Tag: Swati Maliwal

  • Swati Maliwal: অতিশীর নাচ ভাইরাল সমাজমাধ্যমে! ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ দলীয় সাংসদ স্বাতীর

    Swati Maliwal: অতিশীর নাচ ভাইরাল সমাজমাধ্যমে! ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ দলীয় সাংসদ স্বাতীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দল হেরেছে শোচনীয়ভাবে। নয়াদিল্লি আসনে হেরেছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনদের মতো হেভিওয়েটরাও ধরাশায়ী হয়েছেন। কিন্তু তাতে কি? দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা (Atishi Marlena) নিজে জিততেই আনন্দে আত্মহারা হলেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই কটাক্ষ করলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলে কটাক্ষ করলেন স্বাতী।

    নির্লজ্জের মতো নাচছেন কীভাবে, কটাক্ষ স্বাতীর (Swati Maliwal)

    ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কেন্দ্র কালকাজিতে জয়ী হয়েই কর্মীদের সঙ্গে নাচতে শুরু করেন অতিশী। এরপরে অতিশীর এই ‘নাচ’ নিয়েই প্রশ্ন ওঠে দলের অন্দরে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal) বলেন, “দল হেরেছে, সব বড় নেতা হেরেছেন। তারপরও অতিশী মারলেনা এভাবে নির্লজ্জের মতো নাচছেন কীভাবে?” প্রসঙ্গত, শনিবারই দিল্লিতে বিপুল জয় পেয়েছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৪৮টিতেই জয়ী হয়েছে বিজেপি। পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। দলের জয়ের পরে এদিনই বিজেপির সদর দফতরে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দলের পরাজয়কেই কি তিনি এভাবে সেলিব্রেশন করছেন?

    প্রসঙ্গত, ১০ বছর পর দিল্লিতে ক্ষমতাচ্যুত হল কেজরিওয়ালের দল। ২০২০ সালে তারা ৬২ আসনে জিতেছিল। এবার সেই আসনসংখ্যা নেমে এসেছে একেবারে ২২-এ। এই হারের দায় কেজরিওয়ালের পাশাপাশি বর্তায় অতিশী মারলেনার ওপরেও। কারণ শেষ কয়েক মাস ধরে তিনিই ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমন শোচনীয় হারের পরে তিনি কর্মীদের পাশে থাকার বার্তা না দিয়ে নিজেই নাচতে শুরু করলেন। এতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, দলের হার নিয়ে কি কোনও মাথাব্যাথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর? নাকি দলের পরাজয়কেই তিনি এভাবে সেলিব্রেশন করছেন? দল হারলেও বিশেষ অখুশি নন তিনি, এই বার্তাই কি দিতে চাইলেন অতিশী?

LinkedIn
Share