Tag: Sri Lanka Cricket

Sri Lanka Cricket

  • Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স-সহ একাধিক অভিযোগে গোটা শ্রীলঙ্কা  (Sri Lankan Cricket) বোর্ডকে ভেঙে দিয়েছে সেই দেশের সরকার। যদিও দেশের আদালত বিষয়টিতে পরবর্তীতে হস্তক্ষেপ করেছে। তবুও ক্রিকেট বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে শ্রীলঙ্কা বোর্ডের আইসিসির সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তাই শ্রীলঙ্কা থেকে সরানো হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সেটি দক্ষিণ আফ্রিকায় করা হবে। তবে নির্বাসনের সময়, শ্রীলঙ্কার ক্রিকেট দল বা ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আইসিসি জানিয়েছে নির্বাসন থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে পারবে।

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর

    সোমবার, ২০ নভেম্বর আইসিসির তরফে আয়োজিত এক বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। আগামী বছর ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসার কথার ছিল দ্বীপরাষ্ট্রে। কিন্তু নির্বাসনের ফলে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। 

    আরও পড়ুন: ছিলেন অধিনায়ক, এ বার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    আইসিসি-র বৈঠকে আরও নানা সিদ্ধান্ত

    এদিন আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর ঠিক কি কি শর্তে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা স্পষ্ট করেছে আইসিসি। একইসঙ্গে এদিন বৈঠকে আইসিসির সিইওর তরফে এক পরিকল্পনা পেশ করা হয়েছে যেখানে ম্যাচে মহিলা অফিসিয়াল নিয়োগ করার পদ্ধতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পুরুষ ও মহিলা ক্রিকেট ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ারদের সমান বেতন দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজে অন্তত একটি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

    Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) ৯ ম্যাচে দুটি জয়। ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানেই অলআউট। চলতি বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিয়ে শুক্রবার দেশ ফিরেছে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। এদিনই তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এ কথা। সদস্য হিসেবে নিয়ম মানতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এমনটাই জানিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাসনের পরিস্থিতি কী হবে, তা কিছুদিনের মধ্যেই জানানো হবে।’

    কেন এই সিদ্ধান্ত

    আইসিসি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) বোর্ডের স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা। কোনও সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সেই নিয়ম মানা হয়নি। আগামী ২১ নভেম্বর আবার আইসিসি-র বৈঠক রয়েছে। সে দিন আবার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, গত সোমবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিঙ্ঘে শ্রীলঙ্কা বোর্ড ভেঙে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণততুঙ্গাকে অন্তর্বর্তী দায়িত্ব দেন। রণতুঙ্গার নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিও গড়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদর দফতরে পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা হয়। 

    কী হবে ভবিষ্যত

    এর আগে আইসিসি কোনও পূর্ণ সদস্য দেশকে নির্বাসিত করেছিল ২০২১ সালে। সরকারি হস্তক্ষেপের জেরেই জিম্বাবোয়েকে নির্বাসিত করেছিল আইসিসি। আগামী ২১ নভেম্বর আইসিসি বোর্ড মিটিং। তার ওপরেই নির্ভর করবে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ। ২০২৪ সালের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023)। নির্বাসন না তোলা হলে এই টুর্নামেন্ট কোনও ভাবেই আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। শুধু তাই নয়, কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা (Sri Lanka)। অনেক দলই তা পারেনি। তবে ভারতের কাছে শ্রীলঙ্কা যেভাবে পর্যুদস্ত হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারেনি সেদেশের সরকরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। তার পরেই কড়া অবস্থান নিল শ্রীলঙ্কা সরকার। দেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে। যা সত্যিই নজিরবিহীন।

    গড়া হল অন্তর্বর্তী কমিটি

    শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। কিন্তু বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) কথা মাথায় রেখে এই ব্যাপারে শ্রীলঙ্কা সরকার তেমন কোনও কড়া পদক্ষেপ নেয়নি। কিন্তু কাপযুদ্ধে দলের জঘন্য পারফরম্যান্স মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। তাই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হয়েছে তাঁকে। গড়া হয়েছে অন্তর্বর্তী কমিটি। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুন রণতুঙ্গা। সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে এবং এক প্রাক্তন বোর্ড সভাপতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আরও পড়ুন: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    কেন এমন সিদ্ধান্ত

    গত ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka)। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা তুলেছিলেন ৮ উইকেটে ৩৫৭ রান। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের পেসের সামনে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা হারার পর প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেদেশে। কলম্বোর রাস্তায় আছড়ে পড়ে বিক্ষোভ। তাই সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের পদত্যাগ করার নির্দেশ দেশের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ওরা দুর্নীতি ছাড়া কিছুই জানে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের পদে থাকার কোনও অধিকার নেই। শ্রীলঙ্কাবাসীর কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত।’ সরকারের অবস্থান বোঝার পরেই ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা পদত্যাগ করতে শুরু করেন। যাঁরা অনঢ় ছিলেন, তাঁদের বরখাস্ত করা হয় সোমবার। আপাতত শ্রীলঙ্কার সামনে সেমি-ফাইনালে ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে বাকি দু’টি ম্যাচ জিতে দেশবাসীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে কুশল পেরেরাদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

    স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

    মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

     

LinkedIn
Share