Tag: Southern Railway

Southern Railway

  • Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সাদার্ন রেলওয়ে। বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। বিশদে জানতে সাদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS://SR.INDIANRAILWAYS.GOV.IN/  গিয়ে খোঁজ নিতে পারেন। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। চাকরিপ্রার্থীদের এই পদের জন্য ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 

    আরও পড়ুন: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    এই বিষয়ে এই তথ্যগুলি জেনে রাখুন, 

    • পদের নাম: অ্যাপ্রেন্টিস
    • শূন্যপদের সংখ্যা: ৩১৫৪ (ক্যারেজ/ওয়াগনর ওয়ার্কশপ- ১৩৪৩, সেন্ট্রাল ওয়ার্কশপ- ৫২৭, ট্রিচি ওয়ার্কশপ- ১২৮৭) 
    • কাজের স্থান: ভারতের দক্ষিণাঞ্চল
    • শিক্ষাগত যোগ্যতা: রেলের এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ ছাড়াও নির্দিষ্ট ট্রেড অনুযায়ী আইটিআই যোগ্যতা থাকতে হবে। সেই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি পাশ এবং বিজ্ঞানের বিষয়ও থাকতে হবে আবেদনকারীর। 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: ৩১.১০.২০২২ 
    • আবেদনের যোগ্যতা: যে সকল প্রার্থীরা সাদার্ন রেলওয়ের অধীনস্থ ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করেন তাঁরাই এই ঘোষিত শূন্য পদগুলির জন্য আবেদন করার যোগ্য।
    • বয়সসীমা: অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ১৫ বছরের বেশি হতে হবে এবং ফ্রেশার/এক্স-আইটিআই, এমএলটি ইত্যাদি পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২২-২৪ বছরের মধ্যে হতে হবে।
    • নির্বাচন পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুযায়ী, জমা দেওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে দুই জন প্রার্থীর একই নম্বর থাকলে যে আবেদনকারীর বয়স বেশি তাঁকে বেছে নেওয়া হবে। জন্ম তারিখ একই হলে, যে প্রার্থী ইতিমধ্যেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাকেই যোগ্য বলে বিবেচনা করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share