Tag: Stolen Bentley Car

Stolen Bentley Car

  • Stolen Bentley Car: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    Stolen Bentley Car: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার অদ্ভুত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে পাকিস্তান। গাড়ি চুরি হল লন্ডনে, আর খুঁজে পাওয়া গেল করাচিতে! এ যেন একেবারে অবাক করা কাণ্ড। তবে এই গাড়ি যেই সেই গাড়ি নয়, তার নাম বেন্টলে।

    সংবাদ সূত্রের খবর, ব্রিটেনের রাজধানী লন্ডন (London) থেকে চুরি হয়ে যাওয়া বিলাসবহুল বেন্টলে মুলসান সেডান (Bentley Mulsanne sedan) গাড়িটি করাচিতে নিয়ে আসা হয়েছিল। বাজারে যার আনুমানিক মূল্য ৩ লক্ষ মার্কিন ডলারেরও বেশি! ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকার বেশি। তবে কীভাবে লন্ডনের চুরি হওয়া গাড়ি করাচিতে পৌঁছলো এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কোনওমতে ঠেলেঠুলে গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন পাক কাস্টমসের কর্মীরা।

    সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি থেকে তথ্য পাওয়ার পরে করাচির কালেক্টরেট অফ কাস্টমস এনফোর্সমেন্ট অভিযান চালায়। সেই সময় দেখা যায় বেন্টলে মুলসান সেডান গাড়িটি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে। পাক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, লন্ডন থেকে গাড়িটি চুরি করার পরে সেই গাড়ি থেকে ট্রেসিং ট্র্যাকার সরাতে পারেনি চোরের দল। আর এইভাবেই উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির কোথায় আছে তা খুব সহজেই বুঝতে পেরে যায় ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

    আরও পড়ুন: স্কুলে নম্বর বেশি পাওয়ার ফল মৃত্যু! বিষ খাইয়ে খুন করার অভিযোগ সহপাঠীর মায়ের বিরুদ্ধে

    তবে জানা গিয়েছে অভিযান চলাকালীন দেখা যায়, সেই গাড়িতে পাকিস্তানের নম্বর প্লেট লাগানো ছিল। তবে তল্লাশি চালানোর পর জানা যায়, লন্ডন থেকে চুরি হওয়া গাড়ির চেসিস নম্বর আর সেই গাড়ির চেসিস নম্বর এক। এরপর গাড়ির মালিককে ওই গাড়ির উপযুক্ত কাগজপত্র দেখাতে বললে তা দেখাতে পারেনি। আর সেই কারণে গাড়িটি বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে বর্তমান মালিক এবং যে দালালের মাধ্যমে তিনি গাড়িটি কিনেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়।

    সূত্রের খবর অনুযায়ী, তদন্ত করে জানা গিয়েছে গাড়ি চুরির ক্ষেত্রে যারা যারা জড়িত ছিল তারা পূর্ব ইউরোপের একটি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকের কাগজপত্র ব্যবহার করে তা পাকিস্তানে নিয়ে গিয়েছিল। আবার, কাস্টমসের দায়ের করা এফআইআর থেকে জানা গিয়েছে, পাকিস্তানে গাড়িটি নিয়ে যেতে পাকিস্তানের টাকায় প্রায় ৩০০ মিলিয়নের বেশি কর ফাঁকি দিয়েছে গাড়ি চোরেরা।

LinkedIn
Share