Tag: stadium

stadium

  • Sukanta Majumdar: আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য রেলমন্ত্রীর দরবারে সুকান্ত

    Sukanta Majumdar: আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য রেলমন্ত্রীর দরবারে সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রেলের জমিতে উত্তরবঙ্গের খেলাধুলোর প্রসারে আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিলেন সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ক্রীড়া মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই স্টেডিয়াম গড়ার বিষয়ে ছাড়পত্র মিলেছে। তবে, জমি পাওয়ার ক্ষেত্রে রেলের ছাড়পত্র না মেলায় এই প্রকল্প এখনও বাস্তবায়ন করা যায়নি। তাই ওই ছাড়পত্র দ্রুত দেওয়ার আর্জি নিয়ে দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। বুনিয়াদপুরে রেলের যে জমি রয়েছে, সেখানে জাতীয় উৎকর্ষ কেন্দ্র বা স্টেডিয়াম তৈরির বিষয়ে তাঁর হাতে চিঠি তুলে দেন তিনি।

    রেলের জমিতেই স্টেডিয়াম! (Sukanta Majumdar)

    শিল্পবিহীন সীমান্ত জেলা দক্ষিণ দিনাজপুরে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের ৩০ অগাস্ট বুনিয়াদপুরে রেলের ওয়াগন কারখানার শিলান্যাস করেছিলেন। দ্বিতীয় ইউপিএ আমলে রেলমন্ত্রী হয়ে মমতা যে ১৭টি বড় মাপের রেল কারখানা ঘোষণা করেছিলেন, তার মধ্যে ছিল বুনিয়াদপুরের কারখানাটি। জানা গেছে, ২০১০-১১ সালে ঘোষিত ওই প্রকল্পটি গড়ে তুলতে ১৩২.৮২ কোটি টাকা খরচ ধরেছিল রেল। শুধু প্রতিশ্রুতিই ছিল। কাজের কাজ কিছুই হয়নি। শিলান্যাসের পর থেকেই নানা কারণে প্রকল্পটি ঠান্ডা ঘরে চলে যায়। আদৌ কোনওদিন ওই জমিতে ফ্যাক্টরি গড়া হবে কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। তাই ওই রেলের জমিকেই কাজে লাগাতে এবার উদ্যোগী হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর পরিকল্পনা মতো এই এলাকায় আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ার কাজ সম্পূর্ণ হলে এলাকার হাল বদলে যাবে বলে আশা সুকান্তবাবুর।

    বিজেপি সাংসদ কী বললেন?

    বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, বুনিয়াদপুরে রেলের জমিতে একটি স্টেডিয়াম তৈরি করার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ক্রীড়ামন্ত্রক স্টেডিয়াম করার ছাড়পত্র দিয়েছে। কিন্তু, জমির জন্য ইতিমধ্যেই ক্রীড়া দফতর রেল দফতরকে চিঠি দিয়েছে। রেলের জমির এনওসি পাওয়ার পর সেখানে একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arijit Singh: স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান! ক্ষুব্ধ ক্রীড়ামহল, কোথায় জানেন?

    Arijit Singh: স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান! ক্ষুব্ধ ক্রীড়ামহল, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সভার পর আগামী ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গানের অনুষ্ঠান করতে আসছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর খেলা বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে এভাবে  ব্যবহার করার জন্য বিতর্কে জড়াল তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভা। এমনিতেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গত ২১ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সভার জন্য মাঠ জুড়ে গর্ত খোঁড়ায় স্টেডিয়ামটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এই অভিযোগে সরব হয়েছিল শহরের ক্রীড়ামহল। তারপরও আগামী ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মিউজিক কনসার্টের অনুমতি দেওয়ায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনেক দেশ-বিদেশের খেলোয়াড় এসেছেন। বহু আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। পাশাপাশি ক্রিকেটের প্রদর্শনী ম্যাচের স্মৃতি বহন করছে এই স্টেডিয়াম। শিলিগুড়ির ক্রীড়া প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে। নেহেরু কাপকে কেন্দ্র করে শিলিগুড়ির ব্যবসায়ীদের আন্তরিক অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় এই স্টেডিয়াম গড়ে উঠেছিল। সেই স্টেডিয়ামে খেলা বন্ধ। 

    স্টেডিয়ামে গানের অনুষ্ঠান নিয়ে কী বললেন বিরোধীরা? Arijit Singh

    শিলিগুড়ি পুরসভার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন শহরের বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, বিধানসভায় জানতে চাইবো, কাদের স্বার্থে খেলা না করে কাঞ্জনজঙ্ঘা স্টেডিয়ামকে এভাবে ব্যবহার করা হচ্ছে। খেলার মাঠ খেলার জন্যই ব্যবহার করা হোক। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে কেন এভাবে ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অখিল বিশ্বাস। প্রয়োজনে তিনি মামলা করার হুমকিও দিয়েছেন। তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চারদিকে হাসপাতাল, নার্সিংহোম রয়েছে। পাশেই রয়েছে বিচারকদের আবাসন। স্টেডিয়াম লাগোয়া রাস্তাগুলি অপরিসর। কাজেই এই স্টেডিয়ামে এধরনের বড় অনুষ্ঠান করা ঠিক নয়। কার স্বার্থে খেলা বন্ধ রেখে অরিজিত্ সিংয়ের (Arijit Singh) মিউজিক কনসার্ট করা হচ্ছে, সেটা জানাতে হবে পুরসভাকে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    কী বললেন শিলিগুড়ির মেয়র? Arijit Singh

    শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অনেক দিনের পুরানো। গ্যালারি সহ বিভিন্ন অংশ বিপজ্জনক হয়ে রয়েছে। এই স্টেডিয়ামের আমূল সংস্কারের কাজ হাতে নিয়েছি। ইঞ্জিনিয়াররা স্টেডিয়াম পরীক্ষা করছেন। মে মাস থেকে সংস্কারের কাজ পুরোদমে শুরু হবে। সে কারণেই এখন খেলা বন্ধ রাখা হয়েছে। তাই, সংস্কারের কাজ শুরুর আগে এই সময় মাঠ ফাঁকা পড়ে থাকায় একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। খেলা বন্ধ করে অনুষ্ঠান করা হচ্ছে, এই অভিযোগ ঠিক নয়। আর তৃণমূল ক্ষমতায় আসার আগেও এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একাধিক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলসা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share