Tag: SP Birbhum

SP Birbhum

  • Birbhum Blast: বোমা বিস্ফোরণের জের! ২৪ ঘণ্টার মধ্যে বদলি বীরভূমের এসপি নগেন্দ্র ত্রিপাঠীর

    Birbhum Blast: বোমা বিস্ফোরণের জের! ২৪ ঘণ্টার মধ্যে বদলি বীরভূমের এসপি নগেন্দ্র ত্রিপাঠীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাড়গ্রাম বিস্ফোরণে (Birbhum Blast) তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইসহ ২ জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত বীরভূম। আর এই ঘটনার জেরে ২৪ ঘণ্টার মধ্যে বদলির চিঠি পেলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর কাছে। রবিবার ছুটির দিনেও তাঁর বদলির নির্দেশ জারি করেছে নবান্ন। তাঁকে কম গুরুত্বপূর্ণ পদ, অফিসার অন স্পেশ্যাল ডিউটিতে পাঠানো হয়েছে।   

    তাঁকে ডিজি পদমর্যাদার ওএসডি পদে পাঠানো হয়েছে। যা পুলিশ সুপারের পদ থেকে অনেক কম গুরুত্বপূর্ণ। তাঁর জায়গায় বদলি হয়ে আসছেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবনের পুলিশ সুপার (Birbhum Blast) হয়েছেন কোটেশ্বর রাও।  
     
    প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নগেন্দ্র ত্রিপাঠীর ‘ম্যাডাম উর্দিতে দাগ লাগতে দেব না’ ডায়লগ বেশ জনপ্রিয় হয়েছিল। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় বাধা দিতে শাসকদল পরিকল্পনা করে শিবঠাকুর মণ্ডলকে দিয়ে অভিযোগ করিয়েছিল বলে সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এই ষড়যন্ত্রের মধ্যে নগেন্দ্রবাবুর জড়িত থাকার অভিযোগ রয়েছে। অবশেষে মাড়গ্রাম বিস্ফোরণ দিয়ে শেষ হল তাঁর বীরভূম অধ্যায়।

    আরও পড়ুন: সোমবার এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা উদ্বোধন করবেন মোদি

    মৃত্যু লাল্টু শেখেরও 

    উল্লেখ্য, এদিনের বিস্ফোরণের (Birbhum Blast) ঘটনায় আগেই মারা যান পঞ্চায়েত প্রধানের ভাইয়ের বন্ধু নিউটন শেখ। চিকিৎসার জন্য মাড়গ্রাম থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল প্রধানের ভাই লাল্টু শেখকে। সেখানেই মারা যায় লাল্টু। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসা চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল লাল্টু শেখের। চিকিৎসার সময়েই তিনবার হার্ট অ্যাটাক হয় লাল্টুর। এদিনই ময়নাতদন্ত হতে পারে বলে সূত্রের খবর। প্রাথমিক সূত্রের খবর, তৃণমূলের প্রধানের ভাই লাল্টু শেখের শরীরে একাধিক আঘাত ছিল। পরিবারের অভিযোগ ছিল, বোমার আঘাতে আহত হওয়ার পরে কয়েকজন মিলে তাঁকে তুলে নিয়ে গিয়ে ওই অবস্থায় বেধড়ক মারধর করা হয়। চিকিৎসা চলাকালীন শেষপর্যন্ত মারা যান লাল্টু শেখ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

        

         

LinkedIn
Share