Tag: Swaminarayan temple in Canada

Swaminarayan temple in Canada

  • Canada Swaminarayan Temple: কানাডার স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর, দেশ-বিরোধী স্লোগান! ক্ষুব্ধ ভারত

    Canada Swaminarayan Temple: কানাডার স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর, দেশ-বিরোধী স্লোগান! ক্ষুব্ধ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার স্বামী নারায়ণ মন্দিরে ভারত-বিরোধী মন্তব্য লিখল খালিস্তানপন্থীরা। অভিযোগ ওই মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মন্দিরে গায়ে নানান জায়গায় ভারত বিরোধী স্লোগান দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই কানাডায় থাকা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কানাডা সরকারের কাছে তদন্তের আবেদন করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই এর নিন্দায় সরব হয় ভারতীয় হাইকমিশন। ভারত সরকারও এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে।

    সূত্রের খবর, মঙ্গলবার কয়েকজন খালিস্তানপন্থী টরেন্টোর ওই মন্দিরে ঢুকেন পড়েন। মন্দিরের গায়ে হলুদ কালি দিয়ে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। স্লোগান লেখা হয়েছে মন্দিরের পিলারেও। পরে ওই খালিস্তানপন্থীদের মন্দির চত্বর থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। 

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন ট্যুইট করে জনিয়েছে ‘আমরা টরন্টোতে অবস্থিত স্বামী নারায়ণ মন্দিরের ক্ষতি এবং মন্দিরের দেওয়ালে ভারতবিরোধী স্লোগান লেখার ঘটনার তীব্র নিন্দা করছি। কানাডা প্রশাসনের কাছে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত, কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি’। 

    আরও পড়ুন: মোদির মুখোমুখি শি, শেহবাজ! এবারের এসসিও সম্মেলনে ভারতের গুরুত্ব কতটা?

    ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ সোনিয়া সিন্ধু। ট্যুইট বার্তায় তিনি লেখেন,’ কানাডা বহু সংস্কৃতির দেশ। বিভিন্ন বিশ্বাসের মানুষ এখানে নিরাপদে বসবাস করেন। এই ধরনের ঘটনায় সেই বিশ্বাস এবং নিরাপত্তায় ধাক্কা খেল’।

    এই বিষয় নিয়ে ট্যুইট করেছেন স্থানীয় মেয়র প্যাট্রিক ব্রাউন। ট্যুইটে তিনি জানান, ‘কানাডায় এই ধরনের ঘটনার কোনও স্থান নেই। আশা করছি, দ্রুত অভিযুক্তদের শাস্তি হবে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share