Tag: Suhana Khan

Suhana Khan

  • Shah Rukh Khan: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ, কেমন আছেন কিং খান?

    Shah Rukh Khan: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ, কেমন আছেন কিং খান?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুস্থ আছেন কিং খান। ২২ মে ডিহাইড্রেশনের কারণে শাহরুখ খানকে (Shah Rukh Khan) আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। এদিন সকালেই তাঁকে দেখতে হাসপাতালে যান স্ত্রী গৌরী খান। প্রথমে মনে করা হয়েছিল বাদশাকে মুম্বইয়ের কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তারপর হাসপাতাল সূত্রে জানা যায়, এখন তিনি ঠিক আছেন, তাই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকরা শাহরুখকে (Juhi meets Shah Rukh) পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। 

    শাহরুখকে দেখতে হাসপাতালে জুঁহি

    কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে মঙ্গলবারই আমেদাবাদে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। সারাদিন প্রায় মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুধবার দুপুরে আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান তাঁর স্ত্রী গৌরী খানও। শাহরুখের বন্ধু তথা কেকেআর-এর সহ-মালিক অভিনেত্রী জুহি চাওলাও (Juhi meets Shah Rukh)হাসপাতালে যান। জুহি জানান, শাহরুখ সুস্থ আছে। ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। সপ্তাহান্তে আইপিএল ফাইনালে চিপকের গ্যালারিতে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গেই নাইটদের চিয়ার করবেন তিনি।

    কেন অসুস্থ কিং খান 

    সূত্রের খবর, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচণ্ড গরমে বাদশা অসুস্থবোধ করেন। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও। উল্লেখ্য, বুধবার সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অবশেষে ভক্তদের প্রার্থনায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির পথে বাদশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের বলিপাড়ায় নতুন তারকা জুটির সম্পর্কের গুঞ্জন! বলিউডের নতুন জুটি হতে চলেছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা! তবে কি খান-বচ্চন পরিবার আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়তে চলেছে? তবে কি একে অপরকে মন দিয়ে বসেছেন তাঁরা? এমনটাই প্রশ্ন চারিদিকে। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান ও বচ্চন কন্যা শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমেই বলিউডে এন্ট্রি হতে চলেছে দুই সেলেব কিডসের। কিন্তু তার আগেই সুহানা ও অগস্ত্যর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এই খবর কতটা সত্যি, তা এখনও জানা যায়নি।

    সুহানার প্রেমে হাবুডুবু অগস্ত্য!

    সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, জোয়া আখতারের সিনেমার সেটেই শুরু হয়েছে এই প্রেম কাহিনি। ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি তৈরি হয়েছে এই নতুন সম্পর্ক। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা। তবে সেটে শুরু হওয়া এই রোম্যান্সের চর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বি-টাউনে। সম্প্রতি কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর জল্পনা।

    এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলেও পরিচয় দিয়েছিলেন অগস্ত্য। এখানেই শেষ নয়, আরও জানা যাচ্ছে, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। তাঁদের বন্ধুত্বে নাকি বেশ খুশি অগস্ত্যর মা শ্বেতা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি সুহানা-অগস্ত্য।

    নেটিজেনদের আবার একাংশ এই খবরকে গুজব বলে মেনে নিয়েছেন। অনেকে বলেছেন, সিনেমা রিলিজ হওয়ার আগে ইচ্ছাকৃতভাবেই এই খবর ছড়ানো হয়েছে। তবে খান-বচ্চন অনুরাগীরা সুহানা-অগস্ত্যর সম্পর্কের খবরে বেজায় খুশি। প্রসঙ্গত, জোয়ার এই নতুন সিনেমার মাধ্যমে শুধু সুহানা আর অগস্ত্য নন, অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি এই সিনেমা।

LinkedIn
Share