Tag: Sunil Chhetri

Sunil Chhetri

  • India vs Bangladesh: ফিরছেন সুনীল! বাংলাদেশের বিপক্ষে নামার আগে মলদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভারতের

    India vs Bangladesh: ফিরছেন সুনীল! বাংলাদেশের বিপক্ষে নামার আগে মলদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের জার্সিতে আজ, বুধবার প্রত্যাবর্তন হতে চলেছে কিংবদন্তী ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর। বুধবার শিলংয়ে মলদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে নামবে ভারতীয় দল। এই প্রথম মেঘালয়ের রাজধানীতে খেলবে মেন-ইন ব্লু। পরের সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়াফার খেলবে ভারত। সেখানেও থাকার কথা সুনীলের। ক্রিকেটে বাংলাদেশকে (India vs Bangladesh) পরাজিত করার পর ফুটবলেও তাদেরকে হারিয়েই এএফসি এশিয়ান কাপ এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় ভারত।

    কেন অবসর ভাঙলেন সুনীল

    ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দারুণ ফর্মে আছেন ছেত্রী। বেঙ্গালুরু এফসির হয়ে খেলে ৪০ বছর বয়সী এই ফুটবলার প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা। আইএসএলের লিগ পর্বে ১২টি গোল করেছেন তিনি সঙ্গে অ্যাসিস্ট করেছেন ২টিতে। সেই কারণেই ভারতীয় কোচ মানোলো মার্কেজ সুনীলকে ফিরে আসতে অনুরোধ করেন। তারপরই অবসর থেকে ইউ-টার্ন নেওয়ার সিদ্ধান্ত নেন সুনীল। বুধবার শিলং-য়ে দেশের হয়ে ১৫২তম ম্যাচে নামবেন তারকা ফুটবলার। মানোলোর অনুরোধে অবসর ভেঙে ফিরেছেন সুনীল। বাংলাদেশের (India vs Bangladesh) ফুটবল সমর্থকদের একাংশের দাবি, হামজা চৌধুরীর ভয়ে নাকি সুনীল ছেত্রীকে অবসর ভেঙে খেলতে নামতে হচ্ছে। কারণ হামজা চৌধুরীর কাছে রয়েছে ইউরোপে খেলার অভিজ্ঞতা। তাই বাংলাদেশে তাঁর ডিফেন্স ভাঙার জন্যই নাকি সুনীলকে অবসর ভেঙে নামতে হচ্ছে। তবে বাংলাদেশের সমর্থকরা হামজা চৌধুরীকে নিয়ে গর্ব করলেও ভারত ও বাংলাদেশের মধ্যে ফুটবল ম্যাচের ফল কিন্তু বলছে অন্য কথা। ভারত-বাংলাদেশ মোট ৩১টি ম্যাচের মধ্যে ১৬টিতে জিতেছে ভারত। বাংলাদেশ ২টিতে, ১৩টি ম্যাচ অমীমাংসিত।

    বাংলাদেশকে হারানোই লক্ষ্য ব্লু-টাইগার্সদের

    কোচ হওয়ার পর আগামী সপ্তাহে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ মানোলোর। তার আগে দলের কম্বিনেশন দেখে নিতে চান স্প্যানিশ কোচ। মলদ্বীপ ম্যাচকে তার প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন। মানোলো বলেন, ‘অবশ্যই সুনীল সব ম্যাচে খেলবে। শুরু করবে না পরিবর্ত হিসেবে নামবে সেটা এখনও ঠিক করিনি। আমরা ছটা পরিবর্ত ব্যবহার করতে পারি। সুতরাং, ১৭ জন খেলতে পারবে। সুনীল তারই মধ্যে একজন হবে। চলতি মরশুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল সুনীলের। প্লেয়ারের বয়স ২০ না ৪০, না ৮৭, আমার দাদুর বয়সী, সেটা বিষয় নয়। কেউ ছন্দে থাকলে, জাতীয় দলে থাকবে। জাতীয় দল প্লেয়ার তৈরি করার জন্য নয়। এখানে তৈরি প্লেয়াররাই আসবে। ম্যাচ জিততে হবে। সেটা করতে হলে, যারা ছন্দে আছে তাঁদের ডাকতে হবে।’ আসন্ন এশিয়ান কাপ (Asian Cup) বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। সফল হলে ২০২৭-এর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত। আগামী এশিয়ান কাপের মূলপর্বে উঠলে ভারত টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলবে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে আগে কখনও হয়নি।

     

     

     

     

  • FIFA World Cup Qualifier: সুনীল পরবর্তী যুগে প্রথম ম্যাচ! বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সামনে ভারত

    FIFA World Cup Qualifier: সুনীল পরবর্তী যুগে প্রথম ম্যাচ! বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের সামনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলে সুনীল-পরবর্তী যুগের সূচনা। আজ, মঙ্গলবার দোহায় কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। কিংবদন্তী সুনীল ছেত্রীর অবসরের পর এটাই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচে সুনীল (Sunil Chhetri) থাকবেন গ্যালারিতে প্রাক্তন প্লেয়ার হিসেবে আর অধিনায়কের ব্যান্ড থাকবে গুরপ্রীত সিং সাঁধুর হাতে। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ভবিষ্যৎ।

    ভারতের সমীকরণ

    এখনও ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) তৃতীয় রাউন্ডে যাওয়ার। বর্তমানে পয়েন্ট টেবিল দেখলে কাতার রয়েছে শীর্ষে। তাদের পয়েন্ট ১৩। চারটে জয় ও একটা ড্র করেছে তারা। এরপর রয়েছে যথাক্রমে ভারত, আফগানিস্তান ও কুয়েত। ভারত ও আফগানিস্তানের পয়েন্ট ৫ করে। আর কুয়েতের পয়েন্ট ৪। গ্রুপ থেকে শীর্ষ স্থানে শেষ করা দুটো দল যাবে পরের রাউন্ডে। কাতার তাদের জায়গা পাকা করে ফেলেছে। আর দ্বিতীয় স্থানের জন্য ভারত ও আফগানিস্তান লড়াইয়ে রয়েছে। এই ম্যাচে যদি ভারত জেতে তাহলে কোনও চিন্তা ছাড়াই তারা পরের রাউন্ডে চলে যাবে। আর যদি ড্র করে তাহলে ভরসা করতে হবে আফগানিস্তান ও কুয়েত ম্যাচের।

    আশাবাদী কোচ স্টিমাচ

    ধারে ও ভারে কাতার অনেকটাই এগিয়ে রয়েছে। তারা প্রথম ম্যাচে ভারতকে ৩ গোলে হারিয়েছিল। তবে কাজটা কঠিন হলেও ভারতীয় দলের কোচ স্টিমাচ আশাবাদী। সোমবার দোহায় তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “গত পাঁচ বছরে দলের মধ্যে আশার সঞ্চার করেছি আমরা। যা আগে কখনও ছিল না। দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমার বিশ্বাস, ওরা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে”। বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে (FIFA World Cup Qualifier) মোট ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি দল। তৃতীয় রাউন্ডে ১৮টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। ভারত এখন সেই দিকে তাকিয়ে। তবে সুনীলকে (Sunil Chhetri) ছাড়া এই ম্যাচ ভারতীয় ফুটবলে একটা অন্য দিনের সূচনা করবে।

    কখন কোথায় দেখবেন ম্যাচ

    বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের (FIFA World Cup Qualifier) গ্রুপস্তরে কাতার বনাম ভারতের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে। ম্যাচটা কোনও চ্যানেলে দেখা যাবে না। পুরোটাই অনলাইনে স্ট্রিম করা হবে। ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচটা দেখানো হবে। বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ ভারতে আয়োজিত হলে সেটা দেখানো হয় স্পোর্টস ১৮ চ্যানেলে, তবে বিদেশে হলে সেটা দেখানো হচ্ছে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীল-সাগরে ভাসল কলকাতা, ইতিহাস গড়া হল না ভারতের

    Sunil Chhetri: সুনীল-সাগরে ভাসল কলকাতা, ইতিহাস গড়া হল না ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন সাতটা, যুবভারতী চত্বরে একটাই আওয়াজ সুনীল, সুনীল। ভিড় থেকে একটা নামই ভেসে আসছিল বারবার। বৃহস্পতিবার, সুনীল সাগরে ভেসে গেল যুবভারতী। যাবে নাই বা কেন? ১৯ বছর ধরে ভারতীয় ফুটবলকে টানছেন তিনি। বাইচুং ভুটিয়ার পর ভারতীয় ফুটবলের আইকন সুনীল (Sunil Chhetri)। আজ জাতীয় দলের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ। আবেগপ্রবণ সুনীল। যদিও বিদায়বেলায় শেষ নাচ নাচা হল না তাঁর। ভারত-কুয়েত ম্যাচ (India vs Kuwait) শেষ হল গোলশূন্যভাবে। 

    কঠিন হল ভারতের লড়াই

    গ্রুপ এ-তে সবার উপরে রয়েছে কাতার। তাদের ৪ ম্যাচে ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ভারত। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কুয়েত উঠে এল তৃতীয় স্থানে। আফগানিস্তানের ৪ ম্যাচে ৪ পয়েন্ট। বৃহস্পতিবার রাতের ম্যাচে কাতারের বিরুদ্ধে খেলা রয়েছে আফগানিস্তানের। সেই ম্যাচে আফগানিস্তান হারবে বলেই ধরে নেওয়া যায়। পরের রাউন্ডে কুয়েত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটিই (India vs Kuwait) হতে চলেছে গুরুত্বপূর্ণ। কুয়েত বা আফগানিস্তান যে-ই জিতুক, ভারতকে টপকে দ্বিতীয় স্থান অর্জন করে ছিটকে দেবে ভারতকে। এই অবস্থায় ভারতের পক্ষে আশার কথা একটিই, আফগানিস্তান যদি কাতারের কাছে হারের এবং শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ড্র করে, তা হলে তিনটি দলেরই পয়েন্ট হবে পাঁচ। সে ক্ষেত্রে গোলপার্থক্যে ভারত তৃতীয় রাউন্ডে যেতে পারে।

    এক অধ্যায়ের সমাপ্তি

    পাকিস্তানের বিরুদ্ধে ২০০৫ সালে যে যাত্রা শুরু হয়েছিল, ২০২৪-এ সেই যাত্রার শেষ পর্বে এসেও সুনীল (Sunil Chhetri) একই রকম। ভারতীয় দলের হয়ে খেলা প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত সুনীলের দায়বদ্ধতা ছিল একই রকম। বয়সের কারণে ধার কমেছে, গতি শ্লথ হয়েছে। কিন্তু যেটা কমেনি, সেটা হল জেতার অদম্য খিদে এবং ইতিবাচক মানসিকতা। জিতলে যেমন অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাননি। তেমনই হেরে গিয়ে কখনও সুনীল কাঁদেননি। মাথা নীচু করে থেকেছেন, আবেগ নিয়ন্ত্রণ করেছেন। এদিনও সেই একইভাবে আবেগ নিয়ন্ত্রণ করলেন।

    কলকাতা ময়দান থেকেই আন্তর্জাতিক মঞ্চে উত্থান সুনীল ছেত্রীর (Sunil Chhetri)। সেই কলকাতাতেই আন্তর্জাতিক ফুটবলে ইতি। ক্যাপ্টেনের এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন প্রত্যেকেই। ক্লাব ফুটবলের সতীর্থ থেকে প্রতিপক্ষ। জাতীয় দলের প্রাক্তন সতীর্থ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত এমন অনেকেই। উপলক্ষ্য, ক্যাপ্টেন সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বিদায়ী ম্যাচ। লক্ষ্য, কুয়েতকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ড। পাশাপাশি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপেরও যোগ্যতা অর্জন। কিন্তু হল না। শেষ ম্যাচেও সবচেয়ে বেশি পরিশ্রম করলেন সুনীলই। সতীর্থরাও চেষ্টা করে গেলেন। সাফল্য মিলল না যদিও। কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে ড্র দিয়েই নীল জার্সিতে কেরিয়ারের ইতি টানলেন সুনীল।  তরুণ সতীর্থদের কান্নায় হারিয়ে গেলেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা গায়ে লেগে যাবে প্রাক্তন তকমা। ব্লু-জার্সি গায়ে দেশের হয়ে আজই তাঁর শেষ ম্যাচ। তবু দেশের হয়ে শেষ অনুশীলনেও অবিচল সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বাকিরা যখন বিশ্রাম নিচ্ছেন, মাঠের একপ্রান্তে তখন পেনাল্টি অনুশীলন করছেন সুনীল। এ তাঁর নিত্য অভ্যাস। শেষ দিন বলেও বাদ নেই। চরম পেশাদারিত্ব মনোভাব। আবেগ থাকলেও তা যেন কখনওই তাঁকে চেপে না ধরে সতর্ক সুনীল।

    সতীর্থদের উপহার

    এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষ ৩৬-এ রয়েছে ভারত। এখান থেকে তারা পরের রাউন্ডে গেলে ফাইনাল ১৮ রাউন্ডে প্রবেশ করবে এবং সেটা হবে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) টিম ইন্ডিয়ার উপহার। কারণ ইতিহাসে এই প্রথমবার ভারত তৃতীয় রাউন্ড বা ফাইনাল ১৮-তে প্রবেশ করতে পারবে। তাই সুনীলের জন্য কুয়েত (India vs Kuwait) ম্যাচ জিততে বদ্ধপরিকর তাঁর সতীর্থরা।

    ম্যাচের গুরুত্ব

    সুনীলের (Sunil Chhetri) শূন্যতা ভরাট করা যে সহজ নয় সেটা মানছেন কোচ ইগর স্টিমাচ। তাঁর কথায়, “অধিনায়কের শেষ ম্যাচ, এটা জানার পরেই ম্যাচটার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তবু ম্যাচটা ভারত বনাম কুয়েতের। ওটাতেই নজর দিতে হবে এবং যেটা দরকার করতে হবে। আমরা তৈরি।” গত ১২ মাসে ভারত-কুয়েত একে অপরের বিরুদ্ধে তিন বার খেলেছে। দু’বার সাফে (এক বার ১-১ ড্র এবং ফাইনালে ভারত টাইব্রেকারে জেতে)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে তারা।স্তিমাচ বলেছেন, “তিনটি কঠিন ম্যাচ খেলেছি। যে কোনও দল জিততে পারত। কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতা আমার সবচেয়ে ভাল লেগেছে। রক্ষণ দারুণ খেলেছে। বক্সের কাছাকাছি ওদের আসতে দেয়নি। পরিষ্কার সুযোগ তৈরি করেছি। বৃহস্পতিবারও সেটাই করে দেখাতে চাই।”

    আরও পড়ুন: টিকিটের দাম আকাশ ছোঁয়া, ফাঁকা গ্যালারিতেই খেললেন কোহলি-রোহিত

    কখন, কোথায় ম্যাচ

    ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ভারত-কুয়েত ম্যাচ (India vs Kuwait)। টিভিতে ম্যাচটি দেখানো হবে স্পোর্টস ১৮ ১ ও স্পোর্টস ১৮ ৩ চ্যানেলে।বিশ্বকাপে যোগ্যতাঅর্জনকারী ম্যাচে ভারত বনাম কুয়েতের লড়াই অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও মোবাইলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    Sunil Chhetri: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ম্যাচ এই ভেবে মাঠে নামতেই চান না ভারতের লিজেন্ডারি ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে ভারত। এই ম্যাচেই অবসর নিতে চলেছেন সুনীল (Farewell Match of Sunil)। বুধবার সুনীল বলেন, “আমরা বেশির ভাগ ফুটবলারই ২০ দিন আগে একত্র হয়েছি। তখন আমার শেষ ম্যাচ নিয়ে কথা হয়েছে। সেখানেই শেষ। এখানে স্রেফ ভারত-কুয়েত ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি। অবসর নেব, এটা ভেবে খেলতে নামতে চাইছি না।”

    বার বার মনে করাবেন না

    ম্যাচের আগে বুধবার সাংবাদিকদের অনুরোধের সুরে সুনীল (Sunil Chhetri) বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি শেষ ম্যাচের কথাটা বার বার মনে না করাতে। এটা ভারতের সঙ্গে কুয়েতের লড়াই। নিজের ভেতরে আমি একটা ছোট যুদ্ধ লড়ছি। দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করে বিব্রত করবেন না। আপনারা যাঁরা এই প্রশ্ন করছেন তাঁদের জানা দরকার, সাজঘরে আমরা এটা নিয়ে কথা বলি না। আমরা একই রকম আছি। একই ভাবে মজা করছি। আমার শেষ ম্যাচ নিয়ে কথা হয়ই না। ওই আলোচনা শেষ হয়ে গিয়েছে। কুয়েত ম্যাচটা জিততে চাইছি। তৃতীয় রাউন্ডে আগে কখনও উঠিনি। সেটা অর্জন করার একটা দারুণ সুযোগ রয়েছে।”

    আবেগ থাকবেই

    সুনীল (Sunil Chhetri) বলেন, ‘আবেগ থাকবেই। তবে এখন শুধুই ম্যাচ নিয়ে ভাবছি। আমরা ড্রেসিংরুমে আমার অবসর নিয়ে আর কোনও কথা বলি না। আমার শেষ ম্যাচ নিয়ে চর্চা এখন অতীত। শুধুমাত্র আপনারাই আবেগের প্রসঙ্গ টানেন। আমাদের সামনে এখন শুধুই কুয়েত ম্যাচ। যা আমাদের ভাল খেলে জিততে হবে। আমি বেশ কয়েকবার এখানে বসে সাংবাদিক সম্মেলন করেছি। এমন অনেকজন এখানে রয়েছে যাদের আমি গত ২০ বছর ধরে দেখছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে এবার ম্যাচে ফোকাস করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ। এর থেকে ভাল অবসরের মঞ্চ হতেই পারত না। আমি মানসিকভাবে শান্তিতে আছি। নিজের সবটা উজাড় করে দিয়েছি। আমরা কাল ইতিহাস সৃষ্টি করতে পারব কিনা সেটা সময়ই বলবে। তবে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’

    কলকাতার সমর্থন

    সুনীল (Sunil Chhetri) জানালেন, নিজেদের সর্বশক্তি কাজে লাগিয়ে তাঁরা কুয়েত ম্যাচটা জেতার চেষ্টা করবেন।  সুনীল (Farewell Match of Sunil) বলেন, “কলকাতায় ম্যাচটা খেলতে পেরে আমরা খুশি। আশা করছি প্রচুর সমর্থন পাব। একটা দারুণ যুদ্ধ হতে চলেছে। আমরা তৈরি।”  ১৯ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেকে গোল পেয়েছিলেন। বিদায়ী ম্যাচেও গোল করে আরও একটি বৃত্ত সম্পূর্ণ করতে চাইবেন সুনীল। কিন্তু সেই নিয়ে ভাবছেন না। গোল পেলে ভাল, না পেলেও ক্ষতি নেই। আসল লক্ষ্য দেশকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তুলে অবসরের লগ্নকে স্মরণীয় করে রাখা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচটি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবলের শেষ ম্যাচ (Sunil Chhetri)। ১৫০টি ম্যাচে দেশের জার্সিতে ৯৪টি গোলের মালিক ভারতীয় ফুটবলের সুনীল। সুনীলের অবসর ম্যাচকে ঘিরে আবেগের স্রোত বইতে শুরু করেছে ভারতের ফুটবল জগতে। ইতিমধ্যে ৬ জুনের টিকিট নিঃশেষিত। সুনীল ছেত্রীও (Sunil Chhetri) স্বয়ং আবেগতাড়িত।

    কী বলছেন সুনীল? 

    তিনি বলছেন, ‘‘শেষ কয়েকটি দিন আমি দ্বিধার মধ্যে রয়েছি। জাতীয় দলের সঙ্গে আমার আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমি সেই দিন গুলোকে কীভাবে দেখব? আমি কি প্রতিটি দিন গুনব, প্রতিটি অনুশীলন হিসাব করব? কোনটা হবে আমার সঠিক পথ? অথবা শেষ ম্যাচটা কোনও চিন্তা না-করে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য প্রস্তুত হব? সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে বলার কারণ কোনও কিছুই আমার কাছে সহজে আসেনি। তাই ঠিক প্রতিটি অনুশীলন প্রতিটি ক্ষণ আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। কোনও প্রশংসা ছাড়াই মনে হচ্ছে আমি ফুটবলের কাছে ভীষণভাবে ঋণী। আমি যা পেয়েছি তার জন্য আমার দলের কাছেও ঋণী।’’

    ইনস্টাগ্রামে কী লিখলেন সুনীল?

    এমন আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সুনীল (Sunil Chhetri) লিখেছেন, ‘‘শেষের এই কয়েকটা দিন আমি বেশ দ্বিধায় ভুগছি। জাতীয় দলের হয়ে আমার আর হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমি ভাবছি ঠিক এই সময়ে কোন পথটা আমার জন্য সঠিক হবে। আমি কী এখন থেকে প্রতিটা দিন গুনব। প্রতিটা অনুশীলন সেশন গুনব! নাকি আমি মাথায় কোনও রকম কোনও চিন্তা ছাড়াই প্রতিদিন অনুশীলনে যোগ দেব! মাথায় কী এই চিন্তাটা রাখব না যে, এটা আমার শেষের দিন। ওরা বলে, আমার এখন সময় এসেছে, তোমাদের আশীর্বাদ গোনার। এখন যখন প্রতিটা দিন আমি মাঠে নামছি, তখন তা আমার কাছে আশীর্বাদের মতন। আমি কোন কিছুকেই হাল্কা ভাবে নিচ্ছি না।‌ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি এখন থেকে আমার অনুশীলন যে সেশন তা গুনব। আর তা করব তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই। আমার মনে আর কোনও ধরনের কোনও চিন্তা নেই। এই খেলাটার (ফুটবল) প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা ওদের প্রাপ্য। আমার পক্ষে যদি সম্ভব হত তাহলে আমি এই অনুভূতিটা একটা বাক্সবন্দি করে রাখতাম। অথবা এই অনুভূতিটা নিয়ে আমি প্রতিটা অনুশীলন সেশনে নামতাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ, কলকাতায় কুয়েত ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা

    Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ, কলকাতায় কুয়েত ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৬ জুন কলকাতায় শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলের এক অধ্যায়। সুনীল ছেত্রী (Sunil Chhetri), আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন। সেই ম্যাচকে সুনীলের জন্য স্মরণীয় করে রাখতে চান কোত স্টিমাচ। একই ইচ্ছা সতীর্থদেরও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ওই ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। সুনীলকে জয় উপহার দিতে মরিয়া সতীর্থরা। প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। 

    দল ঘোষণা

    কলকাতায় নিজের বিদায়ী ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতের ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। প্রাথমিক ভাবে ৪০ সদস্যের দল ঘোষণা করেছিলেন তিনি। তাঁদের নিয়ে ভুবনেশ্বরে চার সপ্তাহের শিবির চলছে। ৪০ জনের মধ্যে আট জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন কোচ। বাকি ৩২ জনের মধ্যে ২৭ জনকে নিজের দলে রেখেছেন তিনি। ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রস্তুতি সারবেন এই ফুটবলারেরা। তার পরে কলকাতা আসবেন তাঁরা।

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন 

    আগামী, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে খেলার পরে ১১ জুন কাতারে গিয়ে তাদের বিরুদ্ধে খেলবে ভারত। সেই দল এখনও জানাননি কোচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifier) পরের রাউন্ডে যাবে কি না। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্টিমাচ। সুনীলের জন্য আপাতত কলকাতায় কুয়েতের বিপক্ষে জয় চান কোচ। দলের ফুটবলারদের কাছে তিনি আবেদন করেছেন, জিতে সুনীলকে (Sunil Chhetri) বিদায় জানাতে।

    আরও পড়ুন: কনিষ্ঠতম ভারতীয় কন্যা! মাত্র ১৬ বছরে এভারেস্ট শৃঙ্গজয় দ্বাদশ শ্রেণির কামিয়ার

    ভারতের ২৭ জনের দল

    গোলরক্ষক— গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

    ডিফেন্ডার— অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।

    মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং।

    স্ট্রাইকার— ডেভিড, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Igor Stimac: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    Igor Stimac: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের ৬তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের (Indian Football Team) মুখোমুখি কুয়েত। সেই ম্যাচের আগে ভুবনেশ্বরে চার সপ্তাহের প্রস্তুতি শিবির চলছে ভারতীয় দলের। হবে সেই জাতীয় শিবির। ভুবনেশ্বর থেকে  চূড়ান্ত স্কোয়াড ২ জুন কলকাতায় পা রাখবে। তার চারদিন পরই বিশ্বকাপের যোগ্যতা পর্বে ভারতের সামনে কুয়েত (Kuwait)। ওই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সুনীলের জন্যই ওই ম্যাচ জিততে চান ভারতের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। দলের ছেলেদের নিয়েও আশাবাদী তিনি।

    স্টিমাচের আশা

    দলের সিনিয়র প্লেয়াররা শিবিরে অংশ নিয়েছে। তাঁরাও প্রতিদিন অনুশীলন করছে এবং কুয়েত ম্যাচে নিজেদের সেরাটা দিতে বদ্ধ পরিকর বলে জানান স্টিমাচ (Igor Stimac)। তিনি বলেন, “সুনীল বড়ো ফুটবলার। ও জানে কোন সময় অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত। ওর মনের কথা তো একমাত্র ওরই জানার কথা। আমি সম্মান জানাই ওর সিদ্ধান্তকে। আমি চাই, ৬ জুন ওর বিদায়ী ম্যাচকে যেন সব দিক দিয়ে সবার কাছে স্মরণীয় করে রাখতে পারি আমরা। খেলতে খেলতেই ও কিংবদন্তি হয়ে উঠেছে। এমন কৃতিত্ব ক’জনেরই বা আছে? প্রত্যেকের কাছেই ও প্রেরণা। দেশের জার্সির কাছে সম্পুর্ণ অঙ্গীকারবদ্ধ একজন খেলোয়াড় সুনীল। এখনকার তরুণ ফুটবলারদের ওকে অনুসরণ করা উচিত। আবেগ ও ভালোবাসা নিয়ে দেশের হয়ে মাঠে নামে ও। এতে যে অসীম আনন্দ পায় ও, তা তো নিজেই বলেছে”। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে স্টিমাচ বলেন, “ওর মতো অসাধারণ এক মানুষের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি। আমাদের মধ্যে কোচ-খেলোয়াড় সম্পর্কের চেয়েও বেশি কিছু ছিল। আমার বিশ্বাস, ফুটবল ছাড়ার পর ও সমাজের ওপর ভালো প্রভাব ফেলার মতো কিছু করবে। সর্বকালের সেরা হওয়ার জন্যই জন্মেছে সুনীল”।

    দর্শকপূর্ণ স্টেডিয়ামের আশা

    ইগর স্টিমাচ (Igor Stimac) ঘরের মাঠে দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচ খেলার পক্ষপাতী। কুয়েতকে হারাতে যুবভারতীর জনগর্জনই ভারতীয়  কোচের ভরসা। এই ম্যাচটি কলকাতায় খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন স্টিমাচ। ফেডারেশনও তাঁর দাবি মেনে নেয়। এরপরই অবসরের কথা জানান সুনীল (Sunil Chhetri)। সবদিক থেকে ৬ জুন ভারতীয় ফুটবলের একটি বিশেষ দিন হতে চলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীলকে সম্মান ফিফার, ৬২ হাজার মুখোশ বিলি, বিদায়ী ম্যাচ নিয়ে নানা ভাবনা 

    Sunil Chhetri: সুনীলকে সম্মান ফিফার, ৬২ হাজার মুখোশ বিলি, বিদায়ী ম্যাচ নিয়ে নানা ভাবনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: জুন মাসের ৬তারিখ ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যুবভারতী ক্রীড়াঙ্গনে, কুয়েতের বিরুদ্ধে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে দেশের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ। সুনীল অবসরের কথা জানাতেই তাঁকে কুর্নিশ জানাল ফিফা (FIFA)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, কিংবদন্তি লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Lionel Messi And Cristiano Ronaldo) সঙ্গে এক পোডিয়ামে সুনীলকে দাঁড় করিয়ে, বুঝিয়ে দিল যে, সুনীল দেশের নন, বিশ্বের সম্পদ। 

    ফিফার সম্মান

    ফিফা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স বানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে পোডিয়ামে পরপর উপর-নীচ দাঁড়িয়ে রোনাল্ডো-মেসি-সুনীল। ফিফা ছবিতে ক্য়াপশন দিয়েছে, ‘অবসরে এক কিংবদন্তি’। এর সঙ্গেই ফিফা প্রথম কমেন্টে লিখেছে, ‘সুনীল ছেত্রী, (Sunil Chhetri) সক্রিয় আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় তিনে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই হবে তাঁর ভারতের জার্সিতে ফাইনাল ম্যাচ।’ এই বিষয়ে সুনীলের একটি ভিডিয়ো ফিফা (FIFA) পোস্ট করেছে। রোনাল্ডো ২০৫ ম্যাচে করেছেন ১২৮ গোল। মেসির পা থেকে এসেছে ১৮০ ম্যাচে ১০৫ গোল। সুনীল ১৪৬ ম্য়াচে করেছেন ৯৩ গোল।

    সুনীলের মুখোশ বিলি

    সুনীলের (Sunil Chhetri) বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে আইএফএ কোনওরকম খামতি রাখতে নারাজ৷ ওই ম্যাচকে ঘিরে বেশ কিছু অভিনব পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ৷ ৬২ হাজার টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে৷ টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষিত৷ সুনীল ছেত্রীকে দেওয়া উপহারেও থাকছে চমক৷ দর্শকদের সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে যাতে পুরো স্টেডিয়াম জুড়ে ৬২ হাজার সুনীল ছেত্রীকে দেখা যায়৷ ভারত অধিনায়ককে স্টেডিয়াম ঘোরানোর পরিকল্পনাও রয়েছে আইএফএ’র৷ সে সময় হবে পুষ্প বৃষ্টি। তবে, পুরো পরিকল্পনা তখনই চূড়ান্ত রূপ পাবে যখন ফিফা, এএফসি ও এআইএফএফের অনুমতি মিলবে, বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত৷

    দেশের জার্সিতে সুনীলের কৃতিত্ব

    এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন কোয়ালিফায়ার্সে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৯ গোলের মালিক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মোট ৩১টি এএফসি কাপের ম্য়াচ খেলেছেন সুনীল। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯ ও ২০২১-২২ মরশুমে মোট সাতবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। সুনীল এফপিএআই ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন ২০০৯, ২০১৮, ২০১৯ মরশুমে। আন্তর্জাতিক ফুটবলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৪টি হ্যাটট্রিকও করেছেন সুনীল। আইএসএলের মঞ্চে প্রথম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। ২০১৫ সালে এই নজির গড়েন তারকা স্ট্রাইকার। তাই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে কুয়েতের বিরুদ্ধে জয় চায় ব্লু-টাইগার্সরা।

  • Sunil Chhetri: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    Sunil Chhetri: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলে শেষ হতে চলেছে একটি যুগ। কলকাতাতেই খেলবেন শেষ ম্যাচ, জানিয়ে দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। 

    কী বললেন সুনীল

    বৃহস্পতিবার সকালে সোশ্যাল সাইটে ১০ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন সুনীল (Sunil Chhetri)। সেখানে তিনি বলেন, “একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যার (সুখবিন্দর সিং) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।”

    সুনীলের (Sunil Chhetri) সংযোজন, “জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তার পরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।” কুয়েতের বিরুদ্ধে জাতীয় ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন। তবে এই ম্যাচের আগে সুনীল স্পষ্ট করে দিলেন যে অবসরের আগে কোনও চাপ অনুভব করছেন না তিনি। জাতীয় ফুটবল দলের জার্সিতে এই ম্যাচের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করতে চান।

    আরও পড়ুন: স্বাদে-গন্ধে লা জবাব! হিন্দু তরুণীর হাতের জাদুতে মজেছে করাচি

    ভারতীয় ফুটবলে এক অধ্যায়

    আগামী ৬ জুন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ভারতীয় ফুটবল দলের হয়ে সুনীল ছেত্রী এখনও পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ গোল করেছেন। আর ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি আপাতত চতু্র্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন।  ভারতীয় ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতা হিসেবেই সুনীল অবসর গ্রহণ করতে চলেছেন। সুনীলের অভাব যে ভারতীয় ফুটবলে প্রতি মুহূর্তে অনুভূত হবে, তা বলা যেতেই পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share