Tag: Sourav Ganguly 50th Birthday

Sourav Ganguly 50th Birthday

  • Sourav Ganguly Birthday: ৫০ তম জন্মদিনে লন্ডনের রাস্তায় উদ্দাম নাচ মহারাজের! ভিডিয়ো ভাইরাল

    Sourav Ganguly Birthday: ৫০ তম জন্মদিনে লন্ডনের রাস্তায় উদ্দাম নাচ মহারাজের! ভিডিয়ো ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৮ জুলাই। কারোরই জানতে বাকি নেই যে আজ মহারাজার জন্মদিন। প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আজ ৫০ তম জন্মদিন। সাধারণত জন্মদিনের এই দিনটি বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই কাটান সৌরভ। সকাল থেকেই বাড়ির সামনে হাজার হাজার ভক্তের ভিড় হয়। তবে এবারের জন্মদিনটা অন্যরকমভাবে পালন করতে দেখা যাচ্ছে তাঁকে। আজ তাঁর জন্মদিন হলেও গতকাল থেকেই তাঁর জন্মদিন উদযাপন করতে দেখা যাচ্ছে। তিনি এখন সপরিবারে রয়েছেন লন্ডনে। আর এবার লন্ডনে থেকেই জন্মদিন পালন করছেন তিনি।

    আরও পড়ুন: রাজ্যসভায় যাচ্ছেন সৌরভ-পত্নী ডোনা? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

    শুধু এখানেই থেমে নেই, তাঁকে ৫০ তম জন্মদিনে খোশ মেজাজেই দেখা গিয়েছে। একের পর এক বলিউডের গানের তালে তালে কোমর দোলাতে দেখা গেল। আর সেই ভিডিয়ো শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হতে শুরু হয়েছে। তাঁর পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে লন্ডনেই ধুমধাম করে পালিত করছে মহারাজের ৫০তম জন্মদিন৷

    [tw]


    [/tw]

    সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, জন্মদিনের রাতে কন্যা সানা এবং স্ত্রী ছাড়াও আরও বেশ কয়েক জনের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন সৌরভ। শুধু তাই নয়, সকলে মিলে নাচছেনও। তাঁকে ‘ওম শান্তি ওম’ ছবির টাইটেল গান ও অন্য একটি ভিডিয়োটিতে ‘কুইন’ ছবির ‘লন্ডন ঠুমকদা’ গানে নাচতে দেখা গিয়েছে। দুটির গানের তালে তালে এদিন এক অন্য মেজাজেই কোমর দোলাতে দেখা যায় মহারাজকে।

    [fb]https://www.facebook.com/100003187375145/videos/334193092249870/[/fb]

    আরও পড়ুন: সৌরভের বাড়িতে শুভেন্দুকে নিয়ে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ?

    এছাড়াও সৌরভ গাঙ্গুলির জন্মদিনের আগেই শুভেচ্ছা দিতে পৌঁছে গিয়েছেন খোদ শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এছাড়াও এদিন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা (Rajeev shukla), বিসিসিআই-এর সচিব জয় শাহকে (Jay Shah) দেখা গিয়েছে সৌরভের জন্মদিন পালন করতে। 

    [tw]


    [/tw] 

LinkedIn
Share