Tag: Suryakumar Yadav

Suryakumar Yadav

  • Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতিতে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে দুরমুশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেটাররা এখন ইন্দোরে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। সোমবার সূর্যকুমার যাদবরা দল বেঁধে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar temple) পুজো দিলেন। প্রার্থনা করলেন সতীর্থ ঋষভ পন্থের জন্য। যিনি গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আপাতত চিকিৎসাধীন। ভারতীয় উইকেটরক্ষকটি কবে ফের মাঠে ফিরবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ, ঋষভের চোট গুরুতর। তবে বিশ্বকাপের আগে তিনি যাতে সুস্থ হয়ে দলে যোগ দিতে পারনে, সেটাই প্রার্থনা করছেন ভারতীয় ক্রিকেটাররাও।

    সতীর্থের জন্য প্রার্থনা

    সংবাদসংস্থাকে সূর্যকুমার বলেন, ‘পন্থকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ঈশ্বরের কাছে প্রাথর্না করেছি। কারণ ও আমাদের দলের খুবই গুরুকত্বপূর্ণ একজন সদস্য।’ একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ প্রসঙ্গে সূর্যকুমার জানান, ‘পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি আমরা। তার মানে এই নয় যে তৃতীয় ম্যাচটিকে হাল্কাভাবে নিচ্ছি। বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’’

    কিছুদিন আগে শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার পালা নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে কিউয়িরা কিছুটা লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাথা তুলতে পারেনি। রোহিত বাহিনী জিতেছিল ৮ উইকেটে।

    আরও পড়ুন: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ রাহুল দ্রাবিড় হয়তো রিজার্ভ পরখ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তৃতীয় ম্যাচে ভারতীয় বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে। খেলানো হতে পারে উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল কিংবা শাহবাজ আহমেদকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • ICC T20: আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’-এ বিরাট-সূর্য, দ্বাদশ ক্রিকেটার হার্দিক

    ICC T20: আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’-এ বিরাট-সূর্য, দ্বাদশ ক্রিকেটার হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ২০২২ টি-২০ বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’ ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। রবিবার মেলবোর্নে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে চলতি বছরের কুড়ি বিশের বিশ্বকাপ (T20 World Cup 2022)। বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন অর্থাৎ সোমবার সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান দল ঘোষণা করেছে আইসিসি। 

    পাকিস্তানকে হেলায় হারিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20) জিতল ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বেশি সদস্য আইসিসির মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারদের নির্বাচিত একাদশে স্থান করে নিয়েছেন। তালিকায় জায়গা হয়েছে মাত্র দুই ভারতীয় ক্রিকেটারের। একজন বিরাট কোহলি (Virat Kohli) আর অন্যজন হলেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। আইসিসির সেরা একাদশে মোট ছটি দেশের ক্রিকেটাররা সুযোগ পেয়েছে।

    আরও পড়ুন: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    ভ্যালুয়েবল ক্রিকেটার যাঁরা

    ইংল্যান্ডের অধিনায়ক জন বাটলার, টুর্নামেন্টের সেরা স্যাম কারণ, ওপেনার আলেক্স হেলস রয়েছেন আইসিসির মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারদের তালিকায়। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ছাড়াও পাকিস্তানের তারকা বাঁ হাতি পেশার শাহিন আফ্রিদি এবং জিম্বাবয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও রয়েছেন আইসিসির দলে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন তিনি। তাঁর অপরাজেয় ঘোড়া ছুটেছে সেমিফাইনাল পর্যন্ত। যদিও ভারতীয় বোলিংয়ের দুর্বলতার কারণে রোহিত শর্মারা শেষ চারের গণ্ডি টপকাতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ঝলসে উঠেছিল কোহলির ব্যাট। করেছিলেন অপরাজিত ৬৪ রান। ৬২ রানে অপরাজিত ছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলার পরেও দলের ব্যর্থতায়, ফাইনাল খেলা হল না। চার নম্বরে নেমে সূর্য কুমার যাদব দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্টে তার সংগ্রহ মোট মোট রান ২৩৯। আইসিসির এই তালিকায় দ্বাদশ স্থানটি পেয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

    আইসিসির মোস্ট ভ্যালুয়েবেল একাদশ: অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, এনরিচ নরকিয়া, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি

     

  • T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মাইন্ড গেমও। সেটাই যেন ধরা পড়লো সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানটি। গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে সেরা হয়েছেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস মন জয় করে নিয়েছে ক্রিকেট মহলের। রান তো অনেকেই করেন, কিন্তু সূর্য কুমার যাদব যেভাবে বিশ্বের তাবড় বোলারদের বিরুদ্ধে অভিনব শটে চার ছক্কা হাঁকাচ্ছেন তা বড়ই বিস্ময়ের। সূর্যের স্টাইলে মুগ্ধ সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ থেকে রাহুল দ্রাবিড় সকলেই।

    রবিবার ম্যাচ শেষে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে সূর্য কুমার যাদবের কাছে জানতে চান তার এই অভিনব শর্টগুলির রহস্য। জবাবে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, “আমি চেষ্টা করি বোলারের মন বোঝার। বোলার কি ধরনের বল করতে চাইছে সেটা আন্দাজ করেই শর্ট মেরে  থাকি। তবে এই ধরনের শর্ট খেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাবার বলে। ব্যাটে বলে টাইমিং ঠিকমতো না হলে এই ধরনের শটে সাফল্য পাওয়া যায় না। তাই বোলার কি ভাবছে সেটা সঠিকভাবে আন্দাজ করাটাও আমার কাজ।” কব্জির মোচরে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে সূর্য কুমার যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তা সহজ ব্যাপার নয়। সূর্য কুমার যাদবের কাছে এর রহস্য জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। তখন তিনি বলেন, “বাউন্ডারি অনেক বড়। কিন্তু আমি যখন ব্যাট করি তখন সেটা মনে হয় ৬০-৬৫ মিটার। প্রচন্ড গতিতে ধেয়ে আশা বলে সঠিক টাইমিং করতে পারলে, এবং ব্যাটের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারলে ছক্কা হাঁকানো মোটেও মুশকিল নয়।”

    আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, সূর্য সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন এবি ডিভিলিয়ার্স। আমি শুধু তাঁর খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। একথা স্বয়ং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। 

    অধিনায়ক রোহিত শর্মাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানটিকে। সূর্য প্রসঙ্গে রোহিত বলেন, “সূর্য যেরকম পারফরম্যান্স মেরে ধরছে, তা এক কথায় অনবদ্য। ও নিয়মিত রান পাচ্ছে বলে আমাদের অন্য ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে যাচ্ছে। সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি। কারণ প্রতিপক্ষ যতই কঠিন হোক, যেমনি হোক পিচের চরিত্র সূর্য কিন্তু নিজের মতো খেলে যায়। শুরু থেকে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে তা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই চাইছি ওর এই ফর্ম আরও দুটি ম্যাচে বজায় থাকুক। তাহলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে।”

    এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। যা প্রতিযোগিতার এখনও সর্বোচ্চ। সঙ্গে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৩টি অর্ধশতরান। অপরদিকে, সেমি ফাইনালে ওঠা দলগুলির মধ্যে কোহলির সবথেকে কাছে রয়েছেন সূর্যকুমার। ৫ ম্যাচে রান ২২৫। স্কাইয়ের ব্যাট থেকেও এসেছে ৩টি অর্ধশতরান। এখন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুই ভারতীয়। শেষ হাসি যেই হাসুক আখেড়ে লাভ হবে দলেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১৬৪ রান করে ফেলেছেন তিনি। যাতে রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংসও। সেই সুবাদে প্রথমবার আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি। সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। ‘স্কাই’-এর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৩।  রিজওয়ানের ৮৪২। দশম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৬৩৮)। ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার। ক্রিজে এসে প্রথম বল থেকে মারমুখী মেজাজে থাকেন ‘স্কাই’। চলতি  বিশ্বকাপের প্রথম ম্যাচে  পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৫ রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয়  ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘুরে দাড়ান। উপহার দেন ৫১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন আরও একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। বাংলাদেশ ম্যাচেও সূর্যের ব্যাট থেকে বেরিয়েছে  রানের ফুলঝুরি। ১৬ বলে করেন ৩০ রান।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখলের জন্য সূর্যকে অভিনন্দন জানানো হয়েছে। বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সূর্য কুমারের ছবি। তার প্রত্যুত্তরে ভারতীয় ব্যাটসম্যানটি লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি গর্বিত। যা আমাকে আরো কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা যোগায়।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তবে বিসিসিআই-এর (BCCI) ভারতের এবার বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে সূর্য কুমার যাদবের উপর। কারণ যে কোনও পিচে তিনি রান করতে সক্ষম। হাতে রয়েছে রকমারি শট। সেই কারণেই তো সূর্যকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, শুধু টি-টোয়েন্টি (T- 20) ফরম্যাট নয় ওয়ানডের (ODI) পাশাপাশি টেস্ট ক্রিকেটেও এরকম চমকপ্রদ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে সূর্য কুমারের। তাই ওকে অবিলম্বে লাল বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে খেলানোর চিন্তা ভাবনা করা উচিত।

     

  • T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    মাধ্যম নিউজ ডেস্ক: থ্রি সিক্সটি ব্যাটসম্যানের তকমা আগেই পেয়েছিলেন সূর্য কুমার যাদব। এবার তার নামের পাশে যোগ হল আরও এক বিশেষণ। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, সূর্য হল থ্রি ফরম্যাট প্লেয়ার। অর্থাৎ শুধু ওয়ানডে কিংবা টি টোয়েন্টি নয় টেস্ট খেলার উপযুক্ত ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শাস্ত্রীর কথাতে সেটাই যেন ধরা পড়ল।

    আরও পড়ুন: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    অল্প সময়ের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য কুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন তিনি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত একান্ন রান করে সূর্য কুমার বুঝিয়ে দিয়েছেন এবারের কাপযুদ্ধে আরও বড় চমক দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে কমেন্টেটার রবি শাস্ত্রী সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমি তোমাকে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে দেখলে অবাক হব না। লাল বলের ক্রিকেটেও তুমি এরকম অনেক চমকপ্রদ ইনিংস উপহার দেওয়ার ক্ষমতা রাখো।’ যা শুনে মুচকি হাসেন সূর্য কুমার। কারণ রবি শাস্ত্রী কার্যত তাঁর মনের কথাটি বলে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, “আমি জানি টেস্ট দলের জন্য সূর্য কুমারকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। বিশ্বাস করুন, ছেলেটা তিন ফরম্যাটে সমান দক্ষতায় সেরা পারফরম্যান্স মেলে ধরার ক্ষমতা রাখে। পাঁচ দিনের ক্রিকেটেও ও অনেককে চমকে দেবে। টেস্টে ওকে পাঁচ নম্বরে ব্যাট  করতে পাঠানো উচিত।”

    আরও পড়ুন: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    রবি শাস্ত্রী যখন ভারতীয় দলে কোচিং করছিলেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্য কুমার যাদবের। তাই তাঁদের সম্পর্কের রসায়ন বেশ মজবুত। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রসঙ্গে সূর্য কুমার বলেছেন, “জীবনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে রবি স্যারের সেই কথাগুলো আমার কানে আজও বাজে। টিম হোটেলে একটা পুলের ধারে বসে ছিলেন উনি। আমাকে ডেকে বললেন, যাকে বিন্দাস দেনা। অর্থাৎ মনের খুশিতে ব্যাট করো। দারুন লেগেছিল ওই কথাগুলো। আজও তাই মনে গেঁথে রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটাই করেছিলেন ঝড়ের গতিতে। আর শেষটাও একই ভঙ্গিতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং তাণ্ডবে হংকংয়ের (Hong Kong) বোলাররা রীতিমতো হতোদ্যম হয়ে পড়েন। বুঝেই উঠতে পারছিলেন না, কীভাবে সূর্যর এই প্রখর তেজ থেকে তাঁরা রক্ষা পাবেন। তাঁরা রেহাই পাননি। বরং ক্রমশ ঝাঁঝ বেড়েছে ভারতীয় ব্যাটসম্যানটির। ইনিংসের অন্তিম ওভারে সূর্যকুমার চারটি বিশাল ছক্কা হাঁকান। ভারতীয় ইনিংসে যোগ হয় মূল্যবান ২৬ রান। সূর্যর ঝোড়ো ব্যাটিং দেখে দুবাইয়ের (Dubai) গ্যালারি উদ্বেলিত হয়ে ওঠে বার বার। তাঁরা তো এরকম বাটিং দেখার টানেই মাঠে ছুটে এসেছেন।

    সূর্যর মারমুখী ইনিংস মন ছুঁয়ে গিয়েছে বিরাট কোহলির। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে চাক্ষুস করেছেন এক অনবদ্য ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। শেষ ওভারে হংকংয়ের বোলার হারুন অফ স্টাম্পের বাইরে বল করেন, কিন্তু সেই ডেলিভারি সজোরে সীমানার বাইরে পাঠিয়ে দেন সূর্য অনায়াসে। তারপর অভিনব ভঙ্গিতে সূর্যকে কুর্নিশ জানাতে ভোলেননি বিরাট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে ভাইরাল হয়েছে।

    বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন। বল যতই ভালো হোক, সহজেই তিনি তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে সক্ষম। এই কারণেই টি-২০ ফরম্যাটে সূর্য এখন ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ।

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    সূর্যকুমার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ৯৪। তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৪২ বলে অপরাজিত ৯৮ রান যোগ করেন তিনি। সেটাই মূলত ভারতীয় ইনিংসকে দু’শোর দোরাগোড়ায় পৌঁছে দেয়। তারকাদের ছাপিয়ে ম্যাচের সেরা হয়েছেন সূর্যই। তাঁর পারফরম্যান্স দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ‘আগামী দিনে ওপেনার হিসেবেই কাজে লাগানো উচিত সূর্যকে।’ পর পর দু’টি ম্যাচ জিতে ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার মরুশহর দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্র হংকংকে হারাতেই হবে বাবরদের। আর সেটা কোনও বিরাট ব্যাপার নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছিল ভারত (India)। এবার দুর্বল হংকংকে ৪০ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অনেকদিন পর বড় রান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১তম অর্ধশতরান করলেন। এর আগে রোহিত শর্মার ৩১টি হাফসেঞ্চুরি ছিল। তবে এদিন সবাইকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২৬ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৮ রান। মেরেছেন ছ’টি করে চার ও ছক্কা। মূলত এই জুটির সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

    ভারতের রানটা আরও বেশি হতে পারত। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি সেভাবে জমাট বাঁধেনি। বহুদিন ধরেই বড় রান পাচ্ছন না রোহিত। তাই হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধ তাঁকে পুরানো মেজাজে দেখতে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু হতাশ করেন রোহিত। ২১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পূরণ করেন ভারত অধিনায়ক। একই অবস্থা লোকেশ রাহুলেরও। শুরুটা ভালো করেও ৩৬ রানেই তাঁকে থামতে হয়। তবে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে শক্ত ভিতে দাঁড় করান সূর্যকুমার যাদব। তাঁদের পার্টনারশিপ ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়।

    আরও পড়ুন: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    হংকং যে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিততে পারবে না সেটা প্রত্যাশিতই ছিল। তবে বাবর হায়াত, কিঞ্চিৎ শাহদের লড়াই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রমীদের। হংকং ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। এখন প্রশ্ন হচেছ, এশিয়া কাপ জয়ের প্রবল দাবিদার ভারতীয় বোলিংকে নিয়ে তারা যেভাবে ছেলেখেলা করল, তা মোটেও শুভ ইঙ্গিত নয় রোহিতের দলের কাছে। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহারের সঙ্গে বেশ ভালোই বল করেন পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু অর্শদীপ সিং ও আভেশ খান যেভাবে রান বিলিয়েছেন, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ চওড়া করবে। অভেশ খান ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৫৩ রান। একটি উইকেট পেলেও প্রবল সমালোচনার মুখে পড়তে হচেছ তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share