Tag: Suvendu on SSKM

Suvendu on SSKM

  • Suvendu Adhikari: এসএসকেএম নিয়ে প্রশ্ন, অভিষেকের বাবার বাড়িতে অনাথ আশ্রম খুলতে চান শুভেন্দু

    Suvendu Adhikari: এসএসকেএম নিয়ে প্রশ্ন, অভিষেকের বাবার বাড়িতে অনাথ আশ্রম খুলতে চান শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা ভিআইপিদের তালিকা চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার এবিষয়ে আদালতের নজরদারিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিলামে কেনার ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ওই বাড়িতে অনাথ আশ্রম বানাবেন তিনি।

    অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন

    সোমবারই আদালতে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার মধ্যে রয়েছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রের নামে কেনা ২টি বাড়ি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় বিজেপির সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘এই ভিখারি পিসি থাকে খালপাড়ে, কত বাড়ি করেছে জানেন? ২টো বাড়ি ইডি অ্যাটাচ করেছে। একটা কয়লা ভাইপোর বাপের বাড়ি। আরেকটা লিপস অ্যান্ড বাউন্ডসের বাড়ি। ২টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলব তাড়াতাড়ি নিলাম করুন। আমার হাতে লোক আছে। বাড়িটা কিনবে। বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করব।’’

    আরও পড়ুন: হরিকৃষ্ণকে সরকারি বাংলোয় রাখতে ঘরছাড়া ৩ মন্ত্রী, বিস্ফোরক শুভেন্দু

    এসএসকেএম নিয়ে সন্দেহ

    বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ছোট আঙারিয়া গণহত্যার বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। এখানেই এসএসকেএম প্রসঙ্গে শুভেন্দু (Suvendu on SSKM) বলেন, “আদালতের তত্বাবধানে এসএসকেএমের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা উচিত। আসার সময় দেখলাম, এসএসকেএমের বারান্দা থেকে জ্যোতিপ্রিয় কাকে যেন হাত নাড়ছে! হাসপাতালটাকে পাঁচতারা হোটেল বানিয়ে ফেলেছে। কাকুর মতো অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে কিছু ডাক্তারও জড়িত। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।” শুভেন্দুর দাবি, “সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থাকলেও এত ঔদ্ধত্য সিপিএমের মধ্যেও ছিল না। কাকুর কালকে রাতে ধোঁয়া বেরিয়ে গিয়েছে। এবার সব খেলা শেষ!”

    মহুয়া প্রসঙ্গ

    মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষ, “১ বছর আগে উনি মা কালীকে নিয়ে বলেছিলেন যে মা কালী নাকি মদ খায়, সিগারেট খায়! ১ বছরের মধ্যে মা কালী ওকে ধ্বংস করে দিল। সবই মা কালীর খেলা।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share