Tag: Swiggy

Swiggy

  • Zomato: জোম্যাটো থেকে একবছরে ২৮ লক্ষ টাকার বেশি খাবার অর্ডার পুণের ব্যক্তির

    Zomato: জোম্যাটো থেকে একবছরে ২৮ লক্ষ টাকার বেশি খাবার অর্ডার পুণের ব্যক্তির

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা গোটা বছরে আপনি কত টাকার খাবার খেতে পারেন ?  প্রতিমাসে নিশ্চয় দু লক্ষ টাকার বেশি খাবার খেতে পারবেন না। সম্প্রতি জোম্যাটো (Zomato) সূত্রে জানা গেছে ২০২২ সালে পুণের এক ব্যক্তি ২৮ লক্ষ টাকার খাবার অর্ডার করিয়েছেন। জোম্যাটো (Zomato) তা শেয়ার করেছে নিজেদের ইনস্টাগ্রামে। ইতিমধ্যে ওই ব্যক্তি জোম্যাটোর (Zomato) তরফ থেকে Biggest Foddie তকমাও পেয়েছেন। ওই ব্যক্তি ২০২২ সালে মোট খাবার অর্ডার করিয়েছেন ২৮ লক্ষ ৫৯ হাজার ৬১১ টাকার। জোম্যাটো ইতিমধ্যে তাদের এই সব থেকে দামী গ্রাহকের কথা পোস্ট করেছে নিজেদের ইনস্টাগ্রামে।

    অন্য আরেকটি পোস্টে জোম্যাটো (Zomato) ধন্যবাদ জানিয়েছে রাহুল নামের এক জনৈক ব্যক্তিকে, যিনি কিনা ২০২২ সালে মোট ১০৯৮ টি কেকের অর্ডার করিয়েছেন। আবার টিনা নামের এক মহিলা ২৫০০০ টাকার উপর পিজা অর্ডার করিয়েছেন বলে জোম্যাটো (Zomato) সূত্রে জানা গেছে। তাঁকেও নিজেদের ইনস্টাগ্রাম থেকে ধন্যবাদ জানিয়েছে জোম্যাটো।

    সুইগিতে প্রতি মিনিটে রেকর্ড বিরিয়ানি অর্ডার করা হয়

    অনলাইনে অর্ডার করাতে করাতে আপনি যদি ভাবেন যে আপনি বাড়ির খাবারের থেকে বেশি অনলাইনে অর্ডার করা খাবার খাচ্ছেন তাহলে আপনাদেরকে জানতে হবে দিল্লির জনৈক অঙ্কুরের কথা, যে ২০২২ সালে ৩৩০০টিরও বেশি অর্ডার খাবার করিয়েছে জোম্যাটো (Zomato) থেকে।
    প্রতিদিন ৯ টিরও বেশি খাবার অর্ডার করেছে দিল্লির অঙ্কুর। অর্ডার করা খাবার সময় মত পৌঁছানোর জন্য জোম্যাটোকে (Zomato) ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন গ্রাহক। যেমন গুজরাটের যশ নামে একজন গ্রাহক ধন্যবাদ জানিয়েছেন এই সংস্থাকে, সময়মত খাবার পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে বিরিয়ানি বিক্রিতে রেকর্ড তৈরি করেছে সুইগি। তাদের পরিসংখ্যান বলছে যে সব থেকে বেশি অর্ডার হয় বিরিয়ানি। প্রতি মিনিটে গড়ে প্রায় ১৩৭ প্লেট বিরিয়ানি অর্ডার হয় জনপ্রিয় এই অ্যাপস থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বর্ষবরণের রাতে মেতেছিল গোটা দেশ। যেকোনও উৎসব পেটপুজো ছাড়া অসম্পূর্ণ। ৩১ ডিসেম্বরের রাত থেকেই উৎসব, আনন্দে মেতেছেন সকলে। কারোর বাড়িতে হয়েছে পিকনিক, কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টিতে মত্ত। আর উৎসবের দিনে অনেকেই রান্না-বান্না থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। আর তার জন্যে আমরা মূলত ভরসা করি ফুড ডেলিভ্যারি অ্যাপেই (Swiggy)। সবাই উৎসবের আনন্দে মেতে থাকলেও এই দিনগুলিতে ব্যস্ততা বেড়ে যায় ডেলিভারি বয়দের। এই দিন দেশজুড়ে লক্ষাধিক অর্ডার ডেলিভারি দিলেন ডেলিভারি বয়রা।

    কী জানিয়েছে সুইগি? 

    সুইগি (Swiggy) জানিয়েছে, বর্ষবরণের রাতে দেশে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিরিয়ানির। সন্ধে ৭টা বেজে ২০ মিনিটের মধ্যেই ১ লক্ষ ৬৫ হাজার বিরিয়ানির অর্ডার জমা পড়ে তাদের কাছে। সবমিলিয়ে বর্ষবরণে রাতে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি বিকিয়েছে তাদের অ্যাপ থেকে। সুইগি আরও জানিয়েছে, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা। রাত ১০টা বেজে ২৫ মিনিট পর্যন্ত ৬১ হাজার পিৎজা বিকিয়েছে তাদের অ্যাপ মারফত। বাকি হিসেব এখনও মেলেনি।

    আরও পড়ুন: নাসিকের কারখানায় আগুন, মৃত ২, আহত কমপক্ষে ১৭

    বর্ষবরণের (Swiggy) রাতে মোট যা বিক্রি হয়েছে সেই নিরিখে বিরিয়ানির অর্ডারে সবচেয়ে এগিয়ে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেন, মোট বিক্রি হওয়া বিরিয়ানির ৭৫.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল লখনউয়ি বিরিয়ানি, ১৪.২ শতাংশ। কলকাতার বিরিয়ানি বিক্রি হয়েছে ১০.৪ শতাংশ।

    হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁর সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে প্রতি মিনিটে দুই প্যাকেট বিরিয়ানির ডেলিভারি দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ১৫ টন বিরিয়ানি তৈরি করা হয়েছিল।

    শনিবার রাত ১০ টা ২৫ মিনিটে সুইগির (Swiggy) তরফে একটি ট্যুইটবার্তায় বলা হয়, ‘ডোমিনোজ ইন্ডিয়া, ৬১,২৮৭ পিৎজার ডেলিভারি দেওয়া হয়েছে। ওগুলির সঙ্গে কতগুলি ওরিগ্যানোর প্যাকেট যাচ্ছে, শুধু সেটা ভাবুন।’

    সেইসঙ্গে শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১.৭৬ লাখ প্যাকেট চিপস সরবরাহ করা হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ৯ টা ১৮ মিনিট পর্যন্ত ভারতের ১২,৩৪৪ জন খিচুড়ির অর্ডার দিয়েছিলেন। তারই মধ্যে শনিবার সন্ধ্যায় সুইগির সিইও শ্রীহর্ষ মাজেটি বলেন, “দ্রুতগতিতে শুরু হয়েছে পার্টি। ইতিমধ্যে আমরা ১৫ লাখ অর্ডার দিয়েছি। তা চলছে। এই নিউ ইয়ার্স ইভকে অবিস্মরণীয় করে তুলে আমাদের বাহিনী ও সহযোগী রেস্তোরাঁগুলি তৈরি আছে। বিশেষ পরামর্শ দিচ্ছি – ভিড় এড়াতে দ্রুত অর্ডার দিন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

  • Swiggy: সুইগিতে বাম্পার অফার! ভাইরাল ‘সুইগি বয়’-কে খুঁজে দিলে মিলবে ৫০০০ টাকা

    Swiggy: সুইগিতে বাম্পার অফার! ভাইরাল ‘সুইগি বয়’-কে খুঁজে দিলে মিলবে ৫০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে টাকা জেতার সুযোগ করে দিল ‘সুইগি’ (Swiggy)। কিন্তু কেন এই অফার? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এরপরেই আসল ঘটনা জানা গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে ঘোড়ায় চড়ে এক ব্যক্তি মুম্বইয়ের ব্যস্ত রাস্তা পেরোচ্ছেন এবং তাঁর পিঠে ছিল একটি সুইগির ডেলিভারি ব্যাগ। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। প্রায় কয়েক হাজার কমেন্ট এবং শেয়ার হয় ভিডিয়োটি।

    আরও পড়ুন: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    ভারী বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন। গাড়ি নিয়ে যাতায়াত করা মুশকিল। কিন্তু তার মধ্যেই ওই ফুড ডেলিভারি বয় নিজের কর্তব্যে অনড় থেকে সেই পরিস্থিতিতেই বেড়িয়ে পড়েন ঘোড়া নিয়ে। এরপর থেকেই এই ‘সুইগি বয়’-এর পরিচয় জানার জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে। আর অবশেষে ওই ভিডিয়োতে কমেন্ট করে বসল খোদ ‘সুইগি’। এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছে সংস্থাটি। যেখানে ঘোষণা করা হয়েছে যেই ব্যক্তি এই সুইগি বয়কে খুঁজে দিতে পারবে তাঁর জন্য পুরস্কার হিসেবে ৫০০০ টাকা দেওয়া হবে।

    [insta]https://www.instagram.com/p/CfoUkopPrO-/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের সংস্থার সেই কর্মীকেই হন্যে হয়ে খুঁজছে সুইগি। কারণ ভিডিয়ো তে তাঁর মুখ দেখা যায়নি। তাই ওই ডেলিভারি বয়কে খুঁজতে ব্যর্থ হওয়ায় এ বার তাঁকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করল সুইগি। সুইগির তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ওই ডেলিভারি বয়ের খোঁজ দিতে পারলে বা তাঁর সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে তাঁকে সুইগি’র ওয়ালেটে পাঁচ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাঁকে সেখানে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’  বলেও অ্যাখ্যা দেওয়া হয়েছে। ওই ডেলিভারি বয়ের কর্তব্য ও কাজের প্রতি নিষ্ঠা দেখে তাঁর প্রতি সম্মান জানানের জন্য সুইগি তাঁকে খুঁজে বেরোচ্ছে। 

  • Swiggy Drone Delivery: চাল-ডাল-তেল-নুন দিয়ে যাবে ড্রোন

    Swiggy Drone Delivery: চাল-ডাল-তেল-নুন দিয়ে যাবে ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ড্রোনের (Drone) মাধ্যমে হোম ডেলিভারি (Home Delivery) শুরু করতে চলেছে স্যুইগি (Swiggy)।

    চলতি মাস থেকেই তার ইনস্ট্যান্ট গ্রসারি (Instant Grocery) পরিষেবা, ইনস্টামার্ট (Instamart)-এর জন্য পরীক্ষামূলক ভাবে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে অনলাইন ফুড-ডেলিভারি (Online Food delivery) সংস্থা স্যুইগি। তবে এই ড্রোন-ডেলিভারি পরিষেবাটি একেবারে সরাসরি গ্রাহকের ঘরে পণ্য পৌঁছে দেবে না। বরং তা দোকান থেকে পণ্য নিয়ে পৌঁছবে ডার্ক স্টোরে (Dark Store)।

    কী এই ডার্ক স্টোর? ডার্ক স্টোর হল এমন এক জায়গা যা গ্রাহকের বাড়ির কাছে। সেখান থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের বাড়ি পৌঁছে দেবেন ডেলিভারি পার্সন। এক্ষেত্রে তাদের সাহায্য করবে হায়দরাবাদের সংস্থা মারুত ড্রোনটেক (Marut Dronetech)। মারুতের সঙ্গে আরও অনেক সংস্থাই এ কাজে স্যুইগিকে সাহায্য করবে।

    আপাতত রাজধানী দিল্লি (Delhi NCR) ও বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করছে স্যুইগি। ড্রোনের মাধ্যমে Swiggy Instamart ডেলিভারি কতটা বাস্তব সম্মত তা বুঝে নেওয়ার চেষ্টা করছে তারা। শহরগুলির জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকার কারণে ড্রোনের মাধ্যমে ডেলিভারির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে Swiggy -র মতো কোম্পানি, বলে অনুমান বিশেষজ্ঞদের। এতে কোনওভাবেই কোনও ডেলিভারি পার্সনের চাকরি যাবে না, বলে একটি ব্লগ বার্তায় জানিয়েছে স্যুইগি। কারণ, বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়ার কাজ করবেন ডেলিভারি পার্সনরাই।

    ডেলিভারি ড্রোন হল মনুষ্যবিহীন একটি বায়বীয় যান (UAV/Unmanned Aerial Vehicles)। এধরনের যান মূলত চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং অন্য পণ্য পরিবহণে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই উপদ্রুত এলাকায় মানুষের ত্রাণে এই ধরনের পরিবহণ করা হয়। স্যুইগির ক্ষেত্রে ড্রোনগুলি তার Instamart পরিষেবার অধীনে মুদি (Grocery) সামগ্রী সরবরাহ করতে ব্যবহার করা হবে। সংস্থাটি ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য চারটি ‘ড্রোন-অ্যাজ-এ-সার্ভিস’ (Drone-as-a-service) অপারেটরের সঙ্গে চুক্তি করেছে। ডেলিভারির মধ্যস্তরে এই ড্রোন কেমন কাজ করছে তা পর্যালোচনা করে দেখবে স্যুইগি। ব্যবসায়িক ভিত্তিতে ড্রোন ওড়ানোর বিষয়ে গত বছর ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রক ২০টি সংস্থাকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। 

  • Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইরে খেতে যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারছেন না বৃষ্টির জন্য? তাই বাড়িতে বসেই খাবার অর্ডার করছেন খাবার সরবরাহকারী সংস্থা থেকে! কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যারা খাবার সরবরাহ করছে তাঁদেরকেও এই ঝড়-বৃষ্টি পেরিয়ে খাবার পৌঁছে দিতে হচ্ছে। ফলে এক ডেলিভারি বয় এই জলমগ্ন রাস্তায় খাবার পৌঁছে দিতে গিয়ে এক অবাক কাণ্ড করে বসলেন, যার ফলে তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    বৃষ্টির ফলে রাস্তায় জমেছে জল। গাড়ি আটকে যাচ্ছে জলে। কিন্তু কর্তব্য পালন তিনি অনড়। সময়ের মধ্যেই কাস্টমারের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। কিন্তু প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন একটা উপায় তো বের করতেই হবে। তখন তিনি এক অভিনব উপায় বের করলেন। ওই ডেলিভারি বয় গাড়ির বদলে ঘোড়া নিয়ে ছুটলেন খাবার পৌঁছে দিতে।

    [tw]


    [/tw]

    যুবকের এমন কাণ্ড দেখে সকলে অবাক হলেও, অনেকেই প্রশংসা করেছেন। প্রবল বৃষ্টির মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে ঘোড়া। তার ওপরে বসে রয়েছেন ওই যুবক ও তাঁর পিঠে জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’-র (Swiggy) ব্যাগ। আর এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। ঘটনাটি মুম্বইয়ের। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে কেউ লিখেছেন, ‘একেই বলে শাহি ডেলিভারি।’ আর একজন লিখেছেন, ‘আশা করি পিৎজা ডেলিভারি করছেন না এই ছেলেটি।’

    আরও পড়ুন: বাবার শেষ ইচ্ছে পূরণ, হাসপাতালে সিরিঞ্জে করে মদ নিয়ে গিয়ে গলায় দিলেন মেয়ে

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (Indian Meteorological Department) শহরে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অবিরাম বৃষ্টির জন্যে কালবাদেবী (Kalbadevi) ও সিয়ন (Sion) এলাকায় দুটি বাড়ি ভেঙেও পড়েছে। যদিও এতে কেউ আহত হননি এবং কিছু ক্ষতিগ্রস্ত বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।  আর এর মধ্যেই সুইগি ডেলিভারি বয়ের এই কাণ্ড নেট দুনিয়ায় ভাইরাল । নেটিজেনরাও হতবাক।

LinkedIn
Share