নৌ বাহিনীর সঙ্গে যৌথভাবে এই অভিযান সম্পন্ন করে বায়ু সেনা। দীর্ঘ ১০ ঘণ্টার এই অভিযানে সমস্ত দিক থেকে গোপনীয় রাখা হয়েছিল।