Tag: Sultanpuri Accident

Sultanpuri Accident

  • Delhi Accident: দিল্লি কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা! পুলিশের নজরে আরও দুই ব্যক্তি

    Delhi Accident: দিল্লি কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা! পুলিশের নজরে আরও দুই ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে দিল্লির অঞ্জলি সিং-এর ভয়াবহ মৃত্যুর ঘটনায় এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার, দিল্লি পুলিশ জানায়, এই ঘটনায় তাদের সন্দেহভাজনের তালিকায় উঠে এসেছে আরও দুই ব্যক্তির নাম। এমনকী জানা গিয়েছে, এই দুই ব্যক্তি প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন। ইতিমধ্যেই গাড়ির সওয়ারি পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুডা জানিয়েছেন, এই দুই সন্দেহভাজন হলেন আশুতোষ এবং অঙ্কুশ নামের ব্যক্তি। তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে অঞ্জলির মত্ত হয়ে গাড়ি চালানোর নিধির দাবিকে মিথ্যে বলেছেন অঞ্জলির মা।

    অঞ্জলি সিং-এর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

    সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত পাঁচজনের নাম অমিত খান্না, দীপক খান্না, মিঠুন, কৃষাণ এবং মনোজ মিত্তাল। আর এদেরকেই সাহায্য করার চেষ্টা করছিলেন ওই সন্দেহভাজন দুই ব্যক্তি। সাগরপ্রীত হুডা বলেন, “আমরা পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার সময় আমরা জানতে পেরেছি, এই ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত আছে। আমাদের দল তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। অপর দুই অভিযুক্তের নাম আশুতোষ এবং অঙ্কুশ খান্না। তারা ওই পাঁচজনকে রক্ষা করার চেষ্টা করেছিলেন ও প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।”

    হুডা আরও জানিয়েছেন, মামলার তদন্তের জন্য দিল্লি পুলিশের মোট ১৮ টি দল গঠন করা হয়েছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট দাখিল করার চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, অঞ্জলি সিং-এর বান্ধবী, ঘটনার অন্যতম সাক্ষী নিধির বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর সঙ্গে অভিযুক্তদের কোনও যোগসূত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    আরও পড়ুন:দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    নিধির দাবি অস্বীকার অঞ্জলির মায়ের

    অঞ্জলির বন্ধু নিধি দাবি করেছিলেন, অঞ্জলি মত্ত হয়ে স্কুটি চালাচ্ছিলেন। এবার তাঁর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন অঞ্জলির মা রেখা দেবী। তাঁর অভিযোগ, নিধি মিথ্যা কথা বলছেন। তাঁর মেয়েকে খুনের চক্রান্তে সে-ও শামিল ছিলেন বলে দাবি করেছেন তিনি। আবার অঞ্জলির পারিবারিক চিকিৎসক জানান, তাঁর ময়নাতদন্তের রিপোর্টে মদ খাওয়ার সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। অঞ্জলির মায়েরও দাবি, তিনি তাঁর মেয়েকে কোনও দিন মদ খেয়ে বাড়ি আসতে দেখেননি। উল্টে নিধির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

    ক্ষতিপূরণ অঞ্জলির পরিবারকে

    এই ঘটনার পর দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বুধবার অঞ্জলির বাড়িতে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে অঞ্জলির পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অঞ্জলির মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে পরবর্তীতে এই ঘটনায় আর কী কী তথ্য বেরিয়ে আসে, সেটিই এখন দেখার।

  • Sultanpuri Accident: অঞ্জলিকে ফেলে পালিয়েছিলেন! সেই বান্ধবীর বিরুদ্ধে তদন্তের দাবি মহিলা কমিশনের

    Sultanpuri Accident: অঞ্জলিকে ফেলে পালিয়েছিলেন! সেই বান্ধবীর বিরুদ্ধে তদন্তের দাবি মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে ২০ বছরের তরুণী অঞ্জলি সিং-এর মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছে দিল্লি সহ গোটা দেশ। সেদিন রাতে অঞ্জলির স্কুটিতে ধাক্কা মেরে প্রায় ১২ কিমি পথ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আর এবার অঞ্জলির মৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর বান্ধবী নিধি।  আর এতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

    জানা গিয়েছে, সেদিন রাতে অঞ্জলির সঙ্গে স্কুটিতে নিধিও ছিলেন সেখানে। কিন্তু তিনি ভয়ে, আতঙ্কে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, সেদিন রাতে অঞ্জলি নেশা করেও ছিলেন। আর নিধির এই সব দাবিতে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, নিধির বিরুদ্ধে তদন্ত করতে। কারণ তিনি সেদিন তাঁর বন্ধুকে না বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলেন।

    আরও পড়ুন: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর…

    এই ঘটনায় কী কী তথ্য জানা গিয়েছে?

    ১) বর্ষবরণের রাতে এই দুর্ঘটনার পর প্রথমে মনে করা হয়েছিল, অঞ্জলি সিং একাই স্কুটিতে ছিলেন। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, স্কুটিতে অঞ্জলির সঙ্গে আরও এক তরুণী ছিলেন। পরে জানা যায়, তিনি অঞ্জলি সিং-এরই বান্ধবী নিধি।

    ২) নিধি গতকাল দাবি করেছেন, বর্ষবরণের রাতে অঞ্জলি নেশা করেছিলেন ও অঞ্জলি স্কুটি চালানোর জন্য জোর করেছিলেন, তাই নিধি স্কুটির পিছনে বসতে বাধ্য হয়েছিলেন। এমনকী নিধিকে হুমকিও দিয়েছিলেন যে স্কুটি চালাতে না দিলে অঞ্জলি গাড়ি থেকে লাফ দেবেন। আর স্কুটি চালানো নিয়েই তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল।

    ৩) এছাড়াও অঞ্জলি ও তাঁর বন্ধু নিধি যে হোটেলে গিয়েছিলেন, সেখানকার ম্যানেজার জানিয়েছেন, রাত দেড়টার দিকে হোটেল থেকে বের হওয়ার আগে নিধি ও অঞ্জলি মারামারি করছিলেন। ম্যানেজার বলেন, “তারা দুজনেই ঝগড়া করছিলেন। আমি যখন তাঁদের মারামারি করতে না বলেছিলাম, তখন তাঁরা নীচে নেমে মারামারি শুরু করেন, তারপর তাঁরা দুজনেই একটি স্কুটারে চলে যায়।”

    ৪) আবার জানা গিয়েছে, তাঁরা হোটলে কিছু ছেলেদের সঙ্গেও কথা বলেছিলেন। যাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    ৫) অভিযুক্তরা আগে জানিয়েছিলেন যে, তাদের গাড়িতে যে অঞ্জলি আটকে ছিলেন তা জানতে পারেনি তারা। কিন্তু নিধি দাবি করেছেন, ওরা সব জেনে বুঝে এই অপরাধ করেছে। অঞ্জলি চিৎকার করছিলেন। তা সত্ত্বেও ওরা গাড়ি থামায়নি। ভয় পেয়ে তিনি কাউকে কিছু না জানিয়েই ওখান থেকে চলে আসেন।

    ৬) নিধি জানিয়েছেন, সেদিন গাড়িতে উপস্থিত ৫ জনও নেশা করেছিলেন। এর পর অঞ্জলিকে স্কুটি চালাতে দেওয়ার পরেই অভিযুক্তরা তাঁদের স্কুটিতে ধাক্কা দেয়।

    পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, অঞ্জলির এই বান্ধবীর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল নিধি ও হোটেল ম্যানেজারের বক্তব্যের প্রতিবাদ করে জানিয়েছেন, যে তাঁর বান্ধবীকে বিপদে ফেলে চলে যেতে পারেন, তাঁকে বিশ্বাস করা যায় কি? তিনি আরও বলেন, “মেয়েরা যদি নেশা করে মারামারি করত তাহলে পুলিশ ডাকত, রাতে হোটেল থেকে বের করা হল কেন? নেশার প্রমাণ কি? STOP VICTIM SHAMING!”  

LinkedIn
Share