Tag: Suella Braverman

Suella Braverman

  • Suella Braverman: ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের পদে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, জানেন তিনি কে?

    Suella Braverman: ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের পদে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, জানেন তিনি কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) ঋষি সুনক। তবে ব্রিটিশ প্রশাসনের একেবারে কোর এরিয়ায় চলে এসেছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান (Suella Braverman)। বছর ৪২ এর অ্যাটর্নি জেনারেল সুয়েলা হয়েছেন ব্রিটেনের পরবর্তী স্বরাষ্ট্র সচিব (Home secretary)। লিজ টাসের ক্যাবিনেটে জায়গা পেয়েছেন তিনি। আগে এই পদে ছিলেন প্রীতি প্যাটেল।

    ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছেন লিজ টাস। তার পরেই গঠন করছেন নয়া মন্ত্রিসভা। মঙ্গলবার তিনি ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী সুয়েলা ব্রেভারম্যানকে তিনি ওই পদে নিয়োগ করেছেন। জনসনের আমলে ওই পদে ছিলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। বছর ৪২ এর সুয়েলা কনজার্ভেটিভ পার্টির সাংসদ। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফেয়ারহ্যাম কেন্দ্রের প্রতিনিধি তিনি। বরিসের প্রধানমন্ত্রিত্বের সময় তিনি কাজ করেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে।

    আরও পড়ুন : অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী মানতে পারল না ব্রিটেন! জানেন কেন হারতে হল ঋষিকে?

    ১৯৮০ সালের ৩ এপ্রিল জন্ম সুয়েলার। তাঁর মা হিন্দু তামিল পরিবারের মেয়ে, নাম উমা। বাবা খ্রিষ্টি ফার্নান্দেজ। কেনিয়া থেকে এসেছিলেন। ২০১৫ সালের মে মাসে কনজার্ভেটিভ পার্টির টিকিটে ফেয়ারহ্যাম থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। পরে হন অ্যাটর্নি জেনারেল। পার্টগেট সহ একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ায় বিদায় নিতে হয় বরিসকে। স্বাভাভিকভাবেই প্রয়োজন হয়ে পড়েছিল প্রধানমন্ত্রী নির্বাচনের। এই প্রধানমন্ত্রী পদের দৌড়ে শেষতক ছিলেন দুজন। একজন লিজ টেস, অন্যজন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্যালটে ভোটাভুটি হলে সুয়েলা সমর্থন করেন লিজকে। ওই ভোটে জিতে প্রধানমন্ত্রী হন লিজ। তাঁকে সমর্থনের পুরস্কার লিজ দেন সুয়েলাকে। তাঁকে নিয়োগ করা হয় স্বরাষ্ট্র সচিব পদে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুয়েলা। ২০১৮ সালে বিয়ে করেন রাইল ব্রেভারম্যানকে। সুয়েলা ব্রেভারম্যান বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি নিয়মিত লন্ডন বুদ্ধিস্ট সেন্টারে যান। শপথও নেন বুদ্ধের প্রবচন উচ্চারণ করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম দিয়ে কটাক্ষের শিকার ভারতীয় বংশোদ্ভূত ঋষি – সুয়েলা

    Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম দিয়ে কটাক্ষের শিকার ভারতীয় বংশোদ্ভূত ঋষি – সুয়েলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে বরিসের জায়গায় কে থাকবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। ইতিমধ্যে অনেকেই তাঁর উত্তরসূরি হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। তবে বরিস সরে গেলে তাঁর জায়গা নিতে পারেন ঋষি সুনক (Rishi Sunak), এমনটাই আলোচনায় শোনা যাচ্ছে। যদি ঋষি সুনকই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকে ও ইনিই হন প্রধানমন্ত্রী, তবে তিনিই হবেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সুনকের বয়স ৪২ বছর। ২০২০ সালে বরিসই তাঁকে ‘চ্যান্সেলর অফ এক্সচেকার’ পদে নিয়োগ করেছিলেন অর্থাৎ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন।

    এরপর বরিস জনসন নিজের পদ ছেড়ে দিলে শুক্রবারই ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক দলের প্রেসিডেন্ট পদে লড়ার কথা ঘোষণা করেন। এ বিষয়ে তিনি একটি ট্যুইট করেন। নির্বাচনী প্রচারমূলক ওই ভিডিয়ো-বার্তায় ঋষি বলেন– এই মুহূর্তে কাউকে না কাউকে হাল ধরতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই কনজারভেটিভ পার্টির পরবর্তী সভাপতি ও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সামিল হচ্ছেন তিনি। এরপর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: বিদায় বরিস! ব্রিটেনের হাল ভারতীয়ের হাতে?

    ঋষির পক্ষে যেমন অনেকে কথা বলছেন,  তেমনি অনেকে তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না। একদিকে তিনি যেমন ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে সমর্থন পাচ্ছেন, তেমনি অনেক ঘটনার জন্য সমালোচিত হতে হচ্ছে। যেমন- বরিসের সঙ্গী হিসাবে ‘পার্টিগেট’ বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর ইনফোসিসে তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির অংশীদারিত্ব এবং সেখান থেকে প্রাপ্ত আয় করা অর্থের উপর কর না দেওয়ারও অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এছাড়াও ব্রিটেনের অর্থমন্ত্রী হয়েও আমেরিকার গ্রিন কার্ড থাকার ফলে তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়।

    এছাড়াও নেটিজেনদের অনেকেই ট্যুইটারেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। ঋষি প্রধানমন্ত্রীর পদের জন্য ঘোষণা করলে তিনি ReadyForRishi নামে একটি ক্যাম্পেইন শুরু করলে এক নেটিজেন সমালোচনা করে বলেন, বরিস জনসন পদত্যাগ করার আগেই তিনি Ready4Rishi নামে ডোমেইন তৈরি করে রেখেছেন। আরেকজন বলেন, “ঋষি সুনক একজম মাল্টি বিলিয়নিয়র।”  সাংসদ রিচার্ড বার্গন (Richard Burgon) ট্যুইটারে লিখেছেন, “সুনক পরিবারের ১০০ মিলিয়নের সম্পত্তি রয়েছে কিন্তু তবু তাঁরা ট্যাক্স দেন না।“  ব্রিটেন ব্যারিস্টার মৌঘাম ট্যুইটে বলেন, “আপনারা কি মনে করছেন যে দলের লোকেরা ‘ব্রাউন ম্যান’ ঋষিকে বেছে নেবে?”

    আরও পড়ুন: নেতা খুঁজছে লন্ডন! আপাতত কাজ সামলাবেন বরিস

    অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যানও (Suella Braverman) প্রধানমন্ত্রীর পদের জন্য নিজের নাম ঘোষণা করায় সমালোচনা শুরু হয়েছে। তাঁকে কটাক্ষ করে ট্রাম্পের ‘ব্রাউন ফিমেল ভার্সন’ বলা হয়েছে।

    উল্লেখ্য, অক্টোবরে কনজারভেটিভ পার্টির সম্মেলনে বেছে নেওয়া হবে নতুন প্রধানমন্ত্রীকে। ঋষির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে  ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, পাক বংশোদ্ভূত সাজিদ জাভিদের নামও। পাশাপাশি পেনি মর্ডান্ট, বেন ওয়ালেস, লিজ ট্রুসদের নামও উঠে এসেছে আলোচনায়।  

LinkedIn
Share