Tag: South Africa Cricket Team

South Africa Cricket Team

  • Under-19 World Cup: সচিন ও উদয়ের ম্যাচ উইনিং ইনিংস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কে?

    Under-19 World Cup: সচিন ও উদয়ের ম্যাচ উইনিং ইনিংস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সচিন-উদয়ের লড়াকু ইনিংসে ভর করে হারিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে (Under-19 World Cup) ভারত। টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে ২ উইকেটে হারিয়ে দেয় ভারত। এবার রোহিতদের হতাশ ঢাকার পালা উদয়দের সামনে। একদিনের বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে অপরাজিত রোহিত শর্মার ভারতীয় দল ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। হতাশায় ঢেকে গিয়েছিল ভারতীয় শিবির। এবার সেই ক্ষতে প্রলেপ লাগানোর পালা ছোটদের। ষষ্ঠবার ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে।

    ফাইনালে  সামনে কে

    রোহিতদের মতোই উদয়দের সামনেও পড়তে পারে অস্ট্রেলিয়া। আবার হতে পারে ভারত পাকিস্তান মহারণ। বুধবার অন্য সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সামনে যে-ই থাকুক লড়াইটা সহজ হবে না। তবে টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারতের ছোটরা যেকোনও মূল্যে কাপ জিততে চায়। 

    টানটান ম্যাচ

    মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (Under-19 World Cup) প্রথম সেমিফাইনালে লড়াই হয় জমজমাট। টানটান ম্যাচে একটা সময় মনে হয়েছিল এবার হয়ত সেমি থেকেই বিদায় নিতে হবে ভারতকে। প্রোটিয়াদের দেওয়া ২৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানে ৪ উইকেট পরে গিয়েছিল ভারতের। সেখান অনবদ্য ব্যাটিং করেন সচিন ধস ও উদয় সাহারন। ৯৬ রানের ইনিংস খেলেন সচিন ও ৮১ রানের অধিনায়কোচিত ইনিংস খলেন উদয়। সচিন ও উদয়ের ১৭১ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

    ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। জবাবে ৪৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ছোটদের এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিনে ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন। ইডেনে রবিবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচের আগে এমনই অভিমত কোচ রাহুল দ্রাবিড়ের। হেড কোচ বলেছেন, “বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে।”

    শীর্ষস্থান দখলের লড়াই

    রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।

    এগিয়ে কারা

    মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা সেটাই দেখার। সেমির লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চের প্লোয়ারদের এই ম্যাচে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ইডেনের ২২ গজের চরিত্র বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। অপরদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ বাদ দিলে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন তুলোধনা করছেন প্রতিপক্ষের বোলারদের।

    কী বললেন দ্রাবিড়

    কোহলির শতরান নিয়ে এদিন দ্রাবিড় বলেন, “বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    হার্দিকের বদলি হিসেবে দলে প্রসিদ্ধ কেন? এ প্রসঙ্গে দলের কোচ বলেন, ‘‘আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। এক জন স্পিনের, এক জন ব্যাটারের ও এক জন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ এই ভারসাম্যের কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্রাবিড়। দ্রাবিড় বলেন, ‘‘শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তা হলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।’’

    টিকিট ফেরালেন রাজ্যপাল

    ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফেরত পাঠালেন রাজ্যপাল। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। কিন্তু, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রায় সবসময় ওয়াকিবহাল থাকা রাজ্যপাল সেই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলেই রাজভবন সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে ‘বিরাট’ চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।

    ম্যাচের জন্য বিশেষ পরিষেবা

    আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।

    ইডেনে নিরাপত্তা বলয়

    ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পু‌লিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহ‌নের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share