Tag: south dumdum

south dumdum

  • Dengue Death: ফের ডেঙ্গিতে মৃত্যু স্কুলছাত্রীর! রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫

    Dengue Death: ফের ডেঙ্গিতে মৃত্যু স্কুলছাত্রীর! রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গি প্রাণ কেড়ে নিল এবার এক স্কুলছাত্রীর। সে নাবালিকা ছিল এবং দক্ষিণ দমদমের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল বলে জানা গেছে। পড়াশুনা করত মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণিতে। রাজ্য জুড়ের ডেঙ্গির দাপটে শোরগোল পড়েছে। জেলায় জেলায় ডেঙ্গির দাপটে নাজেহাল অবস্থা। ইতি পূর্বে গত ১৯ সেপ্টেম্বর রানাঘাট কলেজের এক ছাত্রের মৃত্যু (Dengue Death) হয়েছিল। শুধু তাই নয়, ভাঙড়ে আরও এক ব্যক্তি প্রথমে বেলেঘাটা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন এবং পরে ডেঙ্গির জন্য তাঁর মৃত্যু হয়। পুরসভারগুলি সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় উঠেছে প্রশ্ন।

    ফের ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death)

    রাজ্যে জুড়ে ডেঙ্গির কবলে মৃত্যুর (Dengue Death) সংখ্যা দাঁড়াল এই নিয়ে মোট ৫। সূত্রে জানা গেছে, এই ছাত্রী প্রবল জ্বর নিয়ে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এরপর ডেঙ্গিজ্বরেই মৃত্যু হয় তার। উল্লেখ্য, তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির কথা বলা হয়েছে। এর আগেও দমদমে আরও এক জনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল বলে জানা গেছে।

    কলকাতা পুরসভার ভূমিকা

    দমদমের বিভিন্ন এলাকায় যেমন ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে কলকাতায়ও বেশ বৃদ্ধি পেয়েছে ডেঙ্গির প্রভাব। পুরসভার পক্ষ থেকে ডেঙ্গির মোকাবেলায় ডেপুটি মেয়র অতীন ঘোষকে পথে নামতে দেখা গেছে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি নিয়ে এতদিন শাসক দল সাড়া না দিলেও ডেঙ্গিতে মৃত্যুর (Dengue Death) সংখ্যা ক্রমেই বৃদ্ধির কারণে প্রশাসনের উপর চাপ তৈরি হয়েছে। সামনে পুজো, তাই পুরসভার সক্রিয়তা কিছুটা হলেও চোখে পড়েছে। ৫৬ নম্বর ওয়ার্ডে কামারডাঙা রেল কলোনি মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। কাউন্সিলার স্বপ্ন সমাদ্দার ও অতীন ঘোষ এলাকা পরিদর্শনে যান। এই তৃণমূল কাউন্সিলারের দাবি, রেলের কারণে এলাকায় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

    খবু দ্রুত মিলতে পারে ডেঙ্গির ভ্যাকসিন

    ডেঙ্গির ভয়াবহতা এবং মৃত্যুর (Dengue Death) মধ্যেই সূত্রে খবর মিলছে যে ডেঙ্গির ভ্যাকসিন দ্রুত মিলতে পারে। এই বছর নভেম্বরেই হতে পারে ক্লিনিক্যাল ট্রায়াল। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। দেশের মোট ২০ টি স্থানে হবে এই প্রাথমিক ট্রায়াল। বেলেঘাটার নাইসেডে একটি কেন্দ্র হবে বলে জানা গেছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের জেলা নেতৃত্বের ডাকা বৈঠকে কোন্দল প্রকাশ্যে! গরহাজির একাধিক কাউন্সিলার

    TMC: তৃণমূলের জেলা নেতৃত্বের ডাকা বৈঠকে কোন্দল প্রকাশ্যে! গরহাজির একাধিক কাউন্সিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূল (TMC) কাউন্সিলারদের মধ্যে কোন্দল মেটাতে হবে। সেই নির্দেশ মেনে জেলা নেতৃত্ব বৃহস্পতিবার বৈঠকে বসেন। তবে, দক্ষিণ দমদম নয়, বরানগরে সেই বৈঠকের আয়োজন করা হয়। আর সেই বৈঠকে তৃণমূল কাউন্সিলারদের হাজিরার সংখ্যায় শাসক দলের গোষ্ঠীকোন্দলের চিত্র আরও একবার প্রমাণ করে দিল। জেলা নেতৃত্বের নির্দেশকে যে তারা আমল দিতে নারাজ তা প্রকাশ্যে চলে এল। যা নিয়ে বারাকপুর সাংগঠনিক জেলায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

    জেলা নেতৃত্বের ডাকা বৈঠকে যাননি কতজন কাউন্সিলার?

    বৃহস্পতিবার জেলা নেতৃত্বের পক্ষ থেকে দক্ষিণ দমদম পুরসভার সব কাউন্সিলারকে ডাকা হয়েছিল। সেই বৈঠকে তৃণমূলের (TMC) দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, দলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৫। তার মধ্যে একজন কাউন্সিলার মারা গিয়েছেন। দুজন কাউন্সিলার নির্দল। ৩২ জন তৃণমূল (TMC) কাউন্সিলারকে এদিন ডাকা হয়েছিল। এরমধ্যে একজন করোনা আক্রান্ত। আর একজন মহিলা কাউন্সিলার ব্যক্তিগত কারণে বৈঠকে আসতে পারেননি। বাকী ৩০ জন কাউন্সিলারের বৈঠকে থাকার কথা। কিন্তু, বাস্তবে দেখা গেল, ১৬ জন কাউন্সিলার বৈঠকে উপস্থিত হয়েছেন। ১৪ জন কাউন্সিলার বৈঠকে যাননি। তাদের বক্তব্য, দুই নির্দল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং রীতা রায়চৌধুরীকে ডাকতে হবে। জেলা নেতৃত্বের ডাকা বৈঠকে একসঙ্গে এতজন কাউন্সিলারের গরহাজিরার ঘটনায় দলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যদিও পুরসভার চেয়ারপার্সন কস্তুরি চৌধুরী বলেন, আমরা সব ওয়ার্ডে কাজের সমবন্টন করি। কি কি কাজ হচ্ছে তাও বিস্তারিত তথ্য তুলে ধরা হয় বৈঠকে। কাজের ক্ষেত্রে কাউকেই বৈষম্য করা হয় না।

    কাউন্সিলারদের গরহাজিরা নিয়ে কী বললেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি?

    বৈঠকে অনুপস্থিত কাউন্সিলারদের ওপরে অসন্তুষ্ট হয়েছেন তৃণমূলের (TMC) বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়। তিনি বৈঠকে বলেন, কাউন্সিলারদের অভিযোগ নিয়েই এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে এসে তাদের দাবিদাওয়ার বিষয়টি বলতে পারত। আমি সমস্ত বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share