Tag: Srinagar NIT

Srinagar NIT

  • NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেকের নজর এখন এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (INDvsPAK) ম্যাচের উপরেই। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেই ম্যাচ দেখতেই অপেক্ষায় বসে থাকে পুরো ভারতবাসী। তবে এবারে এই খেলা দেখা নিয়েই অদ্ভূত নির্দেশিকা জারি করল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ (NIT Srinagar)।

    এই নির্দেশিকায় বলা হয়েছে, এক ঘরে অনেকজন মিলে এশিয়া কাপ ভারত-পাকিস্তানের খেলা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায় তবে তাকে হোস্টেল থেকেও বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই নিয়ম গুলো অমান্য করলেই দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে৷

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    কলেজ কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “পড়ুয়ারা জানেন যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পড়ুয়াদের এটিকে সাধারণ খেলা হিসেবেই গ্রহণ করা উচিত ও ইনস্টিটিউট বা হোস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।“ এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে পড়ুয়ারা ম্যাচ চলাকালীন নিজেদের ঘরেই থাকবেন এবং একসঙ্গে অনেকজন মিলে এই ম্যাচ দেখবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, “যদি একটি নির্দিষ্ট ঘরে অনেক পড়ুয়া একসঙ্গে ম্যাচ দেখতে যান  তবে সেই নির্দিষ্ট ঘরে থাকা পড়ুয়াদের হস্টেলের ঘর থেকে বের করে দেওয়া হবে এবং এর সঙ্গে জড়িত সমস্ত ছাত্রদের উপর কমপক্ষে পাঁচ হাচার টাকা জরিমানা দিতে হবে।“ এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে কেউ যেন হোস্টেলের ঘর থেকে বের না হন।

    তবে জানা গিয়েছে, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল কলেজ। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সব মিলিয়ে সতর্ক থাকতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share