Tag: Sunil Chhetri

Sunil Chhetri

  • World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের কাছে ১-২ গোলে হারল ভারত। নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সামনে থেকেই দলকে টানার চেষ্টা করলেন। কিন্তু হঠাতই ছন্নছাড়া হয়ে যায় টিম ইন্ডিয়ার ডিফেন্স। একই সঙ্গে বারবার বল জালে জড়াবার সুযোগ পেয়েও তা হাতছাড়া করার খেসারত দেয় ভারত। ফল স্বরূপ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে হার মানতে হয় ইগর স্টিমাচের ছাত্রদের। 

    সুযোগ নষ্টের খেসারত

    বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করেছিল তারা। ৩৬ মিনিটের মাথায় আফগান ফুটবলার আমিরি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ২৫, ৫০, ৭৫, ১০০, ১২৫-এর পর ১৫০তম ম্যাচেও গোল করলেন সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ৯৪তম গোল হল তাঁর। বিরতিতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে স্টিমাচের ছেলেরা। ৭০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে আফগানিস্তান। জোরালো শট মারেন রহমত আকবরি। বল রাহুল ভেকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কিছু করার ছিল না। ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পায় আফগানিস্তান। গোল করে দলকে এগিয়ে দেন শরিফ মুখাম্মাদ। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি সুনীলরা।

    কী বলছেন স্টিমাচ

    প্রথম লেগে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও এবার ঘরের মাঠে পরাজয়। তবে এর পরেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, “আমি এখনো বিশ্বকাপের (World Cup Qualifiers) পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। তবে এই ম্যাচে আমরা যা খেলেছি, তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। প্রয়োজন মতো দলের ফুটবলারদের বদল আনা হলে ম্যাচের মধ্যে পরিবর্তন আসে। তবে এবার সেরকম কিছুই হয়নি। যদিও আসন্ন জুন মাসের ম্যাচের জন্য আমি যথেষ্ট আশাবাদী। আমরা ভালো কিছু করতে পারি।” কিন্তু দলের এই খেলায় হতাশ সমর্থকরা স্বাভাবিকভাবেই স্টিমাচ বিদায়ের দাবি তোলেন। দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পর থেকেই কোচের ভূমিকা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এমনকি ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় স্টিমাচকে লক্ষ্য করে স্লোগান তুলতেও দেখা যায় ফুটবলপ্রেমীদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: সুনীলের পেনাল্টি নিয়ে বিতর্ক! বেঙ্গালুরুর কাছে হারলেও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গল কোচ

    ISL 2023-24: সুনীলের পেনাল্টি নিয়ে বিতর্ক! বেঙ্গালুরুর কাছে হারলেও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গল কোচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-২ গোলে হার ইস্টবেঙ্গলের। তবে জোর করে পেনাল্টি পাইয়ে দেওয়া হল বেঙ্গালুরুকে। সেই গোলেই সমতা ফেরান সুনীল, এমনই দাবি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রতের। বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও, তিন পয়েন্ট হাতছাড়া করেছে লাল হলুদ। নওরেম মহেশের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এর চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। যে পেনাল্টি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জাভি হার্নান্ডেজের বিশ্বমানের গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। 

    কী বললেন কুয়াদ্রত

    ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কুয়াদ্রত বলেন, ”আমার ভাল লাগছে যে, আমরা আজ সব দিক থেকেই আধিপত্য বিস্তার করেছি। বেঙ্গালুরু যেখানে চারটে শট মেরেছে, সেখানে আমরা ১২টা শট মেরেছি। এর মধ্যে দুটো শট আমরা লক্ষ্যে রাখতে পেরেছি। এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। তবে আমার দলের ছেলেদের কোনও দোষ দেব না। তাদের চাপে ফেলতেও চাই না আমি। সমর্থকদের এবং আমাদেরও সবাইকে বুঝতে হবে, ফুটবল এ রকমই। বক্সের মধ্যে কে কী রকম খেলছে, তার ওপর নির্ভর করে সব কিছু। ওরা দুটো শট গোলে রেখেছে, দুটো থেকেই গোল পেয়েছে। আমরা কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করেছি। সুনীল আজ খুবই স্মার্টগেম খেলেছে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সন্দেহ রয়েছে আমার। আমাদেরও এই ম্যাচে ও গত ম্যাচে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এই দুটো পেনাল্টি পেলে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম।” 

    লাল-হলুদ সমর্থক দেখে অভিভূত

    প্রাক্তন ক্লাবের ঘরের মাঠে অন্য দল নিয়ে নামার অনুভূতি প্রসঙ্গে এ দিন আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-র কোচ কুয়াদ্রত জানান, ”বেঙ্গালুরুর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। এখানে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তবে এই ম্যাচে বেঙ্গালুরুকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, যা সম্ভব হয়নি। অন্য ক্লাবে চলে যাওয়া সত্ত্বেও এখানকার সমর্থকেরা যে এখনও আমাকে ভালবাসে, শ্রদ্ধা করে, তা দেখে খুব ভাল লাগছে।” 

    বেঙ্গালুরুর মাঠেও এক ঝাঁক লাল-হলুদ সমর্থক দেখে অভিভূত কুয়াদ্রাত বলেন, ”ম্যাচের পর আমরা সমর্থকদের কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি। সব ম্যাচেই সমর্থকদের সাহায্য পাচ্ছি আমরা। ওরা আমার নাম লেখা একটা জ্যাকেটও উপহার দিয়েছে আমাকে। আমার খুবই ভাল লেগেছে। তবে ওদের জয় এনে দিতে না পেরে খুব খারাপ লাগছে। আশা করি, আমাদের ছেলেদের পারফরম্যান্স ওদের গর্বিত করবে। এই ম্যাচে আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল।”

    আরও পড়ুন: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    প্রথম হার ইস্টবেঙ্গলের

    চলতি আইএসএলে এটাই প্রথম হার ইস্টবেঙ্গলের। প্রথম দু’টি ম্যাচে অপরাজিত থাকলেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে হারতে হল লাল-হলুদকে। লিগে পাঁচ নম্বরে রয়েছে কার্লেস কুয়াদ্রতের দল। এ বারের লিগে প্রথম জয় পেল বেঙ্গালুরু। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সুনীলেরা আট নম্বরে। লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার বিশ্বকাপ ফুটবলের আসরে যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের আভায় আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। একাধিক ফুটবলার না থাকা দুর্বল আফগানিস্তানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে অটল ইগর স্টিম্যাচের ছাত্ররা। 

    কোথায় ভারত

    ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের গ্রুপে তিন নম্বরে রয়েছে। কুয়েতের সঙ্গে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে দু’টি ম্যাচে জয় সুনীলদের পরের ধাপের জন্য এগিয়ে দেবে। বৃহস্পতিবারের পর ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। স্টিম্যাচ মনে করছেন, বৃহস্পতিবারের লড়াই কঠিন। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তান যে রকম খেলেছিল, তার চেয়ে এখন ওরা অনেক উন্নতি করেছে। তাই এই ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ ইগরের কথায়, ‘‘আফগানিস্তানের কোচ অ্যাশলি আমাদের দলের অধিকাংশ ফুটবলারকেই খুব ভাল করে চেনেন। এএফসি এশিয়ান কাপের সময় থেকেই এই ম্যাচের জন্য ও দলকে তৈরি করছে।’’

    অতীত রেকর্ড

    ফিফা ক্রমতালিকায় সুনীলরা রয়েছেন ১১৭তম স্থানে। আফগানিস্তান ১৫৮ নম্বরে। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ভারতের ফল ভালই। আগে দুই দলের মধ্যে ১১ বার সাক্ষাতে ভারত জিতেছে ৭ বার। আফগানিস্তান জিতেছে ১ বার, ৩ বার খেলা অমীমাংসিত থেকেছে। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আফগানদের লড়াই করার ক্ষমতা রয়েছে, এ কথা ভালই জানেন সুনীলরা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সুনীল বলেছেন, ‘‘আফগানিস্তান আগ্রাসী ফুটবল খেলে। কারণ, অ্যাশলি এই ধরনের ফুটবলই খেলান।’’ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের যন্ত্রণা যে এখনও কাঁটার মতো বিঁধে রয়েছে তাঁর মনে, গোপন করেননি ভারত অধিনায়ক। বলেছেন, ‘‘এএফসি এশিয়ান কাপে যা হওয়ার হয়ে গিয়েছে। কাজটা কঠিন হলেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’’ 

    কখন শুরু ম্যাচ

    সৌদি আরবের আভায়, বৃহস্পতিবার রাত ১২.৩০ (তারিখ অনুযায়ী, শুক্রবার ০০.৩০) থেকে ভারত-আফগানিতান ম্যাচের শুরু। আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। ভারত ও আফগানিস্তানের ফুটবল সম্পর্কের শুরু সেই ১৯৪৯ সালে, কাবুলে নিজেদের মধ্যে এক ফ্রেন্ডলি সিরিজের মাধ্যমে। এর পরেই দিল্লিতে ১৯৫১-র এশিয়ান গেমসে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের ফুটবল-দ্বৈরথ দর্শকদের মন কেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) জন্য ৩৫ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা প্রকাশ করলেন ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল দলের হেড কোচের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপারজায়ান্টের আট জন এবং ইমামি ইস্টবেঙ্গলের তিন জন ফুটবলার। ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্ব খেলবে ভারত। আপাতত দ্বিতীয় রাউন্ডের গণ্ডী পার করাই প্রধান লক্ষ্য। 

    স্টিম্যাচের সঙ্গে মত পার্থক্য

    দীর্ঘদিন ধরে ফেডারেশনের সঙ্গে মতপার্থক্য চলছিল ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচের (Igor Stimach)। কিন্তু দলের স্বার্থে দুপক্ষই নিজেদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে, বলে খবর। কিছুদিন আগে ফেডারেশনের তরফ থেকে ইগর স্টিম্যাচকে চিঠি দিয়ে জানানো হয় যে আফগানিস্তান ম্যাচের জন্য তারা হেড কোচকে সবরকমভাবে সাহায্য করতে রাজি। স্টিম্যাচ নিজেও জানিয়ে দেন যে তিনিও সবদিক দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি, আসন্ন আফগানিস্তান ম্যাচ নিয়েও পরিকল্পনার কথা জানান।  আগামী ২১ মার্চ ও ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারত। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবে ও পরেরটি হোম ম্যাচ, যা হবে গুয়াহাটিতে। এর আগে নভেম্বরে দু’টি ম্যাচ খেলেছিল ভারত। প্রথম ম্যাচে তারা কুয়েতে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়ে আসে। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলে হেরে যায়।

    আরও পড়ুন: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল ফল করার লক্ষ্য নিয়ে নামবে ভারত। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers) ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া ‘ব্লু টাইগার্স বাহিনী’। দল গঠনে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ। ফুটবলারদের মধ্যে রয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফুটবলাররা। 

    ৩৫ জনের সম্ভাব্য তালিকা

    গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কায়েথ এবং ফুর্বা লাচেনপা।

    ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, শুভাশিষ বোস, নরেন্দর গেহলট, আনোয়ার আলি, রোশন সিংহ নাওরেম, অময় রানাওয়াডে, জয় গুপ্তা।

    মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং, লালথাথাঙ্গা খলরিঙ, ইমরান খান।

    ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), বিক্রম প্রতাপ সিং, নন্দকুমার শেকর, ইসাক ভানলালরুয়াতফেলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup 2024: সিরিয়ার কাছে শেষ ম্যাচেও হার, এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের

    AFC Asian Cup 2024: সিরিয়ার কাছে শেষ ম্যাচেও হার, এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপে ভারতের প্রাপ্তি খাতায়-কলমে শূন্য। শুধুই ভাল দলের বিপক্ষে খেলার শিক্ষা নিয়েই ফিরতে হচ্ছে ব্লু টাইগারসদের। পরপর তিন ম্যাচে হার মানল ভারত। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর উজবেকিস্তান। শেষ ম্যাচে দুর্বল সিরিয়ার কাছে জয়ের আশা করেছিল স্টিমাচের ছেলেরা। কিন্তু ম্যাচের ৭৬ মিনিটের মাথায় একমাত্র গোল খেয়ে শেষ ম্যাচেও পরাজিত সুনীলরা।

    সুনীলের শেষ এএফসি কাপ 

    সুনীল ছেত্রী কেরিয়ারের শেষ এএফসি কাপ খেললেন। টুর্নামেন্টে ৩৯-এর সুনীলের লড়াই ছিল দুর্দান্ত। কিন্তু টিম গেম হল না। তাই কাতার থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারত অধিনায়ককে। গোলের একাধিক সহজ সুযোগ নষ্টের খেসারত দিয়ে সিরিয়ার কাছেও হেরে গেল ভারত। গ্রুপের শেষ ম্যাচে সুনীলেরা হারলেন ০-১ ব্যবধানে। এ দিনের হারের ফলে তিন ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। ৭৬ মিনিটে সিরিয়ার পক্ষে এক মাত্র গোলটি করেন ওমর খরিবিন।

    গ্রুপ থেকেই বিদায়

    এএফসি এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা হল না সুনীল ছেত্রীদের। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। প্রথমার্ধে সিরিয়ার সঙ্গে সমানে সমানে লড়াইকরে ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে কৌশল বদলে মাঝ মাঠের দখল ধীরে ধীরে নিয়ে নেন সিরিয়ার ফুটবলারেরা। জিততেই হবে— এ রকম ম্যাচে যেমন ফুটবল খেলা উচিত, সে ভাবেই খেলার চেষ্টা করেছে সিরিয়া। সিরিয়ার ফুটবলারদের গতি এবং শরীরিক সক্ষমতার সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারতীয় দল। সাত বছর পর এএফসি এশিয়ান কাপে কোনও ম্যাচ জিততে পারল সিরিয়া ফুটবল দল। আর সেইসঙ্গে ক্যাসিয়ান ঈগলসের দল খুব সম্ভবত এই প্রতিযোগিতার শেষ ১৬-তেও পৌঁছে গেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Uzbekistan: ব্যর্থ সুনীলদের লড়াই, উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    India vs Uzbekistan: ব্যর্থ সুনীলদের লড়াই, উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও হার মানল ভারত। এশিয়ান কাপে জয়ে ফিরতে পারল না সুনীলরা। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াকু ফুটবলের পর উজবেকিস্তানের বিরুদ্ধেও লড়াই করল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথমার্ধে রক্ষণের কিছু ভুলে ৩-০ গোলে ম্যাচ হারতে হল ভারতকে। 

    রক্ষণের ভুল চোখে পড়ল

    ভারতের রক্ষণকে থিতু হওয়ার সময় দিলে তা ভাঙতে সমস্যা হবে, বুঝে গিয়েছিল উজবেকিস্তান। তাই খেলার শুরুতেই গোল তুলে নেওয়ার চেষ্টা করল তারা। ম্যাচের ৪ মিনিটেই গোল করলেন আব্বোসবেক ফাইজুলায়েভ। বক্সের মাথা থেকে বল বাড়ান শেরজদ নাসরুল্লায়েভ। দৈহিক উচ্চতা কাজে লাগিয়ে হেডে গোল করেন ফয়জুল্লায়েভ। এগিয়ে যায় উজবেকিস্তান। দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি উজবেকিস্তানকে। ১৮ মিনিটে ফের রক্ষণের ভুলে গোল হজম করতে হয় ভারতকে। ফয়জুল্লায়েভ বক্সের বাইরে থেকে শট নিলে সেই শট আকাশ মিশ্রর গায়ে লেগে বারে প্রতিহত হয়ে ফিরে আসে। কিন্তু রক্ষণের কেউ না থাকায় তা ক্লিয়ার করা যায়নি। ভারতীয় ডিফেন্স পুরো বিশৃঙ্খল অবস্থায় ছিল। সেই বল ফলো করে এসে সার্জিভ সহজেই গোল করে। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল খায় ভারত। নাসরুল্লায়েভের একটি শট পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বল ধরেই দলের হয়ে তিন নম্বর গোলটি করেন নাসরুল্লায়েভ।

    সিরিয়াকে হারাতেই হবে

    দ্বিতীয়ার্ধে, ভারতীয় দল অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু কিন্তু বারবার চেষ্টা করেও বল জালে জড়াতে ব্যর্থ হয় সুনীলরা। ৩-০ গোলে এগিয়ে থাকায় বেশি ঝুঁকি নিচ্ছিল না উজবেকিস্তান। নিজেদের মধ্যে বল ধরে রাখার খেলা খেলছিল তারা। তাগিদ দেখাচ্ছিল ভারত। গোলের জন্য ওঠায় কোনও কোনও সময়ে রক্ষণে ফাঁক তৈরি হচ্ছিল। সেখান থেকে প্রতিআক্রমণে উঠছিল উজবেকিস্তান। পরপর দুটি ম্যাচ হেরে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল ভারতের। এশিয়ান কাপের নক আউটে যেতে হলে পরের ম্যাচে সিরিয়াকে হারাতেই হবে ভারতকে। তারপর নির্ভর করতে হবে নানা অঙ্কের উপর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup : উজবেকিস্তানের বিরুদ্ধেও কঠিন লড়াই ভারতের! উইং প্লে-তে জোর সুনীলের

    AFC Asian Cup : উজবেকিস্তানের বিরুদ্ধেও কঠিন লড়াই ভারতের! উইং প্লে-তে জোর সুনীলের

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে এশিয়ান কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে ০-২ হেরে সুনীল ছেত্রীর ভারত লিগ টেবলে চার নম্বরে। প্রথম দুইয়ের মধ্যে থেকে পরের রাউন্ডে যেতে গেলে বৃহস্পতিবার উজবেকিস্তানকে হারাতেই হবে ভারতকে। উজবেকিস্তানও ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে। তারা রয়েছে ৬৮ নম্বরে, ভারতের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে। ভারতের র‍্যাঙ্কিং ১০২। তবুও সব কিছু ভুলে মাঠে নেমে লড়াই করতে চায় ভারত। আর ডিফেন্সিভ নয়, উজবেকিস্তানের বিরুদ্ধে অ্যাটাকিং ফুটবলই খেলতে চায় ইগর স্টিম্যাচের ছাত্ররা।

    কী বলছেন সুনীল

    অস্ট্রেলিয়ার ম্যাচে হার নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, ‘এশিয়ার অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলা মোটেই সোজা নয়। এই নিয়ে অনেক কিছু ভাবার আছে। আমরা এই ধরনের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে খুব একটা অভ্যস্ত নই। কারণ, এই ধরনের দলের বিরুদ্ধে বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না আমরা। তাই কীসের সামনে পড়তে চলেছি, তা জানা মুশকিল।’ প্রসঙ্গত, বিশ্বের ২৫ নম্বর ও এশিয়ার চার নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে রক্ষণাত্মক হলেও, ভয়ডরহীন ফুটবল খেলেছিল ভারত। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত খেলার ফল গোলশূন্যই ছিল। তবে শেষমেশ ০-২ ম্যাচটি হারে টিম ইন্ডিয়া। সুনীলের কথায়, ‘ভালো, খারাপ, দু’রকমই মনে হচ্ছে। ম্যাচের ভিডিয়ো দেখলে হয়তো আত্মবিশ্বাস আরও বাড়বে আমাদের। যে জায়গাগুলোতে আরও ভাল করতে পারতাম, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের।’ 

    আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা

    প্রথম ম্যাচে উজবেকিস্তান আবার সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। যে কারণে ভারতের বিরুদ্ধে তারা জিততে মরিয়া হয়ে থাকবে। পরবর্তী রাউন্ডে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে ভারতেরও জয় প্রয়োজন। তাই ভারতের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সুনীল বলেছেন, ‘উজবেকিস্তান কিন্তু অস্ট্রেলিয়া নয়। তবে ওরাও যথেষ্ট ভালো দল। তাই এই ম্যাচেও আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি।’ তবে চ্যালেঞ্জ থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্যই রয়েছে ভারতের। উজবেকিস্তানকে প্রথম ম্যাচে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল ৯১ তম স্থানে থাকা সিরিয়া। ভারতও যদি উজবেকিস্তানের কাছে না হারে ও তার পরের ম্যাচে সিরিয়ার সঙ্গে জেতে তাহলে পরের পর্বে যাওয়ার ক্ষীণ সুযোগ থাকবে সুনীলদের সামনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023)। ১২ জানুয়ারি আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে লেবাননের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু। পরের দিনই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এর আগে দুইবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি ভারত। এবারও সুনী‌লদের জন্য গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন লড়াই। 

    কবে কবে খেলবে ভারত

    আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর (AFC Asian Cup 2023) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় বিকেল ৫টায় হবে এই খেলা। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। এই খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়। আগামী ২৩ জানুয়ারি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে সুনীলরা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

    ভারতের কঠিন প্রতিপক্ষ 

    এশিয়ান কাপে (AFC Asian Cup 2023)যাত্রা শুরুর আগে ভারতীয় ফুটবল প্রেমীদের বড় স্বপ্ন দেখালে‌ন কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য পৌঁছাতে আরও চার বছর সময় লাগবে ভারতের। তাঁর কথায়, ভারত ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। এবারে দলের সাফল্য সম্পর্কে স্টিম্যাচ বলেন,“আমাদের তিন প্রতিপক্ষই টেকনিক্যালি ভালো, আমাদের থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং গতিময়। তাই তিনটি ম্যাচে আমাদের রণকৌশলে বিশেষ পার্থক্য থাকবে না। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখতে হবে, আগামী দুই সপ্তাহে কতটা উন্নতি করা যায় সেটাও দেখতে হবে।”

    এশিয়ান কাপের গ্রুপ বিভাজন

    এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) ১৮তম আসরে ২৪টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উঠবে, যার মধ্যে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে লুসাইল স্টেডিয়ামে। এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলে। মোবাইলে দেখতে চাইলে ডাউনলোড করে নিতে হবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Cup 2024: বিশেষ ক্লাস কিংবদন্তি বোরার! এশিয়ান কাপে সুনীলদের ট্রেনিং ট্রেভরের

    Asian Cup 2024: বিশেষ ক্লাস কিংবদন্তি বোরার! এশিয়ান কাপে সুনীলদের ট্রেনিং ট্রেভরের

    মাধ্যম নিউজ ডেস্ক: দোহায় এএফসি এশিয়ান কাপের মঞ্চে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল বোরা মিলুটিনোভিচকে। নোভাক জোকোভিচের দেশ সার্বিয়ার কিংবদন্তি কোচ বোরা মাঠে নেমে পরামর্শ দিয়ে গেলেন সুনীল ছেত্রীদের। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে এশিয়ান কাপ। ইতিমধ্যেই পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। এরই মাঝে দলের ফুটবলারদের জন্য আসে বিশেষ চমক। দোহায় প্রস্তুতি সেশনে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচের সহকারী হিসেবে যোগ দেন প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ট্রেভর সিনক্লেয়ার্স।

    বোরার ভোকাল টনিক

    বোরা মানেই ইতিহাস, তিনি বিশ্ব ফুটবলে কোচদের মধ্যে বিশ্বরেকর্ডধারী। তিনি বর্তমানে সার্বিয়া দলের কোচের পদে রয়েছেন। কিন্তু বিশ্বকাপের আঙিনায় মোট ৫টি দলকে কোচিং করিয়ে তিনি মহানজির গড়েছেন। ১৯৮৬ সালে মেক্সিকো, ১৯৯০ সালো কোস্টা রিকা, ১৯৯৪ সালে আমেরিকা, ১৯৯৮ সালে নাইজিরিয়া এবং ২০০২ সালে চিন জাতীয় দলের কোচ হিসেবে বোরা আলোড়ন ফেলে দিয়েছিলেন বিশ্বফুটবলে। ব্রাজিল বিশ্বকাপেও তাঁকে দেখা গিয়েছে আলজিরিয়ার দলের মেন্টর হিসেবে। সেই অভিজ্ঞ কোচ এদিন সুনীলদের অনুশীলনে এসে ভোকাল টনিকে মাত করে দিয়েছেন। তিনি দলের ফুটবলারদের মানসিক সমস্যা কাটিয়ে নতুন পথ দেখিয়েছেন। সেইসময় শ্রোতার ভূমিকায় ছিলেন ইগর স্টিমাচও।

    বিশেষ অনুশীলন ট্রেভরের

    শনিবার, অর্থাৎ ১৩ জানুয়ারি, এএফসি এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জয় দিয়ে শুরু করার লক্ষ্যে মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ শিবিয়ে যোগ দিয়েছেন সুনীল, শুভাশিস, লিস্টনরা। তবে ভারতীয় ফুটবলাররা যাতে সব রকমভাবে প্রস্তুত থাকে, সেই কারণে প্রশিক্ষণ শিবিরে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচকে সাহায্য করতে গেলেন তাঁর এক সময়ের সতীর্থ ট্রেভর সিনক্লেয়ার্স। ইংলিশ প্রিমিয়র লিগে এক ক্লাবের হয়েই খেলতেন দুজনে। দীর্ঘদিন পর নিজের সতীর্থকে পেয়ে খুশি ইগর। তবে ট্রেভর এসেই দলকে সেট-পিস ঘিরে ট্রেনিং ও পরামর্শ দেন। সুনীল ছেত্রীর প্রশংসা করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Merdeka Cup 2023: ২২ বছর পরে মারডেকা কাপে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনা লক্ষ্য সুনীলের

    Merdeka Cup 2023: ২২ বছর পরে মারডেকা কাপে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনা লক্ষ্য সুনীলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে আজ, শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup 2023) নামছে ভারত। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। টিমের সঙ্গে যোগ দিয়েই বুধবার কুয়ালা লামপুরে প্র্যাক্টিসে নেমে পড়েন ভারত (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে সন্দেশ ঝিঙ্ঘানও। সংগঠক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে খেলাটা যে সহজ হবে না তা ভালই জানে ইগর স্টিমাচের দল।

    কী বলছেন ভারত অধিনায়ক

    ফিফা ক্রমতালিকায় ভারত ১০২ নম্বর আর মালয়েশিয়া ১৩৪ নম্বরে। সুনীল কিন্তু তার জন্য মালয়েশিয়াকে খাটো করে দেখতে নারাজ। তাঁর কথায়, ‘৮৩ হাজার দর্শকাসনের গ্যালারিতে মালয়েশিয়া দারুণ সমর্থন পাবে। ফলে ওরা উজ্জীবিত ফুটবল খেলবে। তবে আমাদের জন্যও গলা ফাটাতে কিছু সমর্থক তো থাকবেনই।’ ভারতীয় ফুটবল দলের নেতা বলেন, ‘মারডেকায় এক সময় ভারতের পূর্বসূরিরা ভালো রেজাল্ট করতেন। কিন্তু পরে সে ভাবে ভালো ফল নেই। এবার আমাদের লক্ষ্য মারডেকায় (Merdeka Cup 2023) ভারতের সম্মান ফিরিয়ে আনা। তবে সবার আগে প্রথম ম্যাচটাই এখন আমাদের ফোকাস।’ 

    আরও পড়ুন: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    চারটি দল খেলার কথা ছিল – ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান এবং প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইন নাম তুলে নেওয়ায় তিনটি দল নিয়েই মারডেকা কাপ (Merdeka Cup 2023) খেলা হবে। আর ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী সবথেকে এগিয়ে আছে ভারত (Indian Football Team)। তাই এখানে সুনীলদের কাছ থেকে ভাল ফল প্রত্যাশিত। ভারত বনাম মালয়েশিয়ার মধ্যে যে দল জিতবে, সেই দল আগামী ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

    ম্যাচের খুঁটিনাটি

    কোথায় হবে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ :
    শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মারডেকা কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

    কখন ম্যাচ শুরু :
    আজ (শুক্রবার, ১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচ শুরু হবে। 

    কোন চ্যানেলে দেখা যাবে:
    ম্যাচ দেখা যাবে ইউরো স্পোর্টস টিভি চ্যানেলে (Eurosport)। ভারতীয় দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Indian Football Team) ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের লাইভস্ট্রিমিং হবে (ক্লিক করুন এখানে)। তাছাড়া জিয়ো টিভিতেও (Jio TV) বিনামূল্যে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ দেখতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share