Tag: State Civil Service

State Civil Service

  • Rajouri: রাজৌরি থেকে মাহভিশ মালিক রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাবার

    Rajouri: রাজৌরি থেকে মাহভিশ মালিক রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি (Rajouri) অঞ্চলের বাসিন্দা মাহভিশ মালিক সমস্ত বাধা অতিক্রম করে সে রাজ্যের প্রশাসনিক পরিষেবা পরীক্ষা (জেকেএএস) পাস করেছেন। রাজৌরির দারহাল ব্লকের পীর পাঞ্জাল পর্বতমালার একটি প্রত্যন্ত, বরফে ঢাকা ছোট শহরে, বড় স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল মেয়েটি। আজ স্বপ্নপূরণ হয়েছে। ছোট শহরের মেয়েটি উঁচু পদে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি পাস করেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর খুড়তুতো বোন, শাজিয়া বলেন, “আমরা ফলাফল নিয়ে অত্যন্ত খুশি। আমরা সবসময় ওর পড়াশোনার প্রতি কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্প দেখেছি। দুর্গম অঞ্চল এবং কঠিন রাস্তা কখনোই ওর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুবার ড্রেনে ভেসে গিয়েও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।”

    আরও পড়ুন: অভিষেক থেকে ব্রাত্য অনেকের সঙ্গেই ছবি! বিএড কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল, কে এই কুন্তল? 

    কী বললেন মাহভিশ?   

    বাবা-মা, শিক্ষক এবং বন্ধুদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়ে, মাহভিশ মালিক (Rajouri) বলেন, “ঈশ্বরের কৃপায় এবং বাবা-মার সমর্থনে, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। আমি আমার নিজের শহরে আমার প্রাথমিক শিক্ষা শেষ করেছি এবং বাবা গুলাম শাহ বাদশা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মাস্টার্স করেছি। আমি আমার মাস্টার্স শেষ করে ২০২১ সালে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম।”

    আরও পড়ুন: কলকাতার বুকে একটুকরো চিন! চায়না টাউনে পালন চিনা নববর্ষ    

    মালিকের বাবা শাকিল আহমেদ তার মেয়ের (Rajouri) সাফল্যে অত্যন্ত আনন্দিত। মেয়ের এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, “আমি আমার মেয়ের ফলে খুব খুশি। আজকাল মেয়েরা সত্যিই ছেলেদের চেয়ে ভাল করছে জীবনে। আমি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানটি প্রচার করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share