Tag: Sundar Pichai school

Sundar Pichai school

  • Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু স্কুলই দাবি করে তিনি তাদের ছাত্র। আবার অনেক সময় শোনা যায় তিনি নাকি কোনও স্কুলেই পড়াশোনা করেননি। প্রথাগত শিক্ষার বদলে বাড়িতে থেকেই নাকি পড়াশোনা করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। অবশেষে নিজের মুখেই সেই উত্তর দিলেন গুগলের (Google) সিইও । স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের (Stanford Graduate School of Business) একটি অনুষ্ঠানে, তিনি জানান উইকিপিডিয়ায় (Wikipedia) তার সম্পর্কে অনেক ভুল তথ্য রয়েছে। তিনি আসলে চেন্নাইয়ের ভানা বাণীতে  একটি স্কুলে পড়াশোনা শেষ করেছেন। স্কুলটি আইআইটি মাদ্রাজ (IIT Madras) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত। ওই অনুষ্ঠানে একজন পিচাইকে তাঁর স্কুল সম্পর্কে প্রশ্ন করলে একথা জানান গুগল সিইও। 

    ২০১৫ সালে গুগলের সিইও হিসাবে নিযুক্ত হন সুন্দর পিচাই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে সপ্তাহে তিনি গুগুল সিইও নিযুক্ত হন সেই সপ্তাহেই তাঁর উইকিপিডিয়া পৃষ্ঠায় প্রায় ৩৫০ বার সংশোধন করা হয়। পরে ২০১৯ সালে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট -এর সিইও হিসেবেও নিযুক্ত হন পিচাই। তিনি শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে একজনই নন।  বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম খুঁজে পাওয়া যায়।

    উইকিপিডিয়া পৃষ্ঠায় তাঁর  স্কুলগুলির একটি দীর্ঘ তালিকা দেখানো হয়েছিল পিচাইকে। জবাবে তিনি বলেন, এর মধ্যে মাত্র দুটি সত্য। তিনি জানিয়েছেন, তাঁর নাম করে অনেক স্কুলই পড়ুয়াদের আকৃষ্ট করে, সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য। যা কখনওই কাম্য নয়। নিজেদের অধ্যাবসায়ের জেরেই সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। পিচাই আইআইটি-খড়গপুর (IIT-Kgp) থেকে B.Tech, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে এমএস এবং পেনসিলভানিয়া (Pennsylvania) বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন।

LinkedIn
Share