মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জেলা। এরই মধ্যে ফের মিলল বোমার পাহাড়ের খবর। তবে এবার বোমার স্তূপের খবর বীরভূমে নয়, মিলল তৃণমূলের (TMC) দাপটে থাকা দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) ছামনাবনিতে। মঙ্গলবার সকালে দু ব্যাগ তাজা বোমা উদ্ধার (Bomb Recovery) করল কুলপি থানার পুলিশ। বোমা উদ্ধারের খবর মেলায় ত্রস্ত গোটা তল্লাট।
কুলপির ওই গ্রামে…
বৃহস্পতিবারই কুলপির (Kulpi) ওই গ্রামে বিস্ফোরণ হয় কৌটো বোমায়। জখম হয়েছিল বছর ষোলোর দুই কিশোর। এর ঠিক তিন দিনের মাথায় ওই একই গ্রাম থেকে উদ্ধার হয়েছে ২৪টি বোমা। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের খড়ের গাদায় মিলল বোমার হদিশ। জানা গিয়েছে, গ্রামের মাঠের একটি খড়ের গাদায় নাইলনের ব্যাগে ভরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে সেগুলি নজরে পড়ে স্থানীয় কয়েকজনের। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাজা বোমাগুলি।
বৃহস্পতিবার কৌটো বোমা ফাটার পরে গ্রেফতার করা হয় জনৈক বাবুসোনা পাইককে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে ছামনাবনির একাধিক জায়গায় বোমা মজুত রয়েছে। সেই মতো পরপর দুদিন কুলপির (Kulpi) ওই গ্রামে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় বোমা। মঙ্গলবার সকালে ফের বোমা উদ্ধারের খবরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সম্প্রতি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক নাবালিকার। উত্তর ২৪ পরগনার সেই ঘটনার পরে পরেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে পড়শি জেলা দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি, জখম পুলিশ
কিছুদিন আগে পর্যন্তও বারুদের স্তূপের ওপর দাঁড়িয়েছিল বীরভূম। জেলার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের খবর জায়গা করে নিত হেডলাইনে। গরু পাচার মামলায় গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর সেভাবে বীরভূম থেকে বোমা উদ্ধারের খবর শিরোনামে আসেনি বলে দাবি ওয়াকিবহাল মহলের। এবার বীরভূমের সেই জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত কয়েক দিনে পর পর উদ্ধার হয়েছে বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই কী মজুত করা হচ্ছে বোমা? উঠছে প্রশ্ন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।