Tag: Staff Selection Commission

Staff Selection Commission

  • SSC Job Alert: জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের, শূন্যপদ ২৪,৩৬৯

    SSC Job Alert: জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের, শূন্যপদ ২৪,৩৬৯

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (SSC Job Alert) জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। প্রথম ও দ্বিতীয় বিভাগে মোট ২৪,৩৬৯ টি শূন্যপদে জিডি কনস্টেবল নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ অক্টোবর। চলবে ৩০ নভেম্বর অবধি। জিডি কনস্টবল পরীক্ষার মাধ্যমে এসএসসি সীমান্ত রক্ষা বাহিনী (BSF), কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), এসএসএফ (SSF), আসাম রাইফেলে রাইফেলধারী সৈনিক এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সেপাই পদে প্রার্থীদের নিয়োগ করা হয়। ২০২৩- এর জানুয়ারি মাসে নেওয়া হবে অনলাইন পরীক্ষা। 

    এই বিষয়ে জেনে নিন কিছু তথ্য।

    শূন্যপদের সংখ্যা: মোট ২৪,৩৬৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।  

    নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের তিনটি স্তরের পরীক্ষা দিতে হয়। প্রথমে অনলাইনে একটি কম্পিউটার-নির্ভর পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। তারপর হবে পরীক্ষার্থীদের মেডিক্যাল পরীক্ষা।

    আরও পড়ুন: ২০২১ সালে ভারতে যক্ষ্মা আক্রান্ত ২১.৪ লক্ষ, জানাল হু 

    যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে পরীক্ষার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পরীক্ষার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে। তাঁদের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে।  

    বয়সসীমা: পরীক্ষার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ বছর হতে হবে। এ ছাড়া, এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৩ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাত দাঙ্গায় মৃত অসংরক্ষিত ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ৫ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাট দাঙ্গায় মৃত ওবিসি ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ৮ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাট দাঙ্গায় মৃত এসসি/ এসটি ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share